You are viewing a single comment's thread from:

RE: প্রাকৃতিক সৌন্দর্য্যের বেশ কিছু নিদর্শন রইলো আপনাদের মাঝে।

in Incredible India2 years ago

তার মাঝে যেমন স্ত্রী ও সন্তানের ইচ্ছে পূরণ করেছি, তেমনি পূরণ করেছি নিজের ভ্রমণের ইচ্ছেও।
কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়, এবং এটা যে একেবারে ধ্রুব সত্য তার বাস্তব উদাহরণ হিসেবে আমি নিজের জীবনকে রাখতেই পারি।

  • আপনার মানসিক চিন্তা ভাবনা সত্যিই অসাধারণ। আমি বিয়ে করিনি, তাই হয়তো আপনার মত চিন্তা ভাবনা আমার মনে নাই। বাট আপনার লেখা পড়ে বুঝতে পারলাম সত্যিই আসলে মনে হয় এমন চিন্তা-ভাবনা করা দরকার, আমার পড়ে তাদের কি হবে। আমার ব্যক্তিগত যেটা ভাবনা আসে, আমার বিয়ের পর আমার স্ত্রী সন্তানদের জন্য যদি কিছু সঞ্চয় না করে যাই, তাহলে অবশ্যই কোন না কোন সময়ে তারা এটা বলবে যে, আমার বাবা অথবা আমার স্বামী আমাদের জন্য কিছুই করে যায়নি। এটা কি ভালো শোনা যায়,?? না একদমই ন, আর সেজন্যই আমাদের উচিত তাদের জন্য সঞ্চয় করে দেওয়া. । আবার দেখতে পেলাম আপনি তাদের সকল আশা পূরণ করে ফেলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা আমিও চাই যে আমার প্রিয় মানুষদের, আমার মা-বাবা এবং বিয়ের পর আমার স্ত্রী, সন্তানাদী। সবারি মনে আশা আকাঙ্ক্ষা পূরণ করে যাই।

  • আবার আরেকটি কথা আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হল মানুষকে ভালবেসে ঠুকতে হয় কিন্তু প্রকৃতিকে ভালোবেসে কখনো ঠকতে হয় না। কথাটা আমি না মেনে থাকতে পারলাম না। দুনিয়াতে এমন মানুষ আমি খুঁজে পাই না যে আমাকে ঠকাবে না, প্রতিটি মানুষের চেহারার উপর ভেসে আছে স্বার্থপরতা, কেমন যেন শুধু নিজের প্রয়োজনে তা খুজে খুজে বের করে তারা, কিন্তু আমিও খুঁজে পাই প্রকৃতির প্রকৃতির মাঝে সার্থহীনতা। প্রকৃতিকে আমি ভালোবাসি, প্রকৃতির মধ্যেও আমার প্রতি অনেক ভালোবাসা খুঁজে পাই। খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে, প্রতিনিয়তই আপনার পোস্টগুলো আমি সহকারী পড়ি এবং ফটোগুলো দেখি অনেক ভালো লাগে, সেটা হয়তো আপনি ভালো করেই জানেন আপনার পোস্ট কতটুকু পরি আর কতটুকু মন্তব্য করি আমি। ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই সব সময় কামনা করি