Better Life With Steem || The Diary game || 6- Dec-2024
আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী বাংলাদেশ বাসী সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
আল্লাহ আমাকে আরও একটি দিন বেঁচে থাকার সুযোগ করে দিল!আজকে সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠলাম। পরে আমার ভালোবাসার কবুতরের খাবার দিলাম। পরে ওয়াশরুমে গেলাম পরে ফ্রেশ হয়ে নিলাম-সকাল বেলার নাস্তা করলাম।
বাবা বলছে আমাকে তার সাথে-বাজারে যাওয়ার জন্য। প্রথমে বলে রাখি আমার বাবার একটি পা এর সমস্যা কেননা ৪-৫ বছর আগে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন পায়ের হিপ - জয়েন্টটা ভেঙে যায় এরপর থেকে বাবা ভালোভাবে হাঁটতে পারে না লাঠি ধরে হাঁটতে হয়। এর জন্যই বাবার সাথে বাজারে যেতে হয় আমার। বাবা আগে অনেক সকালবেলা বাজারে যেত এখন আমার জন্য সকালবেলা যেতে পারে না ! আমি ঘুমিয়ে থাকি - যাই হোক! বাবা ছেলে মিলে বাজারের উদ্দেশ্য রওনা দিলাম।
সর্বপ্রথম আমরা মাছের বাজারে ঢুকলাম যে দেখলাম ভালো মাছ নেই আর যা মাছ আছে অনেক দাম পরে আমরা একটা কাতলা মাছ কিনলাম পরে কিছু টাকি মাছ কিনলাম! এখন বাবা বলতাছে আমাকে - আমরা টাকি মাছ কিনছি তাই এখন লাউ কিনা দরকার, কেননা টাকি মাছের সাথে লাউটা খুব ভালো যায় আর খেতে অনেক ভালো লাগে তাই লাউ এর জন্য কাঁচাবাজারে ঢুকলাম কাঁচা বাজারে যেয়ে দেখি লাউয়ের দাম অনেক ১০০ টাকা ৯০ টাকা এসব দাম বলতাছে। পরে আমরা একটি লাউ কিনলাম তারপর আমরা কিছু আলু কিনলাম কিছু পেঁয়াজ কিনলাম ধনিয়া পাতা কিনলাম। কিছু মরিচ কিনলাম তারপর বাবা- ছেলে মিলে বাসার উদ্দেশ্য রওনা দিলাম। আজকে যেহেতু - শুক্রবার তাই জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্য রওনা হলাম পরে নামাজ শেষ করে বাসায় ফিরলাম। দুপুর বেলা খাওয়া-দাওয়া করলাম পরে এক ঘন্টা ঘুমাইলাম। বিকাল বেলা আমার আদরের ভাগ্নিটা আমাকে ডাকতাছে আর আমাকে বলছে চলো মামা ছাদে যাই। পরে মামা ভাগ্নি মিলেমিশে গাছে পানি দিলাম ! আর ছবি উঠাইলাম।
এরপর সন্ধ্যা হয়ে গেল! কবুতরের খাঁচা গুলো বন্ধ করলাম পরে আমি একটু seo ক্লাসের কিছু ভিডিও দেখলাম এবং প্র্যাকটিস করলাম এইতো আজকে সারাদিন খুব ভালোভাবে দিনটা শেষ হল ।
আমার যদি কোন প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ! সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। আমি পরবর্তী সময় ভিন্ন কিছু পোস্ট নিয়ে হাজির হবো সবার মাঝে।
কোন দেশে বাস করতেছি বুঝতেছি না,,
একটা লাউ এর দাম যদি ১০০ টাকা হয় বাঙালি কি খবে বুঝতেছি না,, তবে লাউর সাথে কিন্তু টাকি মাছ খুব ভালো যায় রান্না করলে ভীষণ মজার হয় খেতে,,
শুনে ভালো লাগলো আপনি আপনার বাবার সাথে বাজারে যান যেহেতু সে অসুস্থ,, এটার সাথে সব সময় লোক থাকাটাই উত্তম,,, আজ জুমার দিন থাকায় নামাজ পড়েছেন এরপরে আপনার ভাগ্নি সাথে মিলে ছাদে গিয়েছেন ,,
সারাদিন শেষে আবার এসিও ক্লাস করেছেন, শুনে ভালো লাগলো আপনি এসিও ক্লাস করতেছেন এবং প্রাক্টিক্যালি ভাবে চেষ্টা করতেছেন।।
চেষ্টা থাকলে সবই সম্ভব,,। ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।।।