গাছ লাগান সমাজ ও পরিবেশ বাঁচান ।(শেষ পর্ব)

in Incredible India20 days ago (edited)

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ বিকাল,,

সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা।
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। আজকে আমি লিখতে বসেছি গাছ লাগানোর শেষ পর্ব মালয়েশিয়ার সময় এখন ০৩:০১ মিনিট গত পর্বে আমি বলেছিলাম যে কিভাবে আমরা গাছ লাগাবো তারপরই শিক্ষণ দিয়েছিল আধাঘন্টা যাবত তো চলুন জেনে নেওয়া যাক।

received_8370526126342344.jpeg

আমার এই ছবিগুলো অন্য ফোন দিয়ে উঠানো ছিল ।তাই মেসেঞ্জার থেকে ডাউনলোড দিয়ে ছবিগুলো ব্যবহার করছি।

received_519397393965396.jpeg

গাছ টা রোপন করতে হলে প্রথমে আমাদেরকে ১২ ইঞ্চি পরিমাণ একটি গর্ত করতে হবে সাপল দ্বারা গাছের গোড়া যতটুকু দৈর্ঘ্য অর্থাৎ যতটা মোটা তেমন পরিমাণ গর্ত করে নিতে হবে।

received_1501621537389254.jpeg

গর্ত করা শেষ হলে গাছের গোড়ায় থাকা পলিব্যাগ খুব সাধনের সাথে ছিড়তে হবে যাতে করে গাছের গোড়ার মাটি ঝরে না যায়।

received_1040014220898750.jpeg

এরপর গাছটি গর্তের ভিতর সোজা করে রোপণ করতে হবে। গাছের গোড়ায় মাটি দেওয়ার সময় একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করতে হবে ।সেটি হলো গাছের গোড়ার যে মাটিগুলো রয়েছে সেটা যেন বেশি চাপ দেওয়ার ফলে ভেঙ্গে না যায়। এই মাটি ভেঙ্গে গেলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই খুব সাবধানের সাথে এই কাজটি করতে হবে।

received_1029461995061479.jpeg

সর্বশেষ গাছ রোপন করা হয়ে গেলে গাছের গোড়ায় বাঁশের একটি খুঁটি পুঁতে দিতে হবে যাতে করে গাছটি হেলে না পড়ে। শুধু খুঁটি পুঁতে দিলেই হবে না খুটির সাথে গাছটা ভালো করে সুতা দিয়ে বেঁধে দিতে হবে।

received_911320121037365.jpeg

received_549679024150452.jpeg

ট্রেনিং দেওয়া শেষ হলে এবারে আমরা একটি হাইলাইটস গাড়িতে উঠে সবাই গাছ রোপনের উদ্দেশ্যে পাহাড়ে চলে যায় সেখানে যাওয়ার পর সবাইকে সেফটি জুতা দেয়া হয় কেননা জঙ্গলের ভিতর দিয়ে আমাদের হেটে যেতে হবে প্রায় 2 কিলোমিটার রাস্তা।

IMG-20240824-WA0014.jpg

received_880850913896688.jpeg

পানি আর কাঁদার ভিতর দিয়ে আমরা হেঁটে সামনের দিকে যাচ্ছি আমাদেরকে পথ দেখানোর জন্য এই কোম্পানির আরো লোকজন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। গাছ লাগানোর সেই স্থানে যাওয়ার পর আমাদেরকে দুইটা লাইন দেখিয়ে দেওয়া হয় এরপর আমাদের টিম এই দুইটা লাইন গাছ লাগানো শুরু করল। এখানে ছেলে ও মেয়েরা ও ও ভাই একসাথে গাছ লাগানোর জন্য এসেছে সবাই একে অপরকে গাছ লাগানোর সাহায্য করছে । আমি গাছের গোড়ার মাটি খনন করছিলাম আর মেয়েরা গাছ বয়ে এনে সেগুলো রোপন করছিল।

IMG-20240824-WA0011.jpg

আমরা এই দুই লাইনে সর্ব মোট ২০০ শতাধিক এর বেশি গাছ লাগিয়েছি। গাছ লাগানো শেষ করতে আমাদের প্রায়ই দুই ঘন্টার বেশি লেগে যায় ১৪ জনের একটি দল ২ ঘন্টা যাবত শুধু গাছ লাগিয়েছি। অনেকে এখানে কঠোর পরিশ্রম করছে সবারই গা ঘামে পুরো ভিজে গিয়েছে।

IMG-20240824-WA0012.jpg

আমার ও তো অবস্থা খারাপ কেননা যতগুলো গাছ রোপন করা হয়েছে বেশি অংশ গর্ত আমি করেছি। তবে মনের ভেতরে একটি বিষয় খুবই ভালো লাগছিল । সেটি হল হয়তোবা আমরা এই গাছ থেকে কোন সুফল পাবো না তবে পরবর্তী প্রজন্ম এই গাছ থেকে সুফল পাবে সেই সাথে মালয়েশিয়া আবহাওয়া ভারসাম্য বজায় থাকবে।

received_870272114526478.jpeg

একটি শান্তিময় শীতল সুন্দর পরিবেশ গড়তে আসুন আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই,

একটি কথা খুবই পরিচালিত আছে সেটি হল গাছ লাগান পরিবেশ বাঁচান। আমি এর সাথে আরও একটু যুক্তি করতে চাই সেটি হল আগামী প্রজন্মকে সুস্থ রাখতে বেশি বেশি গাছ লাগান।

তো বন্ধুরা এই ছিল গাছ লাগানোর শেষ পর্ব। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
Loading...
TEAM 1

Congratulations!

Your post has been supported by THE QUEST TEAM. We support quality posts, good comments anywhere, and any tags


post.PNG

Curated by : @stef1

 19 days ago 

@stef1 ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য অবিরাম ভালবাসা থাকলো সবার প্রতি।

 17 days ago 

কাঁচ আমাদের অক্সিজেন দিয়ে থাকে এছাড়া পরিবেশ বন্ধন করে থাকে।। আজকে আপনি দেখিয়েছেন কিভাবে গাছ লাগাতে হয়।। আর আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝাই যাচ্ছে সবাই মিলে আনন্দের সাথে গাছ লাগাছেন।।

 17 days ago 

শুধু গাছ আমাদের অক্সিজেন দেয় না তার পাশাপাশি দেশ শীতল রাখতে গাছ লাগানো ছাড়া কোন বিকল্প রাস্তা নাই বেশি বেশি গাছ লাগানোর ফলেই তো পরিবেশ ভারসাম্য বজায়রা থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি সুন্দর একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন

 17 days ago 

একদম সঠিক কথা ভাই বেশি বেশি গাছ লাগানোর ফলে পরিবেশ ভারসাম্য বজায় রাখে।। কিন্তু বর্তমান সময়ে মানুষ যেন গাছ লাগাতেই চায় না প্রতিটি মানুষ কাজ কাটা নিয়ে ব্যস্ত।। প্রতিটি কোম্পানি থেকে এমন উদ্যোগ নেওয়া জরুরী।।