মুক্ত বাতাসে

in Incredible India25 days ago (edited)

IMG_20240918_172633_992~2.jpg

আসসালামুয়ালাইকুম
সবাইকে আমার বাংলা ব্লগে স্বাগতম।

দীর্ঘ আট ঘন্টা অফিস করার পর বিকেল বেলায় আমি ছাদে বেশ কিছু সময় অতিবাহিত করেছি। সেই সময়ের কিছু ফোটোগ্রাফি এবং বেশ কিছু উপভোগ্য মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব।

ছাদের নিচে রুমের মধ্যে প্রচন্ড গরম থাকে যেহেতু উপর তলায় আমাদের রুম এ কারণে সারাদিন রোদের তাপে রুম গরম হয়ে থাকে দিনে এবং রাতে অধিকাংশ সময় গরম। তবে আজকে আমি লিখতে বসেছি এই সময়ে তাপের পরিমাণ একটু কমেছে কিন্তু দীর্ঘ 2 , 3 দিন আগেও প্রচন্ড পরিমান গরম ছিল।

যাই হোক অফিস শেষে গোসল করে ঝড়ঝড়ে হয়ে ছাদের উপর চলে গেলাম। ছাদের উপর প্রচন্ড পরিমাণে বাতাস। সেই বাতাসে অনেক ভালো লাগে। আমি আর শরিফুল দুজনেই গল্প করতেছি আর ছাদের উপর বসে আছি হাঁটাহাঁটি করতেছি। শরিফুল কে বললাম কয়েকটি ছবি উঠিয়ে দে।

বেশ কিছু ছবির মধ্যে তিনটি ছবি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেহেতু এই তিনটি ছবি আমার কাছে ভালো লেগেছে। দুই বন্ধু মিলে পরামর্শ করতেছি, করা যায়; চাকরির পাশাপাশি আরও কিছু করতে হবে, তা না হলে হবে না।

একটু পরেই শরিফুলের হবু বউ দিয়েছে কল শরিফুলের মোবাইলে। আওয়াজ হচ্ছে ক্রিং ক্রিং ক্রিং ক্রিং --------

কল আসাতে শরিফুলের আনন্দ রাত কাটানো যায়না কি আনন্দ হচ্ছে। দুজনে অবশ্য বসে গল্প করতেছিলাম সেই মুহূর্তে কল এসে আর গল্প করা হলো না। যেহেতু দুজনে দুই জায়গায় থাকে এই কারণে মোবাইলে কথা বলা তাদের একটি আবেগ।

IMG_20240918_172639_722.jpg

যাই হোক বেশ ভালো, এদিকে আমি একা একাই বসে আছি, তাছাড়া কি করব; আর মোবাইল চাপতেছি। টেলিগ্রামে বিভিন্ন কাজ করতেছিলাম। ছাদে থেকে রুমে আসব সেই ইচ্ছাও হচ্ছে না কেননা প্রচন্ড পরিমাণে গরম লাগবে রুমে আসার সাথে সাথেই যদিও রুমের মধ্যে দুটি ফ্যান রয়েছে। আল্লাহ তাআলার প্রাকৃতিক বাতাস আর মানুষের তৈরি কৃত্রিম ফ্যান এর বাতাস এ শরীর কতটুকুই ঠান্ডা আর হবে।

একদম খাওয়া-দাওয়ার সময় হাওয়া পর্যন্ত ছাদে বসে ছিলাম ও। যদিও কিছুক্ষণ পর আমার রুমমেট রাকিব ভাই এসেছিল। এছাড়াও আকাশ ভাই আছে সেও এসেছে আরো একজন ভাই ও ছিল সেও এসেছে আমরা বেশ কিছু সময় অতিবাহিত করেছি খাওয়া-দাওয়া করার আগ পর্যন্ত।

বেশিরভাগ সময়ই ছাদে কাটানো হয় অফিস থেকে এসে কেননা ছাদে প্রচন্ড পরিমাণে বাতাস, যেই বাতাস রুমে বসে পাওয়া যায় না।

যখন সূর্য অস্তমিত হবে সেই সময় গুলো উপভোগ করতেছি। অবশ্য দেখেছেন একদম শেষের ছবিতে আমি দাঁড়িয়ে রয়েছি সূর্য অস্তমিত হওয়ার বেশ আগ মুহূর্ত। যেই সেট দেখতে পারতেছেন এটি হচ্ছে আমাদের কোম্পানি। আমাদের কোম্পানির নাম প্রতীক সিরামিক লিমিটেড

IMG_20240918_172559_162.jpg

যদিও স্টার সিরামিক এর চেয়ে খুব বেশি একটি বড় নয়! তারপরেও বেশ ভালই। আমি কোন কোম্পানিকেই ছোট করতেছি না বা কোন কোম্পানিকে ছোট করে দেখতেছি না, সব কোম্পানি তার নিজের কাছে সর্বোচ্চ ভালো।

স্টার সিরামিক বেশ ভালো এবং প্রতীক সিরামিক ও বেশ ভালো।

আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে বেশ কিছু সময় অতিবাহিত করেছি তার বেশ কিছু কথা এবং আমার কিছু ফোটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।

Sort:  
Loading...