বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি প্রথম ম্যাচ রিভিউ।
শুভ বিকাল
টস হয়ে যাবার পর খেলা দেখতে শুরু করছি বাংলাদেশে প্রথম ব্যাট ধরতে মাঠে নামে সৌম্য সরকার ও জুনিয় তামিম। জুনিয়র তামিম এগারো বলে ৬ রান করে সবাইকে হতাশ করে আউট হয়ে মাঠ ছাড়েন। পরবর্তীতে লিটন কুমার দাস মাঠে নেমেই এক বাল খেলার পর আউট হয়ে যায়।
প্রথম থেকে খেলাটা অনেকটাই বিরক্ত লাগছিল মাত্র ১৫ রানে দুই উইকেট হারালো বাংলাদেশ এমন খেলা দেখতে কি মনে চায়। ওয়েস্ট ইন্ডিজ দর্শকদের মনে ঈদ বইছে ৩০ রানে আরো একটি উইকেট হারালো বাংলাদেশ।
তবে আজকে সৌম্য সরকার খুব ভালো খেলা দেখিয়েছে। তার ব্যাট থেকে সর্বোচ্চ রান আসে বাংলাদেশ দলের ৩২ বলে ৪৩ রান করে মাঠ ছাড়েন এই বাম হাতে ব্যাটসম্যান।
জাকের আলী, মেহেদী হাসান ও শামীম পাটোয়ারী লাস্টের দিকে দ্রুত রান তোলার কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইট করার মত কিছু রান ওঠে তবে তুলনা মূলকভাবে এই রান খুবই কম। আজকের ম্যাচে শামীম পাটোয়ারী অবিশ্বাস্য একটি ম্যাচ খেললেন মাত্র ১৩ বলে ২০০শত এস্টিক রেটে রান তোলেন টি-টোয়েন্টি ম্যাচ এমন না হলে কি খেলা দেখতে মনে চায় যাই হোক শেষ থেকে দিকে এসে অনেকটা আনন্দ পেলাম খেলা দেখে । ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৪৭ রান।
খেলার দ্বিতীয় অধ্যায়।
খেলার দ্বিতীয় অধ্যায় যখন শুরু হয়েছে তখন আমি মিটিংয়ে ছিলাম তাই মাঝেমধ্যে পকেট থেকে ফোনটা বের করে খেলার স্কোরবোর্ড দেখছিলাম প্রথম থেকেই ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা খুব চড়াও হয়ে মারতে শুরু করল। আর এটাই ছিল তাদের ভুলের প্রথম কারণ সামান্য এই কয়েকটা রান তুলতে গিয়ে তারা যতটা মাথা গরম করেছে আমার মনে হয় এতটা মাথা গরম না করলেও এই সামান্য রান হয়ে যেত।
প্রথম দুই ওভারে দুই উইকেট হারাই মাত্র দলীয় ৮ রানের মাথায়। পরবর্তীতে Johnson Charles ১২ বলে ২০ রান করেন। সেই সুবাদে ৩ আবার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩০ রান । রান রেট ঠিক রাখলেও উইকেট হারিয়ে ফেলাই খুব দ্রুত।
বাংলাদেশের বোলিং ইউনিট আজকে খুব কষ্ট করেছে। বুদ্ধিমত্তার সাথে বল করার কারণে মাত্র ৫৮ রানে ছয় উইকেট তুলে নেয়। তখন মনে হয়েছিল যে হয়তোবা বাংলাদেশে এই ম্যাচটা খুবই সহজেই জিতে যাবে।
তবে শেষের দিকে এসে খেলা সম্পূর্ণই পরিবর্তন হয়ে গেল যে ম্যাচ বাংলাদেশ জিতার কথা ছিল সেই ম্যাচ যেন ওয়েস্ট ইন্ডিজ খুব সহজেই জিতে নেবে এমনটাই ভাষ্য কর তার বক্তব্যে বারবার তুলে ধরেছিলেন। Rovman Powell তিনি একাই এই ম্যাচ জেতার কান্ডারী হয়ে দাঁড়িয়েছিলেন সবাই তাকিয়ে ছিল তার দিকে ৩৫ বলে ৬০ রান তোলেন এই মার খুঁটি ব্যাটসম্যান খুটির মতো দাঁড়িয়ে প্রত্যেকে বল যেন বাউন্ডারির বাইরে ছাড়া করছিলেন। তবে শেষ রক্ষা হলো না ক্যাশ আউট হয়ে মাঠ ছাড়তে হলো। Rovman Powell আউট হওয়ার পর বাংলাদেশের দর্শকদের মনে স্বস্তি আসে।
এখানে আমি যতগুলো ছবি ব্যবহার করছি সবগুলো ছবি খেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট দিয়ে ব্যবহার করছি।
অনেক কষ্টে বাংলাদেশ এই ম্যাচ ৭ রানে জয়লাভ করছে । অভিনন্দন বাংলাদেশ টিমের সামনের দুটি ম্যাচ যেন খুব ভালোভাবেই তারা জয়লাভ করতে পারে এই প্রত্যাশাই করি। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।
ওয়েস্টিন্ডিজ কে বলা হয় টি ২০ ক্রিকেটের রাজা, অথচো তারাই পুচকে বাংলাদেশের সাথে নাকানি চুবানি খাচ্ছে। প্রথম ম্যাচের পরে ২য় ম্যাচেও হেরেছে লজ্জাজনক ভাবে। আপনার ব্লগের মাধ্যমে প্রথম ম্যাচের রিভিউ আবারো পরে নিলাম। খুব সুন্দর ভাবে খেলার বর্ণনা তুলে ধরেছেন।