The October #2 contest by @sduttaskitchen|If I won 2 BTC!
শুভরাত্রি বন্ধুরা, আজ শুক্রবার ২রা কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ, ১৩ রবিউস সানি ১৪৪৬ হিজরি, সবাই কেমন আছেন, আশা করি সকলেই ভালো অবস্থায় আছেন এবং অত্যন্ত সুন্দরভাবে দিন কাটাচ্ছেন। আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়া কমুনীটির অ্যাডমিন @sduttaskitchen দিদি অক্টোবর মাসের ২য় কন্টেস্টের আয়োজন করেছেন যার বিষয় হচ্ছে "যদি আমি ২টি বিটকয়েন জিতি!!" এবং আজকে আমি এই কনটেস্টে অংশগ্রহণ করতে যাচ্ছি।
What if you won 2BTC tomorrow? Explain your feelings! |
---|
যদি আমি আগামীকাল 2 বিটকয়েন জিতে যাই, তবে আমার মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাবে। প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারবো না যে আমি দুইটি বিটকয়েনের মালিক হয়ে গেছি। দুইটি বিটকয়েনের মালিক হওয়া স্বপ্নের মত একটি ব্যাপার। নিজের গায়ে চিমটি কেটে দেখতে হবে সত্যি সত্যি আমি দুইটি বিটকয়েন জিতেছি নাকি স্বপ্ন দেখছি। এটি আমাকে এক ধরনের শকও দিবে কারণ এমন ঘটনা আমাদের জীবনে খুবই কম ঘটে। আর যখন বুঝতে পারব আমি সত্যি সত্যি দুইটি বিটকয়েনের মালিক হয়ে গিয়েছে তখন আমার জীবনে নেমে আসবে আনন্দ এবং চরম উত্তেজনা।
কারণ দুইটি বিটকয়েনের মালিক হওয়া মানে জীবন পাল্টে দেওয়ার মতো একটি ঘটনা কারণ এটি আমার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। আনন্দের পাশাপাশি আমার মাঝে এক ধরনের আত্মবিশ্বাস এবং স্বস্তি আসবে। এর মাধ্যমে আমি আমার ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারব। এই আর্থিক স্বাধীনতার স্বাদ যেন মনে হবে মুক্তির অনুভূতি। আমার মনের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করবে, অসংখ্য সুযোগের সামনে দাঁড়িয়ে নিজেকে মনে হবে খুশি এবং কৃতজ্ঞ। তবে আনন্দের পাশাপাশি কিছুটা দুশ্চিন্তাও ভর করবে। এত বড় অংকের অর্থ সঠিকভাবে ব্যবহার করা মোটেও সহজ কাজ নয়। সঠিক সিদ্ধান্ত নেওয়ার চাপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা করার চিন্তা আসবে মাথায়। উত্তেজনা, খুশি এবং দায়িত্বের এই মিশ্র অনুভূতি আমাকে এক নতুন পথে ধাবিত করবে, যেখানে আমি আমার জীবনের লক্ষ্য পূরণের জন্য নতুন ভাবে অগ্রসর হতে পারবো।
What would be your planning with that 2 BTC? |
---|
এতগুলো অর্থ একবারে পেয়ে গেলে প্রথমে কয়েকটা দিন পার্টি করে কাটিয়ে দেবো। অর্থের কারণে এতদিন ধরে যে শখগুলো পূরণ করা হয়ে ওঠেনি, একে একে সেগুলো পূরণ করব। তবে বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে পার্টি করে এবং শখ পূরণ করে সব টাকা শেষ করে দেওয়ার পক্ষে আমি নই। মোট অর্থের খুবই কম অংশ দিয়ে সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি এবং নিজের শখ পূরণ করতে পারি। এরপর বাকি অর্থ বিভিন্ন উপায়ে কাজে লাগাতে পারি। নিচে বিস্তারিত আলোচনা করা হলো :
বিয়ে করা : অবশ্যই বিয়ে করবো। সেম এইজে প্রেম করে বড়ই বিপদে আছি। কয়েকদিন পরপরই গার্লফ্রেন্ডের বিয়ের প্রপোজাল আসে। আমি অবশ্য আরো অনেক আগে থেকেই বিয়ে করতে রাজি, তবে সে বাড়ির অমতে বিয়ে করবে না। আবার ছেলের ঢাকায় ফ্ল্যাট না থাকলে মেয়ের বাবা রাজি হবে না। এসকল বিষয় নিয়ে দুইজনই অনেক প্যারায় আছি। তাই আর্থিকভাবে সাবলম্বী হওয়ার সাথেসাথেই বিয়েটা করে ফেলবো।
স্টিম কিনে কিছু নিজের একাউন্টে রাখা এবং কমিউনিটিতে ডেলিগেশন করা : যেহেতু আমি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করতে আগ্রহী তাই আমি প্রায় অর্ধেক অর্থ ব্যয় করবো ক্রিপ্টো মার্কেটে। আর এই ক্ষেত্রে অবশ্যই আমি স্টিম কয়েনকে বেশি প্রায়োরিটি দিবো। স্টিম কেনা হয়ে গেলে কিছু স্টিম আমার নিজের একাউন্টে রেখে বাকি স্টিমগুলো আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটিতে ডেলিগেশন করে দিবো। এতে করে ডেলিগেশন কৃত স্টিম থেকে আমি নিজে যেমন উপকৃত হব তেমনিভাবে আমাদের কমিউনিটির সকলেই এর থেকে উপকৃত হবে। [বিঃদ্রঃ এত্তগুলা স্টিম ডেলিগেশন করায় এডমিন দিদি খুশি হয়ে আমাকে কো-এডমিন বানিয়ে দিতে পারে। তখন দিদির মত আমিও নতুন নতুন কনটেস্ট আয়োজন করবো আর আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। ঠিকমতো কাজ না করলে আপনাদের সাথে রাগারাগিও করবো।]
সঞ্চয় ও নিরাপত্তা: আমি একটি নির্দিষ্ট অংশ নিরাপদে সঞ্চয় করে রেখে দেবো যাতে করে পরবর্তীতে ইমারজেন্সি কাজে ব্যবহার করতে পারি। বিভিন্ন ডিজিটাল ও অফলাইন পদ্ধতিতে বিটকয়েন সুরক্ষিত করে রাখা যায়। এ সকল পদ্ধতি ব্যবহার করে সহজেই সঞ্চয় করে রাখতে পারি।
ব্যক্তিগত উন্নয়ন: আমি আমার ব্যক্তিগত দক্ষতা ও শিক্ষার উন্নয়নে কিছু অর্থ ব্যয় করব। হয়তো নতুন কোর্স বা প্রযুক্তি শেখার জন্য বিনিয়োগ করব, যা আমার ক্যারিয়ারকে এগিয়ে নিতে সহায়ক হবে।
দাতব্য কাজে ব্যয়: আমি কিছু অংশ দাতব্য কাজে ব্যয় করব, বিশেষ করে এমন উদ্যোগে যা সমাজের উন্নয়নে ভূমিকা রাখে, যেমন শিক্ষা, স্বাস্থ্যসেবা, বা পরিবেশ সংক্রান্ত উদ্যোগ।
ব্যবসা শুরু করা: যদি সুযোগ মেলে, তবে আমি একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবব, যা আমার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে এবং ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা এনে দিতে পারে।
Do you believe if we want something by heart and work accordingly, we can achieve it? |
---|
হ্যাঁ, আমি বিশ্বাস করি যে আমরা যদি আমাদের মন-প্রান দিয়ে কিছু চাই এবং সেই অনুযায়ী কাজ করি, তবে তা অবশ্যই অর্জন করা সম্ভব। তবে শুধুমাত্র ইচ্ছা বা আকাঙ্ক্ষা করলেই হবে না, এর সঙ্গে চাই সঠিক পরিকল্পনা, কঠোর পরিশ্রম, এবং ধৈর্য। ইচ্ছাশক্তি হচ্ছে সেই শক্তি যা আমাদের বাধা অতিক্রম করতে এবং নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। যখন আমাদের আকাঙ্ক্ষা সৎ হয়, এবং আমরা সঠিক পথ অনুসরণ করি, তখন অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা সফল হতে পারি। জীবনে বড় কিছু অর্জন করতে হলে ইচ্ছা প্রথম পদক্ষেপ, কিন্তু এর পরেই আসে কাজ। শুধুমাত্র ইচ্ছা করলেই তা পূরণ হয় না, যদি আমরা সঠিকভাবে কাজ না করি। নিরলস প্রচেষ্টা, নিয়মানুবর্তিতা, এবং পরিকল্পিত কার্যক্রমই আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে।
উদাহরণস্বরূপ, অনেক সফল ব্যক্তি যেমন বিজ্ঞানী, খেলোয়াড় বা উদ্যোক্তাদের কথা বলা যায়। তাদের সাফল্যের পেছনে রয়েছে প্রবল ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম। তারা জীবনে বাধা পেয়েছে, ব্যর্থ হয়েছে, কিন্তু তারা থেমে যায়নি। তাদের হৃদয় থেকে আসা ইচ্ছা এবং কাজের প্রতি তাদের নিষ্ঠা তাদের লক্ষ্যে পৌঁছে দিয়েছে। তবে, ইচ্ছা পূরণে ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। বড় লক্ষ্য অর্জনের জন্য সময় লাগে। ধৈর্য এবং অবিচলতা আমাদের ইচ্ছাকে শক্তিশালী করে তোলে, এবং ধীরে ধীরে আমরা সফলতার দিকে এগিয়ে যাই।
SL No. | I would like to invite |
---|---|
1 | @yoyopk |
2 | @sampabiswas |
3 | @baizid123 |
ভাই মেয়ে দেখা আছে নাকি দুইটা বিটকয়েনর মালিক হলেই তো বিয়ে করবেন। আমাদের একটু দাওয়াত দিয়েন। এটা বাস্তব যে দুইটা বিটকয়েন অনেকটাই স্বপ্নের মত তবে যদি এটা ২০০৯ সাল হতো তাহলে সম্ভবত যে কারোর পক্ষে স্বপ্ন বাস্তবায়ন করা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার সুন্দর মতামত জানানোর জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
Hello amigo
Es una excelente forma de invertir el dinero si se ganará los 2 BTC. Veo que quieres hacer muchas cosas interesantes.
Divertirse está muy bien siempre hace falta pero como bien dices no gastar todo en fiestas las inversiones también son importantes.
Te deseo buena suerte y ojalá nos ganemos esos 2 BTC sería cool
Éxitos.