You are viewing a single comment's thread from:

RE: Incredible India Community Application for Steemit Engagement Challenge-Season 10

in Incredible India2 years ago

প্রথমত আমি শুভকামনা করি আমাদের এই কমিউনিটির জন্য। কেননা কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের এডমিন মহোদয়া সহ সকল মডারেটর আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আমাদের একটি বছর পূর্ণ হয়ে গেল, এটি নিয়ে সুন্দরভাবে অ্যানাউন্সমেন্ট করে দেয়া হয়েছিল এমনকি এখানে উল্লেখিত রয়েছে। এছাড়া সকল স্টিমিয়ানকে steemit প্ল্যাটফর্মে শিক্ষিত করার লক্ষ্যে টিউটোরিয়াল ক্লাস পরিচালিত হয় এবং আনন্দ উপভোগ করার লক্ষ্যে একটি দিন বরাদ্দ রয়েছে।

আমাদের এই কমিউনিটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে যে সমস্ত নিয়ম রয়েছে তার মধ্য দিয়ে। সকল মডারেটর তাদের নিজ নিজ জায়গা থেকে কমিউনিটিকে সুন্দরভাবে পরিচালিত করার লক্ষ্যে তাদের চেষ্টার কমতি নেই।

আমি মনে করি আমাদের এই কমিউনিটিকে এই এনগেজমেন্ট চ্যালেঞ্জে সুযোগ দিয়ে আবারো সকলের মাঝে তুলে ধরার অনুরোধ রইল। জয় হোক steemit প্ল্যাটফর্মের।