You are viewing a single comment's thread from:

RE: অদ্ভুত শহর(Strange City)

in Incredible Indialast month

একদম ঠিক কথা বলেছেন এ ঢাকা শহরটা একদম অদ্ভুত একটা শহর, আমি যখন এখানে প্রথম এসেছিলাম তখন শুধু রাস্তায় বের হলে তাকিয়ে থাকতাম। এবং চারিদিকে পরিবেশটা দেখতাম মানুষ কত অসহায় হতে পারে,,।

আবার এমনও দেখেছি যাদের পকেটে ৫০০০ টাকা থাকলেও তাদের চা খাওয়াও হয় না,, বা আড্ডা দেওয়া যাবে না,,। একদম ঠিক কথা বলেছেন আমাদের সবার উচিত এসব মানুষের দিকে লক্ষ্য রাখ তাদের পাশে একটু করে দাঁড়ানো।

তাহলে আমার মনে হয় আমাদের এই সমাজটা আরো সুন্দর হবে কিন্তু সত্যি কথা বলতে এই শহরে এমন মানুষের বড্ড অভাব।।