You are viewing a single comment's thread from:

RE: আজকের কবিতা - "ফেলে আসা দিনগুলো!" Poetry:- "Days gone by!"

in Incredible India9 days ago (edited)

নদীর স্রোত আর ঘড়ির কাঁটা কখনো থেমে নাই চলছে নিজের আপন গতিতে। সময় তো তার মত করেই পার হবে এটাই স্বাভাবিক। এটা একদম ঠিক যে সময়ের সাথে সাথে মানুষের পরিস্থিতি বদলে যাই।

আমাদের বয়স যতই বাড়ুক না কেন ফেলে আসা দিনগুলো কখনোই ভুলতে পারবো না। ছোটবেলায় আমরা অবুঝ ছিলাম তাই বুঝতাম না অনেক কিছু।

আমার কথা হল জ্যোতিষী যদি হাত দেখে অন্যের ভাগ্য বদলাতে পারে তাহলে জ্যোতিষী কেন তার নিজের ভাগ্য এখনো বদলাতে পারল না। সৎকাজ সঠিক দোয়া সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে নিজের পরিশ্রম কর্মের মধ্য দিয়েই নিজের ভাগ্য বদলানো সম্ভব কোন জ্যোতিষ এর কথাই ভাগ্য বদলায় না।