ঘোরাঘুরি

in Incredible India17 days ago (edited)

আসসালামু আলাইকুম।আশাকরছি সবাই ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি । ইন্ডিয়ান বাসী বাংলাদেশ বাসী সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।

1000004381.jpg

কয়েকদিন ধরেই প্লান করে রেখেছি কয়েকজন বন্ধুবান্ধব মিলে ঘুরতে যাব কিন্তু কোথায় যাব জানিনা পরে আরিফ নামে এক বন্ধু আছে ওই বললো চল আমার এক বড় ভাইয়ের ছোট্ট একটা রিসোর্ট আছে। আমরা সবাই একমত হই পরে আমরা বিকাল বেলা ঐই রিসোর্টে ঘুরতে গেলাম! সত্য কথা বলতে আমার কাছে মনে হল এইটি রিসোর্ট না এইটা হল ছোট সুন্দর বাগান বাড়ি বলা যায়। যাই হোক অনেক ছোট একটা বাগান বাড়ি কিন্তু মনের মতন করে ভাই সাজিয়েছেন এবং এই বাড়িটি যে তৈরি করেছে সে প্রবাসে থাকে। পুরাটা বিকাল ঘোরাঘুরি করলাম একটু আড্ডা মারলাম পরে দেখি বাড়ির একপাশে অনেক ফুলের গাছ ! ফুল ফুটে রয়েছে গাছগুলি দেখে মনটা আরো খুশিতে ভরে গেল পরে কিছু ফুলের ফটোশপ করলাম

এই বাগানে অনেক প্রকার ফুলের গাছ লাগিয়েছে! যেমন - গাঁদা ফুল গাছ, নয়ন তারা ফুল গাছ , গোলাপ ফুল গাছ ,পাতাবাহার ফুল গাছ। ডায়ান্থাস ফুল গাছ ইত্যাদি বিভিন্ন ধরনের গাছ গাছালি দিয়ে এতো সুন্দর করে বাড়িটা সাজিয়েছে, আমার কাছে অনেক ভালই লাগলো সময়টা অনেক ভালো কাটলো। এই ঢাকা শহরের মধ্যে এত সুন্দর করে একটা বাড়ি তৈরি করা সত্যই !
ও কল্পনীয় ব্যাপার দেখে খুব ভালো লাগলো। আমাদের সবার উচিত বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছ লাগানো প্রয়োজন তাছাড়া গাছ গাছালি আমাদের ফল দেয়, ফুল দেয় ,কাঠ দেয়, গাছগাছালি পশুপাখি এগুলা থাকলে মন ভালো থাকে এবং প্রাকৃতিক একটা অনুভব পাওয়া যায় যা লাখ টাকা দিয়েও পাওয়া যায় না।

বিভিন্ন ফুলের কিছু ফটোশপ

1000004367.jpg

1000004377.jpg

1000004343.jpg

1000004346.jpg

1000004378.jpg

1000004340.jpg


1000004350.jpg

কিছু কথা

আমার যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ! সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।


৮- ডিসেম্বর- ২০২৪ সাল

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



Sort:  
Loading...

TEAM 6
Congratulations!

Your post has been supported by THE QUEST TEAM. We support quality posts, good comments anywhere, and any tags


banner post.JPG

Curated by : @sduttaskitchen