ফুটবল খেলার ফাইনাল ম্যাচে ইলেকট্রিক্যাল VS সিভিল ডিপার্টমেন্ট

in Incredible India2 years ago

ফুটবল খেলার ফাইনাল ম্যাচে ইলেকট্রিক্যাল VS সিভিল ডিপার্টমেন্ট।

আসসালামু আলাইকুম সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। বিগত দিনগুলোর মতোই আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হলাম আনন্দময় আর্টিকেল নিয়ে। আমার উপরের টাইটেল লিখেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি কি। নতুন করে তাই আর বলছি না আজকের বিষয়।

ভূমিকা:

ফুটবল খেলার ফাইনাল ম্যাচে আজকে আমরা উপস্থিত হলাম। আজকের এই ফাইনাল ম্যাচে উপস্থিত ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ভার্সেস সিভিল ডিপার্টমেন্ট। আজকে তাদের দল নিয়েই ফাইনাল ম্যাচের কার্যক্রম শুরু। ফুটবল খেলায় হার জিত অবশ্যই রয়েছে সবকিছু মেনে নিতে হবে। মনে করতে হবে এই ফাইনাল ম্যাচে কোন দলটি উপনীত হয়েছে। তারা অবশ্যই ভালো পারফরম্যান্স দিয়েছে এ কারণেই তারা এই পর্যায়ে এসেছে। তাই যারা হেরে যাবে তাদের মন খারাপ করার কিছুই নেই।

IMG_20221113_152821_883.jpg

ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট:

ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অনেকগুলো ছাত্র রয়েছে। এদের মধ্যে থেকে দুটি দল বিভক্ত করা হয়েছিল একটি দলের নাম দেওয়া হয়েছিল ইলেকট্রিক্যাল অন আরেকটি নাম দেওয়া হয়েছিল ইলেকট্রিক্যাল টু। ইলেকট্রিক্যাল টু ডিপার্টমেন্ট ছোট যার কারণে তারা বড়দের পাশে খেলাধুলা করে অগ্রসর হতে পারেনি। এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ওয়ান তারা সবাই বড় এবং অনেক ভালো খেলোয়াড় ছিল এই ডিপার্টমেন্টে। তাদের এই খেলার পারফরম্যান্স অনেক ভাল ছিল। আর এ কারণেই তারা ফাইনাল ম্যাচ অব্দি অগ্রসর হতে পেরেছে।

IMG_20221113_152825_265.jpg

সিভিল ডিপার্টমেন্ট:

সিকুরি ডিপার্টমেন্টের অনেক ছাত্র রয়েছে তার মধ্য থেকে যাদেরকে বাছাই করা হয়েছিল তারা অনেক ভালো ছেলে এবং তাদের কম্বিনেশন অনেক ভালো ছিল। বিশেষ করে তাদের গুলি অনেক ভালো গোলকিপার হিসেবে।
গোলকিপারের নাম তৌকির। এবং তার সাথে তার আরেকটি বন্ধু তার নাম ইমন। সে মাজ ফিল্ডে অনেক ভাল খেলে অর্থাৎ চতুর দিকেই দৌড়ায় অনেক ভালো খেলে ফুটবল।

IMG_20221113_153458_831.jpg

দুই দলের অবস্থান এখন:

তারা দুই দলই অনেক ভালো খেলে ফুটবল। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরেও একটি গোলও দিতে পারল না দুই পক্ষই। অনেক অনেক কঠিন ভুলগুলো প্রতিহত করেছে গোলকিপার। দুই গোলকিপারই অনেক ভালো ছিল। অনেক কঠিন পরিস্থিতির বল গুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে। শেষ পর্যায়ে চার মিনিট লচ টাইম দেওয়া হয়েছিল তার পরেও পারলো না গোল দিতে। তাদের দুই পক্ষের খেলোয়াড় গুলো অনেক ভালো ছিল। মোটকথা হাড্ডাহাড্ডি খেলা হয়েছে।

IMG_20221113_164225_781.jpg

Screenshot_20221116-160413_1.png

প্লান্টি দেওয়ার সময়:

শেষ পর্যন্ত ক্লান্তি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে রেফারি। খুবই জাঁকজমক ভাবে এই খেলাটি উপভোগ করতে পারতেছি। প্লান্টি দেওয়ার জন্য দুই পক্ষ থেকে প্রিয়ার বাছাই করা হয় প্রথমে চারটি শর্ট নেওয়ার জন্য। একে একে দুই দল থেকেই চরটি করে আটটি শট নেয়া হয়েছে। এরপরেও ড্র হয়ে গেল এখন আবার দুটি শর্ট এক্সট্রা দেওয়া হল।

Screenshot_20221116-160446_1.png

Screenshot_20221116-160326_1.png

ফাইনাল খেলায় উইন:

অবশেষে ফাইনাল খেলায় উইন হলো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট।

Camera 📸 16M Dual Camera
Device 📛 Tecno Spark 7
Location 🌍 Bogura

Sort:  
 2 years ago 

শুধু ফুটবল নয়, সব খেলাতেই হার জীত থাকে, বিষয়টি হলো নিজের সম্পূর্ণটা দিয়ে কারা খেলেছে, তবে আপনার খেলার বিশ্লেষণ বেশ উপভোগ করলাম।

 2 years ago 

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

Loading...
 2 years ago 

সব ম্যারাডোনা, মেসি, রোনাল্ড, সব মিলেমিশে একাকার, আর আপনি তো একজন কমেন্টটেটর এর মত করে খেলার বর্ণনা দিয়েছেন দেখছি। ফুটবল বাঙালির জাতীয় খেলা কাজেই এর প্রতি আপনার আগ্রহ প্রশংসার যোগ্য।

 2 years ago 

হুম সবাই ম্যারাডোনা, মেসি, রোনাল্ড😀। আমাদের ডিপার্টমেন্ট সেমিফাইনালে হেরে গেছে তাই আমি ভাস্যকর। হা হা হা।