Better Life With Steem || The Diary game || 10- Dec-2024

in Incredible Indialast month (edited)

আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী বাংলাদেশ বাসী সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।

1000004643.jpg

আজকের সকাল বেলা ঘুম থেকে উঠলাম সকাল নয়টার সময়- পরে ব্রাশ করলাম হাত মুখ ধুইলাম ফ্রেশ হয়ে একটু নাস্তা করে নিলাম। প্রায়ই ২০-২৫ দিন ধরেই আমার কম্পিউটারটা ঠিকমতো ব্যবহার করতে পারতেছি না কারণ কম্পিউটার কোন ভিডিও দেখলে সাউন্ড আসে না! তারমানে কম্পিউটারের সাউন্ড কার্ডের সমস্যা হবে,বা কম্পিউটারের সাথে ব্যবহার করতে হয় যে স্পিকার এই স্পিকারের সমস্যা হতে পারে। আমি চেক করে দেখলাম আমার কম্পিউটারে সাউন্ড কার্ডে কোন সমস্যা নাই! এক্সট্রা যে স্পিকার আমরা কম্পিউটারের সাথে ব্যবহার করি এই স্পিকারের সমস্যা । কম্পিউটার ঠিকঠাক সবকিছু চলছে,পরে সকাল-বেলায় দশটার দিকে আমার স্পিকারটি নিয়ে গেলাম আমাদের বাসার পাশের এক মামার দোকানে। মামা সকালবেলায় আমাকে অফার করল এক কাপ চায়ের জন্য - মামার দোকানটি বেশ ছোট কিন্তু অনেক টিপটপ অনেক সাজানো গোছানো আবার সকালবেলা রৌদ্রের আলো উনার দোকানে প্রবেশ করে এইসব কিছু ভেবে মামাকে বললাম এক কাপ চা খাব পরে চা খাচ্ছি আর মামা স্পিকারটি খুলতাছে পরে দেখলাম স্পিকারের ভিতরে অনেক ময়লা জমে রয়েছে এবং তেলাপোকা ভিতরে বাসা করেছে যাই হোক মামা এই সব ময়লা পরিষ্কার করল। পরে মামা আবিষ্কার করল আমার ছোট্ট একটা স্পিকার নষ্ট হয়ে গেছে এখন আমাকে বলতাছে এটা চেঞ্জ করাতে হবে ।

স্পিকার ঠিক করার সময়

1000004640.jpg

আমিও মামার কাছে স্পিকারটা দিয়ে বাসায় চলে আসার পথে তাকিয়ে দেখি রক্সি বাসা থেকে বের হয়েছে এখন আবার সেয় বাসায় যাবে,এই রক্সি মালিকের নাম আবার সম্পদ ভাই! ভাইয়ের নামের ভিতরে আলাদা একটা ভাব আছে তাই না! সম্পদ ভাই তার কুকুরের নাম রাখছে আবার রক্সি! যাইহোক অনেকদিন পর আবার রক্সিরে দেখলাম দেখে অনেক ভালো লাগলো রক্সি আবার শীতের কাপড়ও পড়ছে একটু রক্সি সাথে দুষ্টামি করলাম ও রক্সি আবার এই রুটি বিস্কুট এগুলো খায় না তার মালিক নিজে না খাইতে পারলেও রক্সিরে ভালো খাবার খাওয়ায় রক্সিরে প্রতিদিনের খাবার মুরগির মাংস খায়। বিশ্বাস করেন রক্সিরে দেখলে মনে হয় সাধারণ মানুষের চেয়েও রক্সি অনেক ভালো আছে 🐕😆 যা সাধারণ মানুষ প্রতিদিন মুরগির গোস্ত খেতে পারে না! ঐ যাইহোক সম্পদ ভাইয়ের অনেক আদরের এই কুকুর তাই কষ্ট করে প্রতিদিনই সে ভালো কিছু খাবার খাওয়ায়! রাস্তাঘাটে কত কুকুর আছে ওরা খাবার পায় না ! একটা কথা আছে না শখের তোলা ৮0 টাকা আমি আবার সম্পদ ভাইয়ের থেকে কম কিছু ! আমি একটি বেকার ছেলে আবার আমি কবুতর পালন করি শখের জিনিস টাকা দিয়ে মাপা যাবে না।

🐕রক্সি কিছু ছবি 🐕

1000004639.jpg

1000004638.jpg

পরে সন্ধ্যার সময় আমার এক ভাগিনা বলতাছে ঐ শীতের কাপড় কিনবে পরে ওরে নিয়ে মার্কেটে গেলাম ঐই পরে কিছু শীতের কাপড় কিনলো আমি ওর সাথে সময় দিলাম ,এই তো আজকের দিন টা এই ভাবে শেষ হলো । শুকরিয়া করি আল্লাহকে আল্লাহ আমাকে আর একটি দিনের বাঁচার সুযোগ করে দিল।

1000004649.jpg

1000004636.jpg

আমার কথা

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আমার যদি কোন প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

১০ - ডিসেম্বর - ২০২৪ সাল


Sort:  
Loading...
 last month 

@mdsuhagmia আজকে আপনার লেখা পড়তে গিয়ে নিজের শুরুর দিনগুলো মনে পড়ে গেলো!

আমি যখন এই প্ল্যাটফর্মে যাত্রা শুরু করি, তখন বিভিন্ন দেশের রান্নার রেসিপি ভাগ করে নিতাম।

সেই সময় রান্নার পদ্ধতি লিখতে গিয়ে, দাড়ি কমা এগুলোর যেমন অভাব থাকতো, সাথে এক নাগাড়ে লিখেই যেতাম কোনো প্যারাগ্রাফের লক্ষণ থাকতো না সেই লেখায়!
এখনও যদি আপনি আমার চার বছর পুরোনো লেখা দেখেন, বুঝতে পারবেন কেনো আপনার সাথে মিলের কথা লিখলাম।

এরপর, আমি যে কমিউনিটিতে লিখতাম, সেখানে ইউজারদের থেকে আমি শিখেছিলাম, একটি লেখা লেখার সময় সর্বোচ্চ ৪ থেকে ৫ লাইনের পর একটা প্যারাগ্রাফ শেষ করে, আবার নতুন করে প্যারাগ্রাফ শুরু করতে হয়।

এতে লেখাটা কেবলমাত্র দেখতে ভালো হয় তাই নয়, পাশাপশি যারা লেখা পড়তে পছন্দ করেন তাদের আগ্রহ বৃদ্ধি পায়।

আশাকরি, আমার কথাগুলোকে ভালোভাবে নেবেন, যেটা আমি শিখেছি সেটাই আপনাকে জানাবার প্রয়াস করলাম।

 last month 

প্রথমে ধন্যবাদ জানাই দিদি আপনাকে, আপনি যে আমার লেখার ভুল ত্রুটি বিষয় তুলে ধরেছেন। এটা আমার জন্য শিক্ষণীয় একটি বিষয়, ভবিষ্যতে লিখতে গেলে এইসব বিষয় আমি অবশ্যই লক্ষ্য রাখবো। যেন লেখাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আমি আশা করি সব সময় আমাদের এই ভাবেই পাশে থাকবেন দিদি।