মোবাইল ক্যামেরা দিয়ে উঠানো এলোমেলো ফটোগ্রাফি পর্ব #২৮।

in Incredible India2 months ago

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ বিকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। প্রতিদিনের দেখা সাধারণ কিছু দৃশ্য যেগুলো ক্যামেরা বন্দির ফলে অসাধারণ হয়ে উঠেছে।

IMG_20240905_203348.jpg

আমরা সবসময় ভাবি যে কাছের জিনিসের চাইতে দূরের যে কোন জিনিস বেশি সুন্দর তবে সেখানে যাওয়ার পর মনে হয় যে এর চেয়ে সুন্দর আরো দূরে গেলে দেখা যাবে এক কথায় যে কোন দূরের জিনিস আমাদের চোখে বেশি সুন্দরও লাগে।

IMG_20240904_182148.jpg প্রথম চেষ্টায় ছবিটা ভালো তুলতে পারি নাই।

একটি প্রবাদ আছে গোলদারের ঘাস গাভীতে খায় না তা যতই সুন্দর হোক না কেন। আমি প্রতিনিয়তই ছবি উঠানোর জন্য বাহিরে যাই সেখান থেকেই ছবির সংগ্রহ করে তারপর এলোমেলো ফটোগ্রাফি পোস্ট করি তবে আজকে সম্পূর্ণ ব্যতিক্রম। কারণ ‌আমার কোম্পানি থেকে তোলা সাধারণ কিছু জিনিস সেগুলো অসাধারণ ভাবে ক্যাপচার করার চেষ্টা করেছি।

IMG_20240904_182236.jpg দ্বিতীয় বারে ও ব্যর্থ

প্রথমত এই গাছগুলো রাস্তার পাশে হয়ে থাকে তবে আমাদের কোম্পানির ড্রেনের পাশে বেড়ে উঠেছে ।এই গাছটির ফুল গুলো এখনো পর্যন্ত পরিপক্ক হই নাই দুই একটা ফুটে বের হয়েছে। বিকাল 6 টার দিকে কেন যেন মনে হলো যে আজকে সাধারণ জিনস অসাধারণ করে আপনাদের কাছে তুলে ধরবো।

IMG_20240904_181818.jpg
একই ছবি দুইটা অ্যাঙ্গেলে ধারণ করা।

IMG_20240904_181753.jpg

ঘাসফুল সাধারণত সব জায়গায় দেখা যায় এটা কারোর কাছে অপরিচিত নয় তবে আমরা সাধারণত যে ঘাসফুল মাঠে ঘাটে রাস্তার সাইডে দেখতে পাই সেগুলোকে ততটা ভালোবাসি না যখন কেউ এটাকে একটু ভিন্নভাবে আপনার কাছে উপস্থাপনা করবে তখন দেখবেন অসাধারণ লাগবে।

IMG_20240904_182253.jpg

আমি ছবি তোলার সময় ফোনের ক্যামেরা একেবারেই মাটিতে লাগিয়ে দিয়েছি । তারপর নীল আকাশের দৃশ্যটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আর এই কারণেই সাধারণ ঘাসফুল অসাধারণ হয়েছে।

IMG_20240904_182533.jpg

খুব নীরবে নিজ চুপে দাঁড়িয়ে রয়েছে নারকেল গাছটি আকাশ দেখে মনে হচ্ছে যে মেঘ স্পর্শ করছে নারকেল গাছের পাতায়। নারকেল গাছটি বেশ লম্বা তার ঠিক সাইটে বেড়ে উঠছে ছোট আরেকটি নারকেল গাছ। নারকেল গাছ এত লম্বা হয়েও কিভাবে মাটি থেকে পানি শোষণ করছে সে নিজে পান করে বেঁচে থাকে এবং অন্যদেরকেও পানি পান করাই কি অদ্ভুত তাই না । আল্লাহ সুবহানাতায়ালার লীলা খেলা বোঝাই বড় দায়। তার সৃষ্টির প্রতিটা জিনিস নিখুঁতভাবে তৈরি করা।

IMG_20240904_182409.jpg

এই পৃথিবীতে কিছু কিছু উদ্ভিদ রয়েছে যেগুলো কেউ না রোপন করলেও যত্ন না নিলেও প্রতিকূল পরিবেশ খুব সহজেই বেড়ে উঠতে পারে। আমি এই উদ্ভিদ টার নাম সঠিক জানিনা তবে এটা জানি যে এই গাছের কচি পাতা দিয়ে খুব ভালো শাক রান্না করে খাওয়া যায় অনেকেই খেয়ে থাকে বেশি অংশ পাহাড়ি এলাকায় এই কাজগুলো হয়ে থাকে।

IMG_20240904_182346.jpg

আপনারা জেনে অবাক হবেন যে এই গাছটি জন্মেছে চারিপাশে সিমেন্ট দিয়ে ঢালাই করা। ঢালু একটি জায়গায় ছোট্ট ছিদ্র রয়েছে তার ভিতরে মাটি আছে কিনা জানিনা কিন্তু হালকা স্যাতসেতে এমন পরিবেশে সবুজ হয়ে গাছটি এখনো দিব্যি টিকে আছে। আমাদের লাগানো অনেক সব্জি গাছ অনেক যত্ন নেওয়ার পরেও খুব ভালো দেখতে হয় না তবে রাস্তার সাইডে নাম অজানা অনেক গাছ। খুব সুন্দর দেখতে হয়।

IMG_20240904_183636.jpg

শেষ বিকালের এটাই হল শেষ ছবি আমার বন্ধু পেয়ারা খাচ্ছিল এমন সময় তার একটি ছবি নিয়েছি সে বুঝতেই পারি নাই। কোমরে হাত দিয়ে অর্ধেক পেয়ারা হাতে নিয়ে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে ছবিটা তোলার কিছুক্ষণ পর আমি তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই তারপর সে বলল যে কখন এই ছবিটা তুলছিস আমরা তো দুজনেই গল্প করছিলাম তোর ফোন তো পকেটের ভিতরে ছিল। আমি তাকে বলছি গল্প করতে করতে এক ফাঁকে ছবিটা উঠিয়েছি।

যাইহোক সাধারণ জিনিসগুলো কিছুটা অসাধারণ করে আপনাদের কাছে উপস্থাপনার করার চেষ্টা করেছি। যদি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি ।আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
Loading...
 2 months ago 

আমাদের আশেপাশে এরকম অনেক জিনিস আছে যেগুলো খুব অসাধারণ হয়, কিন্তু অনেক সময় আমরা সেটা খেয়াল করি না, আপনার ছেলে-মেয়ে ফটোগ্রাফ গুলো খুব সুন্দর হয়েছে বিশেষ করে আকাশের উপরে পাতার ছবিগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ সুন্দর ফটোকপি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

একদম ঠিক বলেছেন ভাই আশেপাশের জিনিসগুলো আমরা দেখেও দেখি না আমাদের চোখে মনে হয় যে এগুলো ততটা সুন্দর না তবে যদি একটু খেয়াল করি তাহলে তার ভিতরে লুকিয়ে থাকা সৌন্দর্যগুলো আমরা খুঁজে পাই।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 2 months ago 

আজকে আবারো আমাদের মাঝে এলোমেলো ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছে আজকের ফটোগ্রাফি গুলো একটু অন্যরকম কারণ এখানে অনেক রকম কাছের ফটোগ্রাফি দেখা যাচ্ছে।। মালয়েশিয়াতে এরকম গাছ আছে সেটা জানা ছিল না ভাই।।

 2 months ago 

ভাই ভিন্নতার মাঝেই তো নতুন কিছু খুঁজে পাবা সম্ভব তাই আমি চেষ্টা করি যে সহজ জিনিসগুলো ভিন্নভাবে উপস্থাপনা করার। বেশ ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে যথাযথ মন্তব্য করার জন্য।

 2 months ago 

একদম ভাই ভিন্নতার মাঝে নতুন জিনিস দেখতেও অনেক ভালো লাগে।। আর আপনি আমাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন রকমের এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করে যেগুলো থেকে আমরা অনেক নতুন কিছু দেখতে পাই।।