বছরের প্রথম দিনের কাটানো মুহূর্ত
নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলে ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।
আজ বছরে প্রথম দিন। সকলেই সমস্ত দুঃখ ভুলে আজকের দিনটা খুব ভালোভাবে কাটাতে চাই। আমিও আজকের দিনটা খুব সুন্দর ভাবে কাটিয়েছি।সকাল থেকে ভীষণ ইচ্ছে ছিল পিকনিক করার। পাশের বাড়ির ভাই উদ্যোগ নিয়েছিল পিকনিক করার জন্য। কিন্তু সকলে রাজি না হবার কারণে পিকনিক করা হয়নি। তবে আমাদের পাড়ার মোড়ে সকাল থেকেই মাইক বাজানোর আওয়াজ শুরু হয়ে গিয়েছিল। কারণ আজ রাতের বেলায় ওখানে পিকনিক আছে। প্রত্যেক বছরই ওখানে পিকনিক হয়। তবে আমরা অংশগ্রহণ করি না।হঠাৎই দুপুরবেলায় আমি আর আমার বোন দুজনে মিলে প্ল্যান করলাম একটু ঘুরতে বেরোনোর জন্য। আমার বোন তার বন্ধুর সাথে দেখা করার জন্য বেরোবে বলছিল। যাই হোক আমি আর বোন মিলে দুজনেই বিকেল পাঁচটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরার জন্য। বাড়ির বড়োরা বলে বছরের প্রথম দিন যদি হাসি ,মজা, আনন্দ করে কাটানো যায়। তাহলে বছরের প্রত্যেকটা দিন নাকি খুব সুন্দর ভাবে কাটে।
আমরা দুই বোন মিলে চলে গিয়েছিলাম প্রথমে ফুলের দোকানে। যে কোন ফুল আমার ভীষণ প্রিয়। ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। সেখান থেকে বোন দুটো গোলাপ ফুল কিনেছিল। তাঁর প্রিয় মানুষটার জন্য। তার প্রিয় মানুষটি প্রায় তিন ঘণ্টার রাস্তা জার্নি করে এসেছিল বোনের সাথে দেখা করার জন্য। সেখান থেকে চলে গিয়েছিলাম মেলায় ঘোরার জন্য। এর আগেও একদিন আমরা বড়দিনে চার্চের মেলায় গিয়েছিলাম। এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। অন্য একদিন শেয়ার করবো।যেহেতু আজকে মেলার শেষ দিন তাই মেলাতে খুব একটা ভিড় নেই। তবে মেলায় সব দোকান গুলি আছে।
মেলাতে চার্চের ভিতর ঘুরে ঘুরে দেখলাম। চার্চের ভিতর খুব সুন্দর ভাবে সাজানো। আজকে গিয়েছিলাম পাশের একটা স্কুলে বড়দিন উপলক্ষে সাজানো হয়েছে সেইখানেই মেলা দেখার জন্য গিয়েছিলাম।এরপর বাইরে থেকে ফুচকা, এগরোল, জিলিপি সমস্ত কিছু খাওয়া দাওয়া করেছিলাম। মেলাতে খাবারের স্টল দেখলেই প্রথমেই খেতে ইচ্ছে করে। আজকে মেলাতে গিয়ে অনেক বান্ধবীদের সাথেও দেখা হয়েছিল। যাইহোক সব থেকে আশ্চর্যের বিষয় এই প্রথমবার মেলা থেকে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরেছিলাম। আমাদের বাড়ি থেকে মেলা অনেক দূরেই হয়। টোটো করে যেতে প্রায় ১০ মিনিট সময় লাগে। মেলা থেকে ফিরে মা, দিদা ,বোনের সাথে হাসি ,মজা ,আনন্দে দিনটা কেটে গেল। আজকে বাইরে ভীষণ ঠান্ডা ছিল। ঠান্ডার জন্য আরও তাড়াতাড়ি মেলা থেকে চলে আসতে বাধ্য হয়েছিলাম। কারন আমরা যখন বেরিয়েছিলাম তখন অতটা ঠান্ডা লাগছিল না। তাই শীতের তেমন পোশাক পড়ে মেলা দেখতে যায়নি।
আজকে দিনটার সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম। নতুন বছরে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ আমার পোস্টটি শেষ করছি। সকলেই ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
আগামীকাল আবার নতুন পোস্ট নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
প্রথম দিন সবাই মোটামুটি চেষ্টা করে আনন্দে হাসিখুশিতে কাটানোর জন্য, আপনারা পিকনিক করার প্ল্যান করেছিলেন কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারেনি শুনে একটু খারাপ লাগলো, পরবর্তীতে আপনারা দুই বোন বিকেল বেলা ঘুরতে বের হয়েছেন এবং ফুল কিনেছিলেন আপনার আপুর প্রিয় মানুষকে দেয়ার জন্য, ভাইয়াও অনেকটা পথ জার্নি করে আপনার সাথে দেখা করতে এসেছে। ভালো একটা সময় কেটেছে বছরের প্রথম দিন।
এত সুন্দর একটা আনন্দ মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য প্রথমে জানাই আপনাকে ধন্যবাদ। আপনার পোস্টটি করে জানতে পারলাম। আপনারা দুই বোন মিলে বিকাল বেলা ঘুরতে গিয়েছেন পরে আপুর প্রিয় মানুষের জন্য ফুল কিনেছেন, এই বিষয়টি পড়ে খুব ভালো লেগেছে, কেননা নতুন বছর যদি এই রকম ভালোবাসা দিয়ে শুরু হয়। মনের ভিতরে একটি আনন্দ ও আশা কাজ করে, হয়তো সারাটা মাস এভাবেই যেন প্রিয় মানুষটির সাথে থাকা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নতুন বছরের প্রথম দিনে আপনার এমন সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। ফুল, মেলা, খাবার, আর প্রিয়জনের সাথে কাটানো সময়গুলো আপনার দিনটিকে সত্যিই বিশেষ করে তুলেছে।
বছরের শুরুটা এভাবে আনন্দময় হলে বাকি দিনগুলোও ভালো কাটবে এটাই কামনা করি। শীতের মাঝেও হাসি-মজা আর মেলার স্মৃতি আপনার দিনটাকে রঙিন করে তুলেছে। আপনাদের সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন।
মাঝে মাঝে আমরা যেটা প্ল্যান করি সেটা আমাদের সাথে কখনোই হয় না তার ব্যতিক্রম কিছু হয়ে থাকে আসলে নিজেদের মধ্যে সবাই মিলে পিকনিক করার মধ্যে অন্যরকম একটা মজা আছে আর যেহেতু শীতের সময় পিকনিক করলে অনেক বেশি ভালো লাগে তবে আপনি আপনার বোনের সাথে ঘুরতে বের হয়েছেন এটাও কিন্তু ভালো সিদ্ধান্ত ছিল।
যেখানে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে সেখানে কিন্তু দারুণ জিনিস দেখা যায় যেমনটা আপনার ফটোগ্রাফি দেখে বুঝলাম আপনারা মেলার মধ্যে অনেক কিছুই দেখতে পেয়েছেন এবং আপনার বোন মিলে খুব মজা করেছেন ধন্যবাদ আপনার বছরের প্রথম দিনটা এত সুন্দর ভাবে উপভোগ করার জন্য ভালো থাকবেন।
সকলেই চাই বছরের প্রথম দিনে একটু আয়োজন করতে আর আপনারাও চেয়েছিলেন কোন কারণে করতে পারেননি।। পিকনিক করতে পারেননি জন্য কি হয়েছে তাই বলে ঘোরাঘুরি হবে না।। বোনের সাথে বেশ অনেক সময় ঘোরাঘুরি করেছেন আর দু'জনকেই দেখতে অনেক সুন্দর লাগছে।।