চকলেট কেক ডেকোরেশন

in Incredible India5 months ago

নমস্কার বন্ধুরা, আশা করছি সকলের সুস্থ আছেন ।গতকাল আমি আপনাদের সাথে চকলেট কেক তৈরি করার রেসিপি শেয়ার করেছিলাম এবং আমি জানিয়েছিলাম এই কেকটা আমি অনেকদিন আগেই বানিয়েছি। ঠিক মাতৃ দিবসের পরপর, চকলেট কেকটা আমি কিভাবে গার্নিশ করেছিলাম এবং সুন্দর করে সাজিয়ে তুলেছিলাম তা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম। সেই সমস্ত পদ্ধতি আমি আপনাদের সামনে তুলে ধরব।

IMG-20240516-WA0011.jpg

কেক ডেকোরেশন পুরোপুরি নিজের মনের মত করা যায়। এগুলো একেবারেই আপনাদের মনের উপরেই ডিপেন্ড করে। বাড়িতে যা আছে তা দিয়েই কেক ডেকোরেট করা যায়। আমার কাছে যা ছিল সেদিন বাড়িতে উপস্থিত, আমি তাই দিয়েই কেক ডেকোরেট করেছি। এর থেকে আরও বেশি উপকরণ দিলে আরো ভালোভাবে কেক ডেকোরেশন হবে এবং আরো সুন্দর দেখতে হবে কেক। কিন্তু আমি যেভাবে করেছি , তার জন্য যা যা লেগেছে, সে উপকরণগুলো চলুন দেখে নিই।

উপকরণ
নংসামগ্রীপরিমাণ
দুধএক কাপ
উপিং ক্রিম পাউডারএক কাপ
পাইনাপেল জ্যামচার চামচ
মেল্ট চকলেট১০০ গ্রাম
স্ট্রবেরি ক্যান্ডিপরিমাণ মতো

প্রথম ধাপ

প্রথমেই আমি একটি কাঁচের বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ মত উইপিং ক্রিম পাউডার ।আর সাথে দিয়েছি এর মধ্যে এক কাপ দুধ। এই ক্ষেত্রে আপনারা নরমাল লিকুইড ক্রিম ব্যবহার করতে পারেন ,কিন্তু আমার কাছে যেহেতু পাউডার ক্রিম ছিল, তাই আমি সেটাই ব্যবহার করেছি।

20240516_175128.jpg

দ্বিতীয় ধাপ

এবার ভালোভাবে ক্রিম আর দুধটাকে মেশিনের সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি এবং উইপ করে নিচ্ছি ক্রিম।
ক্রিম পুরোপুরি উইপ করা হয়ে গেলে, এতে দিয়ে দেব পাইনাপেল জ্যাম পরিমাণ মতো। পাইনাপেল জ্যাম অথবা যেকোনো ফ্লেভার আপনারা ব্যবহার করতে পারেন ।যে যেমন ফ্লেভারের কেক তৈরি করতে চান সেরকম ফ্লেভার , সেরকম সিরাপ আপনাদের এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে।

1000108371.jpg

তৃতীয় ধাপ

ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি একটি পাত্রে এই ক্রিম আলাদাভাবে তুলে রেখেছি এবং তাতে পিংক ফুড কালার মিশিয়েছি। এবং আরেকটি পাত্রে আমি ১০০ গ্রাম মতো চকলেট মেল্ট করে এই ক্রিম এর মধ্যে দিয়েছি।

20240516_182526.jpg

চতুর্থ ধাপ

ছবি দেখলে বুঝতে পারবেন আমার কাছে এখন দু'রকম ক্রিম রেডি হয়ে গেছে। একটা চকলেট ক্রিম যেটা আমি মেল্ট্ চকলেট মিশিয়ে তৈরি করেছি আর আরেকটা নরমাল পাইনাপেল ক্রিম। এবার আমি কেক ডেকোরেশন শুরু করব।

20240516_191635.jpg

পঞ্চম ধাপ

প্রথমেই কেকটিকে তিনটে ভাগ করে নিয়েছি এবং একটি পিস রাখার আগে কেক টেবিলের ওপরে একটুখানি ক্রিম মাখিয়ে কেকের একটি পিস রেখেছি, তারপরে দিয়ে দিয়েছি চকলেট ক্রিম ।কেকের ওপর এভাবে পরপর কেকের পার্টগুলো বসিয়ে চারিদিকে চকলেট ক্রিম মাখিয়ে নিয়েছি।

1000108372.jpg

ষষ্ঠ ধাপ

চকলেট ক্রীম ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি পাইনাপেল ক্রিমটা সুন্দর করে চারিদিক দিয়ে ভরাট করে দিচ্ছি । কেকটা আমি খুব তাড়াহুড়ো করে বানিয়ে ছিলাম ।তাই কেক বেশি ঠান্ডা না হতেই আমি ক্রিম লাগানো শুরু করেছিলাম ,এ কারণে ক্রিমগুলো একটু গলে যাচ্ছিল।

20240516_203705.jpg

সপ্তম ধাপ

চারিদিকে পাইনাপেল ক্রিমটা রাখা হয়ে গেলে আমি এবার এই কেকটাকে পরবর্তী ধাপে যাওয়ার আগে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব ।যাতে ক্রিম সেট হয়ে যায় ভালোভাবে।।

20240516_204453.jpg

20240516_204511.jpg

20240516_205005.jpg

অষ্টম ধাপ

আপনারা নিজেররাই দেখুন কেকটা কত সুন্দর হয়েছে ,মানে ক্রিমটা কত সুন্দর কেক এর সাথে সেট হয়ে গেছে।

IMG-20240520-WA0014.jpg

নবম ধাপ

এবার আমি সুন্দরভাবে নিজের ইচ্ছা মতো ডেকোরেট করব। আমি এখানে আমার বাড়িতে রাখা স্ট্রবেরি ক্যান্ডি ব্যবহার করে কেকের চারিপাশটা ডেকোরেট করছি।

IMG-20240520-WA0011.jpg

IMG-20240520-WA0009.jpg

দশম ধাপ

তারপর আমার মায়ের জন্য মাকে উদ্দেশ্য করে একটি মেসেজ আমি কেকের উপরে লিখছি। সাথে চারিদিক দিয়েও একটু ক্রিম সুন্দর করে দিয়ে দিলাম, যাতে আরো দেখতে ভালো লাগে। আমি মেসেজ লেখার আগে কেকের ক্রিমের সাথে আর একটু ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম যাতে লেখাটা একটু ডিপ গোলাপি রঙের হয়।।

IMG-20240520-WA0005.jpg

শেষ ধাপ

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেছে আমাদের বাড়িতেই এত সুন্দর একটা কেক ।এবার আপনারা সবাইকে সার্ভ করতে পারেন।

IMG-20240520-WA0003.jpg

কেকটা খেতে এতটা সুন্দর হয়েছিল যে আপনাদের বলে বোঝাবার নয়। আমি নিজেও বুঝতে পারিনি কেকটা খেতে এত ভালো হবে ,কারণ আমি এত তাড়াতাড়ি কেকটা বানিয়েছিলাম। আমার কোন প্ল্যান ছিল না কেক তৈরি করার। কিন্তু সেদিন সন্ধ্যা বেলায় সময় পাওয়াতে হঠাৎই কেক তৈরি করে নিয়েছিলাম। তবে আপনাদের একটা কথা বলব অবশ্যই কেক পুরোপুরি ঠান্ডা হলে তারপরে গার্নিশ করবেন।
না হলে ক্রিম গলে যাবে ।যেহেতু গরমকালের সময় ছিল তাই আমার অনেকটাই সমস্যা হয়েছে ।আমার বাড়িতে সাধারণত কেকের উপকরণ গুলো সব সময় থাকে ,কিন্তু সেদিন খুবই কম উপকরণ ছিল তাই ডেকোরেশনের জন্য যে জিনিসগুলো আরো দরকার সেগুলো আমার বাড়িতে খুব কম থাকায় আমি যেটুকুনি পেয়েছি তাই দিয়েই কাজ করেছি।

তবে এই কেক এতটাই খেতে ভালো হয়েছিল যে পরের দিনে ই কেক শেষ হয়ে গেছে। আমার নিজের ইচ্ছা আছে আবার আমি এইভাবে আরেকবার কেক তৈরি করব। কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি।
কেক ডেকরেশন করতে আপনি যতটা বেশি সময় দেবেন ।ততই কেক সুন্দর তৈরি হবে। কিন্তু আমি সেরকম সময় দিতে পারিনি ,যাই হোক আপনাদের সাথে সমস্ত ব্যাপারটা শেয়ার করে আমার ভালো লাগলো। আমার নিজের কেক খেতেও খুব ভালো লাগে এবং তৈরি করতেও খুব ভালো লাগে। আমি যদি ভবিষ্যতে আরো কেক তৈরি করি ,আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো।

কেকের সাথে মা আমি আর ভাই মিলে অনেক ছবি শেয়ার করেছিলাম ।আর কেক তৈরি করার সময় মা আমাকে দুটো ছবি তুলে দিয়েছিল সেটাও আপনাদের সাথে আজ শেয়ার করলাম।

আমার পোস্ট ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।সকলের সুস্থ থাকুন। ভালো থাকুন।

Sort:  

💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on 🧵"X"🧵 by the account josluds

@tipu curate

 5 months ago 

আপনার কেকটি তৈরি করা অনেক সুন্দর ছিল এবং আপনি যে ধাপে আমাদেরকে কেক তৈরি করার রেসিপিটা তুলে ধরেছেন সেটা আসলে সবাই যদি দেখে তাহলে আমি মনে করি সবাইকে এভাবেই বাড়িতে কেক তৈরি করতে পারবেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কেক তৈরি করা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Loading...
 5 months ago 

আপনার আগের পোস্টে দেখেছিলাম চকলেট কেক তৈরি করার পদ্ধতি। কিন্তু আজ আপনি চকলেট কেক ডেকোরেশন করার পদ্ধতি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন। আমি আপনার পোস্ট পরিদর্শন করে এটা বুঝতে পারলাম আপনি খাবারের দিক থেকে অনেক দক্ষতা একটি মানুষ। এবং আপনি যে খাবার গুলো তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেন এটা সম্ভবত খুব কম মানুষ নিজের বাসায় তৈরি করতে পারে। এবং এতো সুন্দর করে সাজাতে সবাই পারে না । আপনি খুব সুন্দর এই কাজ গুলো করতে পারেন আমি এটা অনুভব করতে পারছি।

 5 months ago 

আজকে আমাদের সাথে শেয়ার করেছেন কিভাবে কেক ডেকোরেশন করতে হয়। আপনি উপিং ক্রিম পাউডার ও দুধ দিয়ে বিটারের সাহায্যে মিশিয়ে ধাপে ধাপে কিভাবে কেক ডেকোরেশন করতে সেটা আমাদেরকে দেখিয়েছেন।
নতুনদের জন্য অনেক কাজে লাগবে। আপনার কেকটা দেখতে অনেক সুন্দর লাগছে। কেটেও নিশ্চই খুব ভালো হয়েছিল।
ভবিষ্যতে আরো এমন চমৎকার রেসিপি দেখার প্রত্যাশায় রইলাম।

image.png
CONGRATULATIONS!!

This post has been upvoted - Steem's Angels with @steemcurator0x/ Curated by: @solperez

«El único modo de hacer un gran trabajo es amar lo que haces» Steve Jobs.

 5 months ago 

ধন্যবাদ জানাই আমি চকলেট কেক ডেকোরেশন এর একটি পোস্ট শেয়ার করার জন্য। সম্পূর্ণ পোস্টটাতে আপনি শেয়ার করেছেন কিভাবে ডেকোরেশন করেছেন।
অনেক সুন্দর হয়েছে দেখতে পোস্ট দেখে বাসায় তৈরি করে নেয়া যাবে।