You are viewing a single comment's thread from:
RE: শর্ত বিহীন ভালোবাসা - unconditional love!
প্রথমে আপনাকে বলব দিদি অসাধারণ লিখেছেন। যা অতুলনীয়, যা লেখেও প্রকাশ করার মতো নয়। শর্তবিহীন ভালোবাসা শুধু
সৃষ্টিকর্তা,মা, বাবা, পশুপাখি, ও গাছপালার মধ্যে বিরাজমান দেখা যায়। পৃথিবীর মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা কোথাও খুঁজে পাওয়া যায় না। এমনকি নিজের সন্তানের কাছ থেকেও, পিতা-মাতারা এখন আর পায় না।যা অনেক কষ্টের একটি বিষয়। আপনার পোস্টটি পড়ে জীবনের অনেক কিছু উপলব্ধি করা যায়। এত মূল্যবান একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য সব সময় শুভকামনা রইল।ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনাদের মন্তব্য আমার লেখার অনুপ্রেরণার স্রোত!
ভালো লাগছে দেখে অন্ততঃপক্ষে দুজন হলেও আমার লেখায় নিয়মিত মন্তব্য করছে, আশাকরি এইরকম ভাবেই কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন ভবিষ্যতেও। অন্যের লেখা পড়ে আমি অনেক কিছু শিখেছি এই প্ল্যাটফর্মে, তখন এত discord ছিল না, কাজেই কিছু শিখতে হলে মন্তব্যের মাধ্যমে জানতে হতো। এটা অনেক দিক থেকে ভালো অভ্যেস বিশেষ করে এই প্ল্যাটফর্মে সুদীর্ঘ পথ চলার ক্ষেত্রে!
আপনাকে ধন্যবাদ দিদি, এত সুন্দর একটি উত্তর দেওয়ার জন্য।
Curated by: @bossj23
Thank you @bossj23 sir