প্রযুক্তি ( 🧑‍💻 Technology 🧑‍💻 )

in Incredible India13 days ago

আসসালামু আলাইকুম, আশাকরছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।


1000004788.jpg
Source

প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু দিয়েছে আবার, আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়েও নিয়েছে এই প্রযুক্তি। আমরা হয়তোবা মাঝে মাঝে এখন উপলব্ধি করি অতীতের দিনগুলি খুবই ভালো ছিল খুবই সুন্দর ছিল।

একটু যদি অতীতে চিন্তা করে দেখেন তাহলে হয়তো বা আমরা বুঝতে পারবো। অতীতের দিনগুলি গোল্ডেন দিন ছিল কত ভালবাসার দিন ছিল। এক কথা যদি বলতে চাই তাহলে সোনালী দিনগুলি ফেলে রেখে এসেছি আমরা। হয়তো আমাদের নতুন প্রজন্ম এই দিনগুলিকে অনুভব করতে পারবে না খুবই দুঃখের একটি বিষয়। একটা বিষয় চিন্তা করে দেখেছেন, মানুষের প্রতি মানুষ এখন ভালোবাসা কমে গেছে, এখন কেউ আগের মত হাতের লেখা চিঠি লেখে না কেননা সবার কাছেই এখন স্মার্টফোন। এই প্রযুক্তি দিয়ে আমরা চারো-দিকে ঘেরা।

1000004789.jpg

Source


1000004790.jpg
Source

আমার এখনো মনে আছে আমাদের পাশের বাসায় কাকার একটা টিভি ছিল। কাঠের টিভি, টিভির বক্স ছিল কাঠের,যখন পাশের বাসার কাকা টিভি দেখতো। তখন সেই বক্স থেকে টিভিটি বের করত এবং আমাদের এলাকার যেত ছেলে-পেলে আছে সবাই কাকার বাসা আমরা ভিড় করতাম টিভি দেখার জন্য, সবার সাথে দেখা হতো সবাই একসাথে বসে টিভি দেখতাম। ওই সময় একটা আনন্দ কাজ করতো সবার সাথে সুসম্পর্ক ছিল। সবাই একটি নির্দিষ্ট সময় খেলার জন্য মাঠে আসতাম এই প্রযুক্তি আমাদেরকে এতটাই অলস করেছে যে এখন আর মাঠে খেলতে যেতে হয় না, স্মার্টফোনে খেলা যায়। এখন আর টিভি দেখতে অন্যের বাড়ি যেতে হয় না স্মার্টফোনে দেখা যায়। এখন আর খবরের পেপার কিনতে হয় না। সত্যিই আমি ওই দিনগুলি খুব মিস করি আমার কাছে মনে হয়। এটাই হল গোল্ডেন টাইম যা আমরা অতীতে শেষ করে বর্তমানে চলছে।

প্রযুক্তির সুবিধা

1000004791.jpg
Source

প্রযুক্তির সুবিধা যা লেখেও শেষ করা যাবে না।এই প্রযুক্তির জন্য দূরের মানুষের সাথে কথা বলা যায় খুব সহজে। এই প্রযুক্তির জন্য চিকিৎসার মান বেড়ে গেছে, আগে একটি অপারেশন করার জন্য অনেক সময় প্রয়োজন লাগতো। অপারেশন করার মধ্যেই রোগীটি মারা যেত কিন্তু এখন প্রযুক্তি টেকনোলজি মাধ্যমে বড় বড় অপারেশন খুব কম সময়ের মধ্যে করে ফেলে। এখন মানুষ চাঁদেও গবেষণা করে এই প্রযুক্তির ব্যবহার করে সত্যি বলতেই। এই প্রযুক্তি আমাদেরকে অনেক কিছুই দিয়েছে ইত্যাদি।

1000004792.jpg
Source


প্রযুক্তির অসুবিধা

এই প্রযুক্তির অসুবিধা যা লেখেও শেষ করা যাবেনা। এই প্রযুক্তির জন্য কাছের মানুষগুলো এখন দূরে চলে গেছে মানুষের মধ্যে ভালোবাসা কমে গেছে। এখন বেশিরভাগ মানুষই অলস হয়ে গেছে। মানুষগুলি টেকনোলজির সাথে এমন ভাবে মিশে গেছে যে ঘুম থেকে ওঠার সময় টেকনোলজি ব্যবহার করতে হয়। আবার রাতে ঘুমানোর সময় ও টেকনোলজি ব্যবহার করে ইত্যাদি।

আমাদের সবার উচিত

আমাদের সবার উচিত এই প্রযুক্তিকে এবিউজ না করা। এই প্রযুক্তিকে ভালো কাজে লাগানো। এই প্রযুক্তিকে যদি ভালো কাজে না ব্যবহার করি। একটি মানুষের জীবন নষ্ট বা ধ্বংস হতে সময় লাগবে না। আমার যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।


১২ই- ডিসেম্বর- ২০২৪ সাল

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



Sort:  
Loading...