কাদা বৃষ্টি

in Incredible India6 days ago (edited)

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন! আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি কথা বলব বৃষ্টির সময় রাস্তাঘাট কাদা হয়ে যায় ও গর্ত হয়ে যায়। আমরা রাস্তাঘাটে চলার পথে অনেকেই আমরা সতর্কতা অবলম্বন না করেই চলি। তাই আমি আজকে এ বিষয়ে কিছু কথা বলব।

কাদা বৃষ্টি কখন হয়!

আমরা সাধারণত জানি এই কাদা বৃষ্টি বর্ষাকালে হয়ে থাকে। কারণ এই বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় দিন নাই রাত নাই হুটহাট বৃষ্টি চলে আসে। কারণ এই ঋতুর নাম দেওয়া হয়েছে বর্ষাকাল। বর্ষাকাল মানেই বৃষ্টির মাস। আমাদের দেশের ঋতু হচ্ছে ছয়টি। তার মধ্যে আশার ও শ্রাবণ মাস হচ্ছে বর্ষাকাল। এই দুই মাসে প্রচুর বৃষ্টি হয়। এমনও দিন রয়েছে যে ৪-৫ দিন এক নাগাদ বৃষ্টি পড়ে। আর এই অতিরিক্ত বৃষ্টির জন্য রাস্তায় গর্ত এবং কাদা হয়।আর এই গর্তের ভিতরে বিভিন্ন অটো রিক্সা ও গাড়ির চাকা আটকে যায়।

IMG_20240701_080627_207.jpg

আরো অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তায় অনেক কাদা হয়। আর এই কাদা থেকে রাস্তা অনেক পিচ্ছিল হয়।আর রাস্তায় এই পিচ্ছিল হওয়ার কারণে আমরা হাঁটাচলা করতে পারি না। বিশেষ করে বয়স্করা যারা আছে তারা এই বর্ষাকালে রাস্তায় ঠিকভাবে চলাফেরা করতে পারে না। আর রাস্তা পিচ্ছিল হইলে কেউই এই পিচ্ছিল রাস্তায় হাঁটাচলা করতে পারেনা।

IMG_20240701_080616_326.jpg

বর্ষাকালে সর্তকতা অবলম্বন!

বর্ষাকালে যেহেতু রাস্তায় অনেক কাদা থাকে, তাই আমরা সব সময় চেষ্টা করব রাস্তাঘাটে চলার সময় একটু দেখেশুনে ভালোভাবে চলার । কারণ বিপদ কখন কিভাবে আসবে কাউকে বলে আসবেনা। আমি বেশিরভাগ সময় শহরে থাকি। শহরে রাস্তায় প্রচুর কাঁদা ও রাস্তায় অনেক পিচ্ছিল। আমার সামনে অনেক মানুষ এই কাদা ও পিচ্ছিলে পা পিছলে পড়ে গিয়েছে। তাই আমরা চেষ্টা করব এই কাদা বৃষ্টির মধ্যে খুব বেশি প্রয়োজন না হলে বাড়ি থেকে যেন না বের হই।

IMG_20240701_080627_207.jpg

আমরা সবাই বাড়ির সবাইকে সতর্ক করব। আর আমাদের আশেপাশে অনেক বয়স্ক ও মুরুব্বি আছে,সব সময় তাদেরকে বলার চেষ্টা করব, তারা যেন এই কাদা বৃষ্টির মধ্যে রাস্তাঘাটে না বের হয়।

কাদা বৃষ্টির করণীয়!

আসলে কাদা বৃষ্টির করণীয় বলতে তেমন কিছু নেই। আমরা চাইলেও এই কাদা বৃষ্টিকে থামাতে পারব না। বর্ষাকালে ঝিমঝিম বৃষ্টি হবেই। আমরা এটুকু করতে পারি, যারা আমাদের সমাজে সমাজের দায়িত্বে আছেন বা আমাদের মধ্যেও উচ্চ ফ্যামিলির আছেন, অথবা রাস্তাঘাটের দায়িত্বে আছেন তারা চাইলে এই বর্ষাকালে রাস্তাঘাটে যে জায়গায় কাদা হইয়া আছে। সেখানে ইট অথবা পাথর দিয়ে কিছুটা হলেও কাদা কমানো যেতে পারে।

পরিশেষে একটি কথাই বলতে চাই। আমরা এই বর্ষাকালে নিজেরা যদি একটু সচেতন হই তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। কারণ রাস্তা পিচ্ছিল হইলে অনেক ভয়াবহ পরিস্থিতি হয়। এই পিচ্ছিল রাস্তায় কেউ যদি পড়ে যায় তাহলে হাতে অথবা পায়ে বা কোমরে আঘাত পাবে। তাই আমরা চেষ্টা করব খুব বেশি দরকার না হলে আমরা বাড়ি থেকে বের হব না।

IMG_20240607_161827_734.jpg

বন্ধুরা আজকে এখানেই সমাপ্তি টানছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ।

Sort:  
 6 days ago 

আপনার এই সচেতনামূলক পোস্টটি পরে খুবই ভালো লাগলো। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বৃষ্টির দিনে বাইরে বের হওয়া খুবই কষ্টসাধ্য।

বৃষ্টি হচ্ছে প্রকৃতির লীলা, প্রকৃতিকে সতেজ রাখার জন্য বৃষ্টির প্রয়োজন। যারা ফুটপাতে ব্যবসা করে, রিক্সা চালায় বিশেষ করে যারা বাইরে কাজ করে তাদের জন্য বাহিরে কাজ করা খুবই কষ্টকর।

প্রকৃতি তার নিজস্ব গতিতে চলে। তাই আমরা সকলেই সতর্কতা অবলম্বন করে চলাফেরা করতে হবে। সচেতনামূলক পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Loading...
 6 days ago 

Hello,
@mratik,

ভাই, আপনি প্রতি পোস্টের শেষাংশে এই বাক্যগুলো উপস্থাপন করেন যেখানে ভোট চাওয়ার কথা উল্লেখিত।

এটা এক ধরনের spamming যেটা স্টিমিট প্ল্যাটফর্মের পাশাপাশি আমাদের কমিউনিটিতে কখনোই গ্রহণ করা হয় না।

আশাকরি, পরবর্তীতে ভোট বিষয়ক কোনো শব্দ বা বাক্য লেখার মধ্যে ব্যবহার করবেন না।

@xhadhin,
ভাই, কাউকে শুধুমাত্র প্ল্যাটফর্মে যুক্ত করালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। কোনটা করা যাবে এটার থেকে কোনটা করা নিষিদ্ধ এটা বেশি গুরুত্বপূর্ণ। আপনার উচিত ছিল এই ভাইকৈ পূর্বেই মোলিক বিষয়গুলো অবগত করানো।

 6 days ago 

আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আসলে এই বিষয়ে অবগত ছিলাম না। আমি চেষ্টা করব সামনে এরকম কিছু আর আমার পোষ্টের মধ্যে অ্যাড করব না। সেই সাথে আপনাকে ধন্যবাদ জানাই আমার ভুলগুলো সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আশা রাখবো আগামীতে আমার ভুলগুলো এভাবে আমাকে শুধরিয়ে দিবেন ধন্যবাদ।

 6 days ago 

আসলে এখন প্রতিদিনই যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে অবশ্যই কাদা পানি হবে এবং এই কাদায় মানুষেরা পা পিছলে যাবা এটাই স্বাভাবিক। এই কাগা পানি মাথায় আমাদের রাস্তায় খুব সচেতনভাবে চলতে হবে যদি সচেতনভাবে না চলে তাহলে অবশ্যই এই গাধার ভেতরে পা পিছলে আমরা পড়ে যেতে পারে।

 6 days ago 

বর্তমানে বর্ষাকাল চলছে। তাই যখন তখন মুষলধারে প্রচুর পরিমাণ বৃষ্টিতে দেখা পাওয়া যাচ্ছে। এ সময়টা কাদা বৃষ্টি স্বাভাবিক। আমাদের দেশে পরিপূর্ণ ব্যবস্থা না থাকার কারণে কাদা বৃষ্টিতে অনেক ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে কোন মাটির রাস্তায় এটি হয়। ফলে সহজে পিছলে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এ কারণে সবারই সাবধানতা অবলম্বন করা উচিত। একটু সতর্ক থাকলেই এখান থেকে দুর্ঘটনার পরিমাণ কমানো সম্ভব। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি করার জন্য।

 4 days ago 

বর্তমান সময়ে বৃষ্টির ফলে রাস্তাঘাটের অবস্থা নাজেহাল।। বিশেষ করে কাঁচা রাস্তাগুলো এমন অবস্থা হয়ে গেছে যে চলার উপযোগী নেই।। এটা একদম সঠিক বলেছেন বর্ষাকালে বৃষ্টির জন্য রাস্তার এই দুর্দশা হয়।। এতে করে মানুষের চলাচলের অনেক অসুবিধা হয়।।

 3 days ago 

বর্ষাকালে বৃষ্টি আমার খুব ভালো লাগে ।কিন্তু বৃষ্টির কারণে রাস্তায় জল জমে যায়। এছাড়াও রাস্তা কাদা, পিছল হয়। রাস্তা দিয়ে যাতায়াত করতে অসুবিধা হয়। সবথেকে গ্রামের রাস্তায় হাঁটাচলা করতে বেশি অসুবিধা হয়। তবে বর্ষাকালে তো এগুলো হবেই। এই সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।