Better Life With Steem || The Diary game || 06 December 2023 ''One day between exams''
Hello,
Everyone,
সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি:
ভোর 5:00 টা বাজে ঘুম থেকে উঠেছি, আজ আমার "মধ্যযুগের কবিতা" পরীক্ষা ছিলো, ঘুম থেকে ওঠার পরে প্রথমে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বই দেখে নিলাম, পড়া শেষে উঠে পড়ি তখন প্রায় 8: 30 বাজে উঠে খাবার ঘরে গিয়ে দেখি, শাশুড়ি আম্মা সকালের নাস্তা বানাচ্ছিলো অন্যদিকে, আমার মেয়েও ঘুম থেকে উঠে ব্রাশ করছে, আমি তার নাস্তা বানানোর কাজে একটু সাহায্য করলাম।
) |
---|
এরপরে, গোসল করে আস্তে আস্তে পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে রেডি হইতেছি, এবং রেডি হওয়ার শেষে বাসা থেকে বাহির হওয়ার আগে দুই টা ছবি তুলে নিলাম, পোস্টের মাঝে শেয়ার করব বলে, তাছাড়া আমি আজ ফোন বাসায় রেখে যাবো তাই। এরপরে গাড়ি আসলো আমাকে ডাক দিলো আর আমি বাসা থেকে বেরিয়ে পড়ি।
এবং আমরা হলের ভিতরে প্রবেশ করলাম তখন 12:30 বাজে আমাদের খাতা দিল, দশ মিনিট পরে প্রশ্নপত্র দিলো, এবং আমি মন লাগিয়ে লিখতে ছিলাম। প্রথমে, ছোট প্রশ্ন গুলো লিখে নিলাম। এরপরে, বড় প্রশ্নগুলো সময়ের মধ্যে শেষ করলাম। এখন প্রায় 4: 30 বাজে আমাদের খাতা জমা নিচ্ছিল, আমি খাতা দিয়ে পরীক্ষার হল থেকে বান্ধবীদের সাথে বেরিয়ে পড়ি। এবং সোজা গাড়িতে এসে বসে পড়ে।
I am Bangladeshi. My name is Karobi Amin, I am a housewife, and a second-year honors student of the Bengali department. That's why I prefer to speak and write in Bengali, today I tried to share with you my daily diary game, I hope you like it. Thank you all very much.
"আমার এই পোস্ট টা পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ"
আপনি সকালবেলা ভোর পাঁচটার সময় উঠলেন এবং ফ্রেশ হয় কিছুক্ষণ বই পড়লেন। তারপর পড়া শেষ করে আপনার শাশুড়িকে সকালে নাস্তা বানাতে সাহায্য করলেন। তারপর সকালবেলা পেঁপে কমলা পেয়ারা এবং পাউরুটি ডিম দিয়ে নাস্তা করলেন । তারপরে আপনারা চার বান্ধবী মিলে পরীক্ষা দিতে গেলেন। মনে হয় আপনার শাশুড়ি আপনাকে মেয়ের মতন অনেক ভালোবাসে। কারণ আপনার প্রত্যেকটা পোস্টে যে সব আপনার শাশুড়ির কথা বলেন আমার কাছে খুব ভালো লাগে। আপনার আসার অপেক্ষায় আপনার শাশুড়ি বাইরে নেমে হাঁটাহাঁটি করছিল ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সারাদিনের ডেইলি গেম আমাদের সাথে শেয়ার করবেন থ্যাঙ্ক ইউ।
জি আপু, এই কথাটা বাস্তব তার আমাকে অনেক সাপোর্ট দেয় পড়ালেখার ক্ষেত্রে এটাই আমার কাছে বড় পাওয়া। দোয়া করবেন নিজের লক্ষ্যে যেন পৌছাতে পারি।
শুরুতেই আপনার পরীক্ষার জন্য শুভকামনা রইলো। সকালে পরীক্ষা দেয়ার আগে আপনার শাশুড়ীকে নাস্তা বানাতে কিছুটা সাহায্য করেছেন।এরপর কমলা, পেপে আর পেয়ারা দিয়ে নাস্তা করে আপনার চার বান্ধবী সাথে পরীক্ষা দিতে গিয়েছেন।পরীক্ষা শেষ করে এসে দেখেন আপনার শুশুড় পায়চারি করছে আপনার ফেরার অপেক্ষায়।এটা পড়ে খুব ভালো লাগলো। আপনাকে খুব ভালো বাসে আপনার শশুড়।
শুভকামনা রইলো আপনার জন্য।
আপনি আজকে ভোরে উঠেছেন উঠে ফ্রেশ হয়ে বই গুলো একটু পড়ে নেন তারপর পরীক্ষা দিতে যাবেন ৷ আর পরীক্ষা যাওয়ার আগে আপনি আপনার মাকে বলেছেন ভাত খেয়ে যাবেন না তাই আপনি কিছু ফল ফুল খেয়ে পরীক্ষা দিতে চলে যান ৷ তারপর পরীক্ষা শেষে আপনি আপনার বন্ধু গুলো সহকারে বাড়িতে চলে আসেন ৷ আর বাড়ি গেটে ঢুকতে দেখতে পান আপনার শশুর হাটাহাটি করতেছে ৷
আগামী দিন গুলো আপনার বেশ সুন্দর ভাবে কাটুক এই কামনাই করি ৷ ধন্যবাদ ভালো থাকবেন 🌺
ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।
খুব ভোরে উঠে আপনি পড়তে বসলেন। এরপর অনেকটা সময় ধরে আপনি পড়াশোনা শেষ করলেন। আপনার আজকের বিষয় ছিল মধ্যযুগের কবিতা।আরেকদিন এই সংক্রান্ত একটি পোস্ট লিখেছেন যা দেখে খুব কঠিন মনে হয়েছিল ।তাই বুঝলাম আপনার আজকের পরীক্ষাটি যথেষ্ট কঠিন ছিল। তারপরও ছোটখাটো কাজ করে মেয়েকে বাড়িতে রেখে আপনি পরীক্ষা দিতে গেলেন ।এবং মোবাইল বাসায় রেখে গেলেন। খুব সুন্দর ভাবে আপনার পরীক্ষা দিতে আপনি পেরেছেন জেনে খুব ভালো লাগলো। আবার সময় মতো বাড়িও ফিরে এসেছেন।আপনার শ্বশুর আপনার জন্য অপেক্ষা করছিল এটা জেনে খুব ভালো লাগলো। সব মিলিয়ে আপনার জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
ধন্যবাদ আপু খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য 🥰
আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেছিলাম কারণ আজকে আপনার মধ্যযুগের কবিতা পরীক্ষা ছিল।
আজকে আপনি কিছু ফল খেয়েছেন তার মধ্যে পেঁপে কমলা পেয়ারা ছিল যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য বেশি উপকার।।
আজকে পরীক্ষা দিতে যাওয়ার সময় ফোন বাসায় রেখে গিয়েছিলাম আর বাজারটাও বেশ নিকটে যাওয়ার পথে বেশ কয়েকটা বন্ধুসহ গিয়েছে।।
ধন্যবাদ জানাই আপনার একটি দিনের কার্যক্রম এত সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করার জন্য।।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ভোররাতে যেকোনো পড়া দ্রুত মুখস্ত হয়, তাই আপনি ঠিক সময়ে পড়তে উঠেছেন। আমারও যখন পরীক্ষা চলত তখন বেশি অংশের সময় এশার নামাজ পড়ে খেয়ে-পরপরি ঘুম পড়তাম আর ভোর চারটা থেকে উঠে পড়তে শুরু করতাম সকাল সাতটা পর্যন্ত। তখন আমাদের মস্তিষ্ক শিথিল ও চারিদিকের পরিবেশ নীরব থাকে এইজন্য যেকোনো পড়া অল্প সময়ে মুখস্ত হয়।
আপু আপনার পরীক্ষার জন্য শুভকামনা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি।
Thank you
খাবার পরীক্ষা চলছে সেজন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি অবশ্যই পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করবেন। পরীক্ষা দিতে যাওয়ার আগে সংসারের সব কাজ গুছিয়ে রেখে গেছেন। আসলে মেয়েদের বিয়ের পর যত ঝামেলায় থাকুক না কেন? সংসার আগে সামলাতে হবেই।
সবকিছু ঠিক করে পরীক্ষা দিয়ে আসতে আসতে প্রায় বিকেল পাঁচটা বেজে গেল! আপনি বলেছেন আপনাদের এখান থেকে শহর অনেক দূরে! তাই যেতে অনেক বেশি সময় লাগে! আশা করি খুব তাড়াতাড়ি আপনার পরীক্ষা শেষ হয়ে যাবে ভালো থাকবেন।
ধন্যবাদ আপু খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য।
আপনার পোস্ট টা দেখা আমার নিজের কথা মনে পড়ে গেলো,, একটা বিবাহিত মেয়ের সংসারর যাবতীয় কাজ শেষ করে পরিক্ষা দিতে যাওয়া অনেক কষ্ট কর,, আমি ও সকালে উঠে নিজে ফ্রেশ হয়ে বাচ্চা কে খাওয়া নিজে খায় তার ভিতর বই নিয়ে পড়তে হয়,, নিজের সাথে লড়াই করার মতো, আপনার পোস্ট টা পড়ে খুবই ভালো লাগলো আপনার পরিক্ষা কেমন হলো জানাবেন। সুস্থ থাকবেন ভালো থাকবেন।
মেয়েদের জীবনটাই লড়াইয়ের আপু ।
আর হ্যাঁ, গতকালকের পরীক্ষা টা আলহামদুলিল্লাহ ,ভালো হয়েছে।
প্রথমে আপনাকে আপনার পরিক্ষার জন্য শুভকামনা জানাতে চাই। পাউরুটির সাথে ডিম দিয়ে ভাজি করলে খুব মচমচে হয় খেতে অনেক মজা লাগে। আগে পরিক্ষার দিন গুলো একটু টেনশনে কাটতো খুব ভোরে ঘুম থেকে উঠা লাগতো। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
Thank you