আত্মা 🪽 Soul 🪽
আসসালামু আলাইকুম, আশাকরছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
কল্পনার শক্তিই হলো; আত্মার দৃষ্টিশক্তি, আমার বিশ্বাস একটি মানুষ সারাদিন যা নিয়ে ভাবে, যা নিয়ে চিন্তা করে, যা নিয়ে ব্যস্ত থাকে। এই সব কিছুই কল্পনার শক্তি থেকে রূপান্তরিত হয়ে! আত্মার দৃষ্টিশক্তি বাড়ায়। আমি যদি একটি উদাহরণ দেই, তাহলে আরো খুব ভালোভাবে বুঝতে পারবেন,আমি কি বলতে চাচ্ছি। মাঝে - মাঝে, আমরা অনেকেই অনেক স্বপ্ন দেখে থাকি, এবং স্বপ্ন দেখে অনেক ভয়ও পাই,আবার কিছু কিছু স্বপ্ন দেখে অনেক আনন্দ আত্মহারা হয়ে যাই। আমার কাছে মনে হয়, এই গুলো সব কিছুই সৃষ্টিকর্তার বার্তা; যা কল্পনার শক্তি থেকে রূপান্তরিত হয়ে দৃষ্টি শক্তি বাড়ায়।
আমাদের অবচিতন ভাবনা,চিন্তা, ভয় ইচ্ছা তার প্রতিফলন হলো স্বপ্ন। এইটা আমরা সবাই জানি, স্বপ্ন কখনো বন্ধ করতে পারবেন না।
স্বপ্ন এমন একটা জিনিস, যা আপনি ছাড়া কেউ দেখবে না। আর কেউই জানবে না, যদি নিজে থেকে স্বপ্নের কথা না বলেন তাহলে জানার কোনো উপায় নেই। কিন্তু আমরা যে স্বপ্ন দেখি তার বেশিরভাগ স্বপ্ন আমরা ভুলেও যাই, আমাদের মনেও পড়ে না।
আমি মনে করি, এই আত্মার শক্তিকে বৃদ্ধি করতে হলে; প্রথমে মনকে শীতল করতে হবে। আমি বলতে চেয়েছি, অস্থির মনকে শান্ত করা। এবং একটি নির্দিষ্ট সময় নিজেকে একা থাকার চেষ্টা করতে হবে, নিজের সাথে সময় দিতে হবে। অথবা- সব-চাইতে সহজ পদ্ধতি হলো মেডিটেশন করা।
এই মেডিটেশন করলে শরীরের অস্থিরতা আত্মার শক্তির বৃদ্ধি হয় । এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি হয় , এই মেডিটেশন এর মাধ্যমে আমাদের শরীর মন দুইটাই ঠিক থাকে ইত্যাদি।নিজের আত্মবিশ্বাস কে আরো বাড়িয়ে তুলতে হবে। নিজের চিন্তাশক্তিকে গতিশীল বা সব সময় সচল রাখতে হবে। আপনার আত্মার শক্তি যখন বৃদ্ধি হয়ে যাবে তখন দেখবেন, আপনার মাঝে পরিবর্তন চলে আসবে, নিজেকে ভিন্ন লাগবে ইত্যাদি। কখনো কি ভেবে দেখেছেন! পৃথিবীতে এতো বড় মাপের ব্যবসায়ী বা বড়লোক মানুষগুলো, কিভাবে এত বড় হয়েছে। এই বিষয়টি লক্ষ্য করলেই আমরা বুঝতে পারি। তাদের চিন্তাশক্তি, ও আত্মা শক্তি, আমাদের আত্মার দৃষ্টিশক্তি থেকে অনেক বেশি ছিল।
সময় পেলে একা থাকার চেষ্টা করবেন। নিজেই একটি কাজ বুঝার চেষ্টা করবেন, যদি না বুঝেন তাহলে আরো কিছু মানুষরে দেখাবেন। ওই মানুষের কাছ থেকে পরামর্শ নিবেন। আপনার যে পরামর্শটা ভালো লাগবে, ওইটাই নিবেন মাথায়, আর বাকিগুলো ডিলিট করে দেবেন। আপনার ভুলগুলি ও সঠিক পথ গুলো ঠিক বের হয়ে আসবে। আমার যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন,সুস্থ থাকবেন।