বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ রিভিউ।

in Incredible India7 months ago

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র দ্বিতীয় ইনিংস টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ রিভিউ।

IMG_20240526_005415.png খেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

দুঃখ হতাশা ভারাক্রান্ত মন নিয়ে লিখতে বসেছি ।বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম ম্যাচ ভেবেছিলাম যে দুর্ঘটনা জনক ভাবে বাংলাদেশ হেরে গিয়েছে। যেভাবে ফুটবল বিশ্বকাপে প্রথম ম্যাচ আর্জেন্টিনা হেরেছিল সৌদি আরবের কাছে।

খেলার ভিতরে হার-জিত থাকবে এটাই স্বাভাবিক তবে যদি সেই হারটি মানসম্মত হয় লড়াই করে তারপর কোন দল জিতে তাহলে ভালো লাগে। বাংলাদেশের প্রত্যেকটি প্লেয়ারের এমন বাজে পারফরমেন্স করছে যা ভাষায় প্রকাশ করার মত নয়। দিনের পর দিন প্রতিটি প্লেয়ার সবকিছু ফ্যাসিলিটি পাওয়ার পরেও তাদের স্কিল develop বা বিকাশ নিয়ে কোনো ভাবনায় নাই।

IMG_20240525_234524.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

দুইদিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে যদি বাংলাদেশে এমন খেলা দেখায় তাহলে বিশ্বকাপে এর চাইতে আরো শক্তিশালী দলের সাথে খেলতে হবে তখন বাংলাদেশের কি অবস্থা হবে সেটা কল্পনার বাইরে। আমি চিন্তা করতে পারছি না কিভাবে বাংলাদেশ বিশ্বকাপে শক্তিশালী দলের মুখোমুখি হবে।

বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়ে হয়তো বা বদনাম কোড়াচ্ছে। আমার মত ক্রিকেট প্রেমী মানুষদের মনে যে ভালোবাসা ছিল তা হয়তোবা আস্তে আস্তে এভাবেই হারিয়ে যেতে শুরু করছে শুধুমাত্র দিনের পর দিন বাংলাদেশের এই বাজে পারফরমেন্সের কারণে।

দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিলিং নেওয়ার সিদ্ধান্ত নেই হয়তো বা এই সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত ছিল তবে সঠিকভাবে এর ব্যবহার করতে পারি নাই, যুক্তরাষ্ট্র প্রথম 6 ওভার পাওয়ার প্লে তে আজও ৪০ এর উপরে রান তুলছে। সাত ওভার শেষে ৪৪ রান ১ উইকেটের বিনিময়ে।

IMG_20240525_234405.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

যুক্তরাষ্ট্র প্রত্যেকটি ব্যাটসম্যানদের বাহাবা জানাতে হয় বাংলাদেশের বোলিং দের কেন যেন পাত্তাই দিলো না ১৪ ওভারে ১০০ রান করল ৩ উইকেটের বিনিময়ে। মোস্তাফিজুর ও শরিফুল দুজনেই খুবই ভালো বল করেছিল লাস্ট ৬ ওভার। সর্বশেষ লাস্ট ৬ ওভারে ৪৪ রান যোগ করেন 3 উইকেটের বিনিময়ে। ১৪৫ রানের সামান্য এই টার্গেট বাংলাদেশের লক্ষ্যে ছুড়ে দেন যুক্তরাষ্ট্র।

খেলার দ্বিতীয় অধ্যায়

মাত্র ১৪৪ রান তাড়া করতে নেবেই অনেকটাই তাড়াহুড়ো করে যেন মাঠ ছাড়লেন সৌম্য সরকার। তার ব্যাটিং করা দেখে মনে হচ্ছিল যে পাখা ধানে গরু লেগেছে তাই তো দ্রুত মাঠ ছাড়লো।

IMG_20240525_174551.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

এরপর ব্যাট করতে নামেন বাংলাদেশের অধিনায় নাজমুল হাসান শান্ত । শান্ত মাঠে নেমে যেন পুরো স্টেডিয়ামটা ঠান্ডা করে দিল। আজকে হয়তোবা শান্ত টি-টোয়েন্টি না খেলে টেস্ট খেলে হলেও শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন এই মনস্তাপ নিয়েই হয়তোবা মাঠে নেমেছেন।

বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের বেহাল দশা দেখে এই কথাগুলো মনের অজান্তেই চলে আসছে আমি মনে করি বাংলাদেশের ব্যাটিং টেনার পরিবর্তন করা খুবই জরুরী কেননা এই দুই বছর ধরে কোন খেলার পরিবর্তন হলো না বাংলাদেশের প্লেয়ারদের।

IMG_20240525_233902.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

প্রথম পাওয়ার প্লে ৬ ওভারে যখন 3 উইকেট হারায় তখন তো টপ অর্ডার ব্যাটসম্যান শেষ পর্যায়ে বাংলাদেশ ১০ ওভারে প্রায় ১০০ রানের লাইন ফলো করছিল। তবে ততক্ষণে ৪ উইকেট হারিয়ে ফেলে সামনের বাকি ছয় উইকেটে দরকার ছিল মাত্র 44 রান।

এই ৪৪ রান করতে গিয়ে অলআউট হয়ে মাঠ ছাড়েন অনেকটাই জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই ম্যাচটি হারলো আমি বলব সম্পূর্ণ ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের। দশ ওভারের পরে দেখছিলাম যে বাংলাদেশ প্রতিটা ওভারে একটি করে উইকেট হারাচ্ছে আর শেষ ওভারে বাংলাদেশ অল আউট হয়ে মাঠ ছাড়েন পর পর দুই ম্যাচ হারার কারণে সিরিজ নিশ্চিত করল যুক্তরাষ্ট্র এই প্রথমবার যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছ থেকে সিরিজ জয়লাভ করেছে অভিনন্দন যুক্তরাষ্ট্র টিমকে।

তো বন্ধুরা আজকে খেলার রিভিউ টা একটু অন্যভাবে উপস্থাপনা করেছি মনের দুঃখ কষ্ট ,😭😭আপনাদের মাঝে কিছুটা তুলে ধরতে পেরেছি ।আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে সবকটা ম্যাচই হেরে গেল। আমার মনে হয় নতুন করে টিম সাজালে ভালো হয় কিন্তু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে, সুতরাং এই টিম নিয়েই খেলা চালিয়ে যেতে হবে এবং আশাবাদী হতে হবে। আর কিছু করার নেই আপাতত।

 7 months ago 

দাদাভাই আপনি একদমই ঠিক বলছেন যুক্তরাষ্ট্রের সাথে যদি শেষ ম্যাচ হেরে যাই তাহলে মান সম্মান তো হারাবে সেই সাথে এই দলটি ঢেলে সাজানোর কথা ও উঠবে তবে বিশ্বকাপের আগে এটা করা সম্ভব নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 7 months ago 

বাংলাদেশের প্রতিটা ম্যাচ শেষে পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা করা ছাড়া আর কোনো উপায় নাই। খেলাটা আমি দেখি বলতে পারেন দেখার কোনো আগ্রহ খুজে পায়নি তবে আপনার পোস্টটি পড়ে ধারনা পেয়েছি। জানি না কবে আনরা শক্তিশালী দলের সাথে লড়াইয়ের যোগ্যতা অর্জন করবো। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য

 7 months ago 

কথায় আছে যার প্রতি ভালোবাসা থাকে তাকে শেষ পর্যন্ত দেখতে হয় তাই আমাদের ক্রিকেট টিমের প্রতি তেমনি ভালোবাসা যদি একটা আমার জিততে পারে সে আশায় আমরা বসে থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 7 months ago 

আমরা তো শুধু আশাই আর শুভকামনাই করতে পারি। ধন্যবাদ আপনাকে মতামতের উওর দেওয়ার জন্য। ভালো থাকবেন।

Loading...
 7 months ago 

সত্যি কথা বলতে ভাই ক্রিকেট খেলাটির নাম শুনলেই মনের ভেতর একটা আবেগ কাজ করে। ছোটবেলা থেকেই ক্রিকেটপ্রেমী ছিলাম। কারণ ছোটবেলা থেকে আমার ফুটবল খেলা তেমন একটা ভালো লাগতো না। আগে অনেক টিভিতে এবং মোবাইলে খেলা দেখার সুযোগ পেয়েছিলাম। কিন্তু এখন কর্মজীবনে যুক্ত হওয়ার পর থেকে খেলা দেখার সুযোগ হয় না।
আমার মনে হয়, যেভাবে বাংলাদেশ হেরে যাচ্ছে সেই হিসেবে নতুন করে টিম সাজালে সব থেকে ভালো হবে।

 7 months ago 

বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি ম্যাচ আসলে আপনার পোস্ট ওপেন করার পর, অনেকটা খুশি ছিলাম। কিন্তু যখন পড়া শেষ করলাম তখন অনেক বেশি হতাশায় পড়ে গেলাম। বাংলাদেশ কখন জিতবে আর কখন দেশের মুখ উজ্জ্বল করবে, এটা নিয়ে অনেক বেশি চিন্তিত। যুক্তরাষ্ট্রের মত একটা দেশের কাছে বাংলাদেশ হেরে গেছে বিষয়টা খুবই লজ্জা জনক। আশা করি পরবর্তী খেলায় তারা অনেক ভালো করবে। এই কামনা করছি। ধন্যবাদ টি-টোয়েন্টি ম্যাচের রিভিউ আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।