Better Life With Steem || The Diary game || 23- December- 2024
আসসালামু আলাইকুম।আশাকরছি সবাই ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
আজকে সকাল ৫ টা বাজে ঘুম থেকে উঠে পড়লাম, বাইরে অনেক কুয়াশা পড়ছে। বেশ কয়েক দিন ধরে ঠান্ডার কারণে মাথাব্যথা করছে। কোন কাজকর্ম সঠিকভাবে করতে পারতেছি না, এই মাথা ব্যথার জন্য। এই জন্যই সকাল বেলা থেকে চিন্তা করে রেখেছিলাম, আজকে সকাল, সকাল গোসল করে নিবো। পরে সকাল দশটার সময় ছাদে যেয়ে দেখলাম রোদ উঠছে। পরে সঙ্গে-সঙ্গে গোসল করে নিলাম ছাদে যে, একটু রোদ পোয়াইলাম ।
কিছুক্ষণ পরে দেখি আমার ভাতিজি, আমার ভাগ্নি, সবাই মিলে ওরা তেতুল, বড়ই, এই গুলো দিয়ে ভর্তা বানাইতাছে, দেখে আর লোভ সামলাতে পারলাম না। পরে আমারে ওরা একটু ভর্তা দিল আমাকে, ভর্তাটি খেয়ে খুব ভালোই লাগলো।
সকালবেলা নাস্তা খেয়ে ওষুধ খেয়েছিলাম, তারপরও দেখি মাথা ব্যথা এখনো কমছে না, পরে আমার বড় দুলা ভাইয়ের কাছে ফোন দিলাম। সে আবার কম্পাউন্ডার, তার একটা ফার্মেসি আছে, পরে দুলাভাইকে সব কিছু বললাম,তিন, চার দিন, ধরে আমার অনেক প্রচন্ড পরিমাণে মাথা ব্যাথা করছে। দুলাভাই আমাকে দুইটা ট্যাবলেটের নাম বলল, একটা হল; টাফনিল আর অন্য আরেকটা হল; ফেক্সো ১২০ এমজি, এইসব ঔষধ আনার জন্য ফার্মেসির উদ্দেশ্যে রওনা দিলাম। ফার্মেসি থেকে ওষুধ কিনে বাসায় আসলাম , এর ভিতর মাথায় চিন্তা আসলো এক কাপ চা খেয়ে বাসায় যাই পরে একটা চা খাইলাম।
দুপুরবেলা খাবার খেয়ে চিন্তা করলাম শরীরটা অনেক দুর্বল একটু ঘুমাই। আগের থেকে এখন মাথাব্যথাটাও কমা শুরু করছে, তারপর বিকাল বেলা একটু ছাদে গেলাম যে দেখলাম, দুইদিন ধরে গাছে পানি দেই না। এই কারণে মরিচ গাছের অবস্থা খারাপ, পরে পানি দিলাম একটু লক্ষ্য করলাম , আমার দুইটা মরিচ পাকা শুরু করছে তা দেখে অনেক ভালো লাগলো।
ভাবছিলাম কয়েকদিন ধরে বাসায় আছি, আজকে একটু বাসা থেকে বের হব। আজকেও সন্ধ্যার সময় বাইরে বের হইনি, শরীরটাও জ্বর - জ্বর ভাব । কিছুক্ষণ পর আম্মা বললো আমাকে, তোর শরীরের অবস্থা কেমন আগে থেকে। আমি বললাম মোটামুটি ভালো কিন্তু আমার হয়তোবা জ্বর আসতে পারে, অনেক গরম অনুভব করছি। আম্মা বলল একটু কষ্ট করে আমার কয়েকটা সুপারি কেটে দেয়। আম্মা আবার হাতে ব্যথা পেয়েছে, আমার বাবা আর মা তারা পান খায়, এর জন্য বাবা কাঁচা সুপারি এনে রাখে বাসায়। এই সুপারি গুলো আবার রোদ্রে শুকানো হয়, পরে এই গুলো কাটা হয়। আজ কয়েকদিন ধরে কাজ করতে পারছি না বাসায় শুধু শুয়ে থাকি। শুকরিয়া করি আল্লাহকে! আল্লাহ আমাকে আরেকটি দিন বাঁচার সুযোগ করে দিল।
আমার যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন । আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন খুব দ্রুতভাবে সুস্থ হতে পারি। আল্লাহ হাফেজ।