Pin bowling game 🎳
শুভ সকাল
পিন বোলিং খেলা এর বাংলা নাম আমি জানিনা কেননা গ্রাম অঞ্চলে সাধারণত এই খেলাটি প্রচলিত নয় একটি শহর এলাকার মানুষ খেলে থাকে বিভিন্ন ক্লাবে এই খেলাটি মানুষ টাইম পাস করার জন্য খেলে থাকে। তবে এই খেলাটি অলিম্পিক গেমে আমি অনেকবার দেখেছি।
) |
---|
যেহেতু এই খেলা সম্পর্কে আমি একেবারেই কিছু জানিনা তাই প্রথমে গিয়ে খুব ভালোভাবে দেখছি যে কিভাবে মানুষ এটা খেলছে। তারপর আমাদের কোম্পানির gm সে এই খেলা সম্পর্কে খুব অভিজ্ঞতা রয়েছে সে অনেক বার এই খেলেটা করছে। এমনকি কিভাবে এই খেলাটা করতে হয় আমাকে কিছু সময় প্রশিক্ষণ দিয়েছে।
) |
---|
অনেকবার আমি হাত দিয়ে বল মারার পর কাঙ্খিত লক্ষ্যে পৌঁছার আগেই বল সাইটে চলে যায় তারপর আমাদের সেলসম্যান সে আমাকে আবারো পরামর্শ দিল যে বডি স্টেট বরাবর থাকতে হবে তারপর বল সামনের দিকে ছুড়ে মারতে হবে কয়েক বার খেলার পর অনেক টাই হাত সেট হয়েছে।
) |
---|
তবে প্রতিটি বলের ওজন ৭ কেজি থেকে শুরু করে ১৩ কেজি পর্যন্ত রয়েছে। তিন আঙ্গুল বলের ছিদ্রের ভেতরে ঢুকিয়ে বল সামনের দিকে ছুড়ে মারতে হবে একেবার মেডেল বরাবর তাহলেই সামনে থাকা বোতলগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । আর যদি বল সাইড দিয়ে যায় তাহলে আপনার টার্গেট মিস হয়ে যাবে তখন আপনি কোন পয়েন্ট পাবেন না।
) |
---|
বেশ আধা ঘন্টা ধরে খেলাটি যে এভাবে করতে হবে তার প্রশিক্ষণ নিছিলাম একদিনে তো আর সম্পূর্ণ শিখা শেষ হয় না তবুও অনেক টাই ভালো খেলছি তুলনা মূলক ভাবে।
আমাদের কোম্পানি থেকে ১২ জন গিয়েছে পিন বোলিং খেলার জন্য তার ভেতরে আমরা মাত্র দুইজন বাংলাদেশী আর বাকি সবাই এই দেশের মানুষ । ১২ জনে আমাদের ৪টা টিম গঠন করছে যারা সব চাইতে বেশি পয়েন্ট পাবে তাদের জন্য রয়েছে বড় ধরনের পুরস্কার।
প্রতিটা খেলার ভিতর যদি প্রতিযোগিতা থাকে তাহলে সেই খেলাটা আরো বেশি জমে ওঠে সবাই ফাস্ট হতে চাই তাই তো মনোযোগ দিয়ে খেলা করার চেষ্টা করে যাতে করে তার দলটা ফার্স্ট হতে পারে।
গতকাল প্রায় সাড়ে দশটা পর্যন্ত আমরা এখানে খেলা করছি অনেক আনন্দ করছি। খেলা শেষে সবার স্কোর গণনা করা হয়েছে কারা সবচাইতে বেশি পয়েন্ট তুলতে পেরেছে। শেষ পর্যায়ে দেখা যায় যে আমাদের টিম সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে ৩০০ পয়েন্ট পেয়ে আমরা ফার্স্ট হয়েছি তাই আমাদের জন্য এই বড় গিফটটা দিয়েছে।
এরপর এই খেলায় যে সবচেয়ে বেশি পয়েন্ট তুলতে পেরেছে তার পরিষ্কার ও বুঝিয়ে দিয়েছে এভাবেই আরো তিনটা পুরস্কার বিতরণ করে তিনজনকে তবে সবচেয়ে বেশি ভালো লাগছে যে ১২ জনের ভিতরে যে সবচেয়ে কম পয়েন্ট তুলছে তার জন্য ও একটি পুরস্কার রাখছে সেটা ছিল লজ্জাজনক পুরস্কার এক বোতল 100 প্লাস যাকে তার শরীরে এনার্জি আনতে সাহায্য করবে। আর এই গিফটটা দেওয়ার সময় আরো বেশি আনন্দ উপভোগ করছি।
খেলাধুলার মধ্যে থাকলে দুনিয়ার কোন টেনশন মাথায় থাকে না। মনের ভেতরে অন্যরকম আনন্দ কাজ করে শরীর ও মন দুটোই ভালো থাকার একটি উপায় হল মাঝেমধ্যে খেলা করা সেটা যে কোন খেলায় হতে পারে। তো বন্ধুরা নতুন এই পিন বোলিং খেলার অভিজ্ঞতা ও আনন্দ দুটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা কারা কারা এই খেলা কটা আগে করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন । আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন । আল্লাহ সবার মঙ্গল করুন।
Wow, this is the biggest bowling hall I've ever seen. How many lanes does this hall have? It looks like there are about 50 lanes. That's amazing. If you are a bowling fan, then I recommend this post:
https://steemit.com/hive-100604/@sportcheck/hit-the-pin-or-club77-steemit-community-tour-or-round-11
There you can win rewards with one throw. :)
প্রিয় বন্ধু হ্যাঁ আমি একজন খেলা প্রেমিক মানুষ তবে আমার জীবনে এই ফাস্ট টাইম Pin bowling খেলা করতে গিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পরিদর্শন করে সুপারিশ করার জন্য।
এই জায়গাটির ভিতরে কয়টি লাইন রয়েছে সেটি আমি সঠিকভাবে বলতে পারব না । তবে আপনার ধারণা অনুযায়ী আমিও ধারণা করে বলছি যে 40 থেকে 50 টির মত লাইন রয়েছে।