পরিচিতি মূলক পোস্ট
আসসালামু আলাইকুম আশাকরছি সবাই ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি ইন্ডিয়ান বাসী বাংলাদেশ বাসী সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল আজকে আমার প্রথম পরিচিত মূলক পোস্ট ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটিতে আমার কোন প্রকার ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিটে দেখবেন ।
আমি মোঃ সোহাগ মিয়া আমি ঢাকা বসবাস করি । আমি একটা সাদামাটা একটা ছেলে আমি কয়েক মাস আগে মাস্টার ক্রস টা সম্পূর্ণ করি আমার মেজর বিষয় ছিল মার্কেটিং। এখন আমি জীবনের এক নতুন অধ্যায় বা অর্থ উপার্জন জন্য একটি চাকরি খুঁজছি ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি হয়তোবা একটু চাকরি পেয়ে যাবো। আমার পরিচয়টি খুবই সংক্ষিপ্ত কারণ আমি এত বড় মাপের কোন মানুষ নয়,আমি অনেক ক্ষুদ্র মাপের একটি মানুষ আমার কাছে মনে হয় একটি মানুষের পরিচয় মাত্র তার নাম সে কোথায় থাকে আর সে কি করে ইত্যাদি।
আমার বাবা এক জন সরকারি চাকরিজীবী ছিলেন এখন সে অবসরপ্রাপ্ত । আমার মা হলেন এক জন গৃহিণী। আমার পাঁচ ভাই বোন এই পাঁচ ভাই বোনদের মধ্যে আমি হলাম সবার ছোট,ছোট বলেই আমার নাম মা বাবা আদর করে রাখে সোহাগ আমরা সবাই জানি সোহাগ শব্দ অর্থ আদর বা ভালোবাসা ইত্যাদি । আমিও জানি পৃথিবীর বুকে মানুষ চিরস্থায়ী নয় এই জন্য সবাই সাথে আমি হাসিমুখে কথাবার্তা বলি এবং সবার সাথে নরম হয়ে কথা বলার চেষ্টা করি যেন আমার অপর পাশে মানুষটি কষ্ট না পায় এ বিষয়টি আমি সবসময় লক্ষ রাখি।
অনার্স ও মাস্টার সম্পূর্ণ করি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় থেকে আমার মেজর বিষয় হলো - মার্কেটিং এই বিষয় নিয়ে অনার্স চার বছর পড়াশুনা করেছি আর মাস্টার দুই বছর পড়াশুনা করেছি। আমার কাছে মনে হয় মার্কেটিং একটা মজার একটা বিষয় আবার অনেক কষ্টেরও একটা কাজ কারণ একটা মানুষকে কনভেন্স করা এত সহজ না আবার কনভেন্স করা অতি সহজ, আমার কাছে মনে হয় মানুষের সাথে আগে মিশতে হবে। তার সম্পর্কে জানতে হবে এবং আপনার ব্যাপারে তার কাছে কিছু বলতে হবে যখন দেখবেন অতি সহজে আপনার মনের ভাবটা কোন না ভেবে তার কাছে আপনে বলতে পারছেন এবং সেও আপনার কথাগুলো শুনছে বা একটা বন্ধুত্ব সৃষ্টি হবে তখন দেখবেন অতি সহজেই মানুষটি আপনার কথা রাখার জন্য আগ্রহ দেখাবে আমার কাছে মনে হয় এটাই হল মার্কেটিং। এখনকার সময় মানুষ কত রকমের মার্কেটিং করে কেউ অনলাইনে করে কেউ ফেস টু ফেস করে কেউবা আবার রাস্তাঘাটে করে কেউ আবার গাড়িতে বিজ্ঞাপন দেয়,তাই এই মার্কেটিং করাটাও একটু ভিন্ন রকম হয়েছে এখন অনলাইনে মার্কেটিং বেশির ভাগই করে থাকে মানুষ তাই এই ভার্চুয়াল জগতে মার্কেটিং কাজগুলো এখন অনেক জনপ্রিয় । এই জন্য আমার আগ্রহই অনেক পরিমাণ বেড়ে যায় এই জন্য আমি ডিজিটাল মার্কেটিং একটা ক্রাস্টটি সম্পন্ন করেছি। আর সবচাইতে আমার ডিজিটাল মার্কেটিং মধ্যে SEO কাজটা আমার অনেক পছন্দ হয় এবং আমি SEO কাজ করে থাকি আর এখনো শিখছি ইত্যাদি।
আমি সব চাইতে ভালোবাসি কবুতর পালন করতে আর নতুন মানুষের সাথে কথা বলতে আর গেমস খেলতে নতুন জায়গায় ঘুরে পছন্দ করি আর ছায়াছবি দেখতে পছন্দ করি
ইত্যাদি বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা মারতে পছন্দ করি গাছ রোপণ করতে ভালোবাসি,ঘুড়ি উড়াতে ভালোবাসি।
এই স্টিমিট প্ল্যাটফর্মের সাথে আমার পরিচয় করিয়ে দেয় @sajjadsohan মামা। আমি এর আগে এই প্লাটফর্ম সম্পর্কে কিছুই জানতাম না। যখন আমি জানতে পারলাম এই প্লাটফর্মের সাথে বাংলাদেশ-ভারত অনেক মানুষ যুক্ত রয়েছে সবাই মিলেমিশে কাজ করছে এবং এ প্লাটফর্মে মনের ভাব প্রকাশ করা যায় এবং নিজেকে ভিন্ন ভাবে মানুষের কাছে উপস্থাপন করা যায় তখন আমার আগ্রহটা অনেক বেড়ে যায় ইত্যাদি।
প্রথমেই আমি ধন্যবাদ জানাই এই সকল মানুষদের যারা আমাকে এত সুন্দর একটি প্ল্যাটফর্মে কাজ করার জন্য সুযোগ করে দিয়েছে তাদের নাম না বললেই নয় যেমন- @sduttaskitchen দিদি @sampabiswas আপু @isha.ish আপুকে আর আমার @sajjadsohan মামাকে। সত্য কথা বলতে আমাদের জীবন চিরস্থায়ী নয় এইটা আমরা সবাই জানি, তাই এই পৃথিবীতে আমরা চিরকাল বাঁচবো না। এই প্লাটফর্ম এই লেখাগুলো থেকে যাবে চিরকাল সে সাথে থেকে যাবে আপনাদের সুন্দর মন্তব্যগুলোও। আমার জন্য সবাই দোয়া করবেন।
আমাদের পরিবারের যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম জানাই। আপনি আপনার পরিচয় মূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। যেখানে আপনার তথ্য গুলো আপনি অনেক সুন্দর ভাবে সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আশা করি আমরা সবাই এক সাথে বহু পথ এগিয়ে যেতে পারবো এবং আপনার সুন্দর সুন্দর লেখা আমরা উপভোগ করতে পারবো। আপনার জন্য শুভকামনা রইল ভালো এবং সুস্থ থাকবেন।