রঙের মানুষ( 🃏 People Of Color 🃏 )
আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী বাংলাদেশ বাসী সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে বদলায় ! কত তরঙ্গের মানুষ আছে আমাদের আশেপাশে আর পৃথিবীটা হলো একটা রঙ্গমঞ্চ!
মানুষের বদলানো অনেকটা গিরগিটির মতন !
গিরগিটি যেমন যে স্থানে বা যেই গাছে বসে ওই গাছের পাতার রং তার শরীরে আহরণ করে থাকে বা পরিবর্তন করে তেমনি মানুষ পরিবর্তন হয়ে যায় সময়ের ব্যবধানে । আমার এই ছোট্ট একটি জীবনে চলার পথে কত মানুষকে কাছ থেকে কত কিছু দেখেছি , মানুষের সাথে কত সময় কাটিয়েছি যা ভাষায় প্রকাশ করা যাবে না। সবাই একটি নির্দিষ্ট সময় আপনার পাশে থাকবে তারপর হয়তোবা সময়ের সাথে সাথে সেও পরিবর্তন হয়ে যাবে। সবার পরিবর্তন হয়া উচিত এই পৃথিবীতে - তাল মিলিয়ে চলতে গেলে সবার সাথে আপনাকে পরিবর্তন হতে হবে এটাই সত্য কথা। পরিবর্তন কেউ ইচ্ছাকৃতভাবে পরিবর্তন হয় কেউবা আবার অনিচ্ছাকৃতভাবে পরিবর্তন হয়! ইচ্ছাকৃতভাবে পরিবর্তন বলতে আমি বুঝিয়েছি আপনি নিজের ইচ্ছায় চাচ্ছেন আপনি পরিবর্তন হবেন একটি কাজ করার একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত যা আপনে ভবিষ্যতের জন্য চিন্তাভাবনা করে কাজ করছেন। যেমন আপনার ছোটবেলার থেকে ইচ্ছা ছিল আপনি বড় হয়ে ডাক্তার হবেন বড় হয়ে পুলিশ অফিসার হবেন সেটা আপনি হয়েছেন। এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে পরিবর্তন হওয়া।অনিচ্ছাকৃতভাবে পরিবর্তন হওয়া, আমি বুঝিয়েছি আপনে যা চাচ্ছেন তা হচ্ছেন না কাছের মানুষটি যখন দূরে চলে যায় তখন আপনি একা হয়ে যান,আপনে না চাইলেও আপনাকে অনিচ্ছাকৃতভাবে পরিবর্তন হতে হবে তাকে ভুলার জন্য। যেমন আমার পরিবর্তন হচ্ছে অনিচ্ছাকৃতভাবে কেননা আমার আগে অনেক শুভাকাঙ্ক্ষী প্রিয়জন কাছের মানুষ ছিল এখন তারা খুবই ব্যস্ত থাকে। আগের মত তাদের সাথে তেমন কথা হয় না,আমার কাছে মনে হয় - সময়ের চেয়ে এখন মানুষ বেশি পরিবর্তন হয় ! সময় তো একটি নির্দিষ্ট ঘন্টা মিনিট বা দিনে পরিবর্তন হয় কিন্তু এখন মানুষ সময়ের চেয়ে বেশি পরিবর্তন হয়ে যায় - আমি বিশ্বাস করি পরিবর্তন হওয়ার সবারই দরকার কিন্তু পরিবর্তন হয়ে,কাছের মানুষরে ভুলে যাবেন না। তাহলে এইটাকে - পরিবর্তন বলে না!এটা বলে স্বার্থপরতা আর স্বার্থপরতা কখনো আপন হয় না।
আমাদের সবার উচিত পরিবর্তন হওয়া! কিন্তু এত-টাও পরিবর্তন হওয়া উচিত না যে কাছের মানুষগুলো আমাদের স্বার্থপর বলবে - তারা আপনার খারাপ সময়ের কাছে ছিল,অতীতকে সবসময় মনে করা উচিত কেননা অতীত শিখায়- ভবিষ্যতে ভালোভাবে চলার পথ।
আমার যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।