Incredible India monthly contest November #2|Happy family.

in Incredible Indialast year

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

শুভ সন্ধ্যা,

আজকে আমি লিখতে বসেছি মালয়েশিয়ার সময় বিকাল ছয়টা বেজে ৩০ মিনিটে প্রথমে আমি আমার বন্ধুদের সাথে একটু কুশল বিনিময় করে নিই, আমার প্রিয় লেখক লিখিকা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই, Incredible India কমিউনিটির এ্যাডমিন ম্যাডামকে যিনি আমাদের জন্য এত সুন্দর একটি প্রতিযোগিতায় বিষয় নির্ণয় করে কনটেস্ট আয়োজন করেছেন। আর এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের এই পরিবারের সকল সদস্যদের মানসিক চিন্তা সম্পর্কে জানতে পারব একটি পরিবারে সুখী করার জন্য তাদের ভূমিকা সম্পর্কেও পড়তে পারব তো যাই হোক এখন মূল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন।

Source

IMG_20231120_214607.pngEdited by Canva
What is the definition of a happy family?

সুখ শব্দের শাব্দিক অর্থ শান্তি বা আরাম এবং বিশেষ পদ, তৃপ্তিদায়ক, প্রিয়। সুখী পরিবার বলতে আমি যেটা বুঝি, তবে এর আগে আমি একটু ক্লিয়ার করতে চাই পরিবার দুই ধরনের হয়ে থাকে যেমন একক পরিবার এবং যৌথ পরিবার, একক পরিবার স্বামী , স্ত্রী অথবা সন্তান নিয়ে একটি পরিবার গঠিত হয় কিন্তু যৌথ পরিবার বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, দাদী দাদা, চাচা, চাচি নিয়েই গঠিত হয়, পরিবারের সকল সদস্যের সাথে মানিয়ে গুছিয়ে চলা একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়া বড়দের সম্মান করা ছোটদের স্নেহ করা সবার সাথে মিলেমিশে একে অপরের বিপদে এগিয়ে আস একই সাথে বসবাস করা। উপরে সবগুলো যদি কোন পরিবারের সমান ভাবে থাকে তাহলে বুঝতে পারব এটাই সুখী পরিবার।
pexels-gm-islam-1429900.jpgsource

What things should we follow to keep our family happy? Justify.

এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটি কথা বলতে চাই একটি সুখী পরিবার গড়তে হলে দুইটি বিষয়ের উপর জোর দেওয়া খুবই প্রয়োজন সেটি হল একে অপরের প্রতি বিশ্বাস এবং ধর্য্য ‌। তবে আমাদের পরিবারগুলো সুখে রাখতে হলে আমাদের কিছু করনীয় রয়েছে সেগুলো আমি পয়েন্ট আকারে তুলে ধরার চেষ্টা করব।

👉অর্থনৈতিক সচলতা,

  • কথায় আছে অর্থ সকল সুখের মূল তবে এই কথাটার সাথে আমি পুরোপুরি একমত নয়। অর্থ থাকলেই সুখী হওয়া যায় না তবে এটাও মানতে হবে অর্থ না থাকলে কোন পরিবার সুখী হতে পারে না। পরিবারের চাহিদা মেটাতে ঠিক যতটুকু অর্থ আমাদের প্রয়োজন অবশ্যই সেটা আমাদের ইনকাম করতে হবে পরিবার সুখে রাখতে হলে, তার পাশাপাশি পরিবারের নিরাপদ ভবিষ্যতের জন্য প্রত্যেক মাসে অল্প অল্প করে সঞ্চয় করা যা যেকোন বিপদের সময় পরিবারের কল্যাণে আসে ‌।

👉 একে অপরের প্রতি ভালোবাসা,

  • ভালোবাসা এমন একটি লোহার ফ্রেম যা পৃথিবীর কোন বন্ধন একে আলাদা করতে পারে না তেমনিভাবে পরিবারের প্রত্যেক সদস্য একে অপরের প্রতি যদি সমান ভালোবাসা থাকে তবে সেই পরিবারকে সুখে রাখতেই যথেষ্ট। সর্বোপরি পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে বিশ্বাস এবং নৈতিকতার বন্ধন থাকা উচিত।
pexels-files-1648401.jpgsource

👉 সুশিক্ষার পাশাপাশি মতামতের প্রয়োজনীয়তা,

  • আমাদের পরিবার গুলোতে সুখ আনতে হলে অবশ্যই বাচ্চাদের সুশিক্ষাই শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তা না হলে পরবর্তীতে পরিবারগুলো ভেঙ্গে যাওয়া সম্ভাবনা রয়েছে। পরিবার থেকে বাচ্চাদের ভদ্রতা এবং বড়দের সম্মান করা শেখাতে হবে। একে অপরের মতামতের ভিত্তিতে কিভাবে একটি কাজ করতে হয় সেগুলোকে প্রাধান্য দিতে হবে।

👉 পরিবারের সাথে সময় কাটানো

  • সারাদিন কর্ম ব্যস্ততার পর আপনি যখন পরিবারের টানে ঘরে ফিরে আসবেন তখন সবার সাথে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত গল্প এবং অন্যান্য কাজে সময় কাটাতে হবে একে অপরের সাথে কথা বলতে হবে এতে করে আপনার ও তাদের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। পরিবারের সাথে সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যা অনেকে অবহেলা করে আর এই অবহেলার কারণেই অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়। তাই আমাদের অবশ্যই গুরুত্বের সহকারে এই বিষয়টির মাথায় রাখতে হবে।
Can professional relationships become a portion of our family? Describe.

আমি একজন প্রবাসী তাই এই বিষয়টি আমি ভালোভাবেই জানি পেশাগত সম্পর্কগুলো আমাদের পরিবারের একটি অংশ । পরিবার থেকে প্রায় সাত বছর বাহিরে কিন্তু কর্মস্থলে এমন ব্যক্তিদের সাথে পরিচিত হয়েছে আমি আগে কখনোই তাদেরকে চিনতাম না অথবা জানতাম না। তবে এখন তাদের সাথে দীর্ঘ পথ চলার পরে মনে হয় যে তারা আমার অতীত ঘনিষ্ঠ।

pexels-fox-1595385.jpgsource

আমি মনে করি অনলাইন অথবা অফলাইন যেখানেই আপনি কাজ করেন না কেনেন মানুষের সাথে পরিচিত হওয়ার পর জীবনের সুখ দুঃখ গুলো ভাগাভাগি করে নিয়ে দীর্ঘ সময় তাদের সাথে অতিক্রম করলে আপনার নিজের মনে হবে যে এরা সবাই আমার পরিবারের একটি অংশ কেননা আমার পরিবারের সাথে যেগুলো ভাগাভাগি করছি ঠিক একই ভাবে অনলাইনে যে পরিবারটি আছে আমাদের সেখানে আমার দৈনন্দিন জীবনের সকল তথ্য এবং সুখ দুঃখের কথাগুলো শেয়ার করতে পারছি এবং তারাও আমাদের সাথে তাদের জীবন চলো মান দৈনন্দিন জীবনের প্রেক্ষাপট ও সুখ-দুঃখের কথাগুলো শেয়ার করছে, তাই আমি মনে করি অবশ্যই পেশাগত সম্পর্ক আমাদের পরিবারের একটি অংশ।

এই প্রতিযোগিতা নিয়ম অনুসারে আমার লেখা শেষ করার পূর্বে আমি আমার চারজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি, @sayeedasultana , @baizid123 @sairazerin, @sakib012 আপনার অবশ্যই এই আকর্ষণীয় বিষয়টিতে অংশগ্রহণ করে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন।

আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি, আর আমার লেখার ভেতরে কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য।আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন বিষয়টি। অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। আসলে সুখ একটি আপেক্ষিক ব্যাপার । এটি নির্ভর করে চিন্তা চেতনার উপর। ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য। আসলে এ কথাটাও সত্য যে আমাদের চিন্তা চেতনার অনেকটা নির্ভর করে সুখী পরিবার গড়তে ।

Loading...
 last year 

ধন্যবাদ ভাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আজকের এই প্রতিযোগিতায় যে বিষয়টি ছিল আপনি তার আলোকে খুবই চমৎকার ভাবে সবগুলো প্রশ্নের যথাযথ উত্তর করেছেন।।।

খুবই ভালো লেগেছে আপনার প্রতিযোগিতার পোস্ট।।

 last year 

ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমার পোস্টটি পড়ে যথাযথ একটি কমেন্ট যথাযথ একটি কমেন্ট।

জি ভাই চেষ্টা করতেছি প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দেওয়ার জন্য।

 last year 

খুবই সুন্দরভাবে আপনি হ্যাপি ফ্যামিলি নিয়ে বিস্তারিত লিখেছেন। প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি। আমাকে মেনশন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমিও খুন দ্রতই অংশগ্রহণ করবো ইনশাল্লাহ।
আপনার জন্য শুভকামনা রইলো

Posted using SteemPro Mobile

 last year 

অসংখ্য ধন্যবাদ কন্টেস্টে অংশ নেয়ার জন্যে। খুব সুন্দর করে গুছিয়ে সব গুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। শুভকামনা আপনার জন্যে।