Incredible India monthly contest of June#2|Living life or loving life!

in Incredible India8 days ago

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দীর্ঘদিন পর আজকে কমিউনিটির প্রতিযোগিতায় অংশ নিতে চলেছি। চেষ্টা করবো সব গুলো প্রশ্নের উত্তর দেয়ার, জানিনা কতটুকু পারবো। আপ্নারাও অবশ্যই এই প্রতিযোগিতায় অংশ নিবেন। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী সবার আগে আমি আমার @sayeedasultana @sampabiswas @shuhad @rakibal বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য।

Image Edited in canva

What is the difference between living life and loving life? Explain!


জীবনযাপন এবং জীবনকে ভালোবাসা—এ দুটি খালি চোখে একই রকম মনে হলেও এদের মধ্যে গভীর এবং অনন্য পার্থক্য রয়েছে।

জীবনযাপন আমাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করতে আমরা প্রতিদিন যে কাজ গুলো করি, যে দায়িত্ব গুলো পালন করি এবং বেচে থাকার জন্য আমাদের যে কাজ গুলো সম্পন্ন করতে হয় সেই সামগ্রিক প্রক্রিয়াকে জীবন্যাপন বলা যায়।

আমাদের জীবন চলার জন্য বা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমরা একটা ধরাবাধা নিয়ম বা রুটিনের মধ্য দিয়ে চলি, আর এই রুটিন টাই হলো জীবনযাপন।

জীবনকে ভালোবাসা জীবনকে ভালোবাসা মানে আমার কাছে জীবনকে উপভোগ করা। জীবনে অনেক ছোট ছোট মুহূর্ত আসে, কখনো সেগুলো আনন্দের কখনো বা বেদনার, জীবনকে ভালো বেসে এই সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করা ও বেদবার মুহূর্ত গুলোতে ভেংগে না পড়ে তা থেকে শিক্ষা নিয়ে সামনে অগ্রসর হবার মধ্য দিয়ে জীবনকে ভালোবাসার প্রতিচ্ছবি ফুটে ওঠে।

জীবনকে একটা রুটিনের মধ্যে বেধে না রেখে এর বাহিরে গিয়ে জীবনকে উপভোগ করার মধ্য দিয়েই জীবনকে ভালোবাসা যায়, সুন্দর মুহূর্ত গুলো চলে গেলে আর ফিরে আসে না, তাই এই মুহূর্ত গুলো সামনে পেলে অবশ্যই আমাদের উচিৎ এগুলো থেকে আনন্দ লাভ করা, উপভোগ করা।



How do you live your days following living or loving life? Describe


20240601_183656.jpg
ছবিটি আমার মোবাইল এলবাম থেকে নেয়া

আমরা জীবনযাপন করতে গিয়ে এতটাই ব্যতিব্যস্ত হয়ে পড়ি যে নিজেদের জন্য সময় খুজে বের করতে পারি না। দৈনন্দিন কাজ গুলোকে আমরা অনেক বেশি প্রাধান্য দিয়ে ফেলি এবং সারাক্ষণ কাজের মধ্যেই ডুবে থাকি। আমরা এটা বুঝি না যে এই ব্যস্ত আমির বাইরেও আরো একটা আমি আছে, যার আনন্দ উপভোগ এর দরকার আছে। শুধু ব্যস্ততাই জীবন নয়।

জীবনে বেচে থাকার জন্য যেমন জীবন যাপনের আবশ্যিক কাজ গুলো করার দরকার পড়ে তেমনি প্রয়োজন পড়ে সুন্দর মুহূর্ত উপভোগের।

যেমন একজন চাইলে সকালে ঘুম থেকে ঊঠে ফ্রেশ হয়ে অফিসে গিয়ে কাজ করতে পারে, কাজের ফাকে এক কাপ চা খেতে পারে, এটা জীবনযাপনের মধ্যে পড়ে।

আবার একই ব্যক্তি যদি চায় যে এই জীবনযাপনের মধ্যেই সে জীবনকে উপভোগ করবে, তাহলে সে একই কাজ করবে এভাবে,

সকালে ঘুম থেকে ঊঠে বেলকনিতে দাঁড়িয়ে সে সকালে সূর্যোদয় উপভোগ করবে, কাজের ফাকে কলীগদের সাথে চায়ের দোকানে আড্ডা দিবে, কাজ করতে করতে গুনগুনিয়ে গান গাইবে। মোট কথা জীবন যাপনের মধ্যেই সে জীবনএইতো জীবনকে উপভোগ করবে।



20240501_175044.jpg
ছবিটি আমার মোবাইল এলবাম থেকে নেয়া

Which one must we follow among the two and why?


জীবনযাপন এবং জীবনকে ভালোবাসা—দুটিই আমাদের জীবনের জন্য অনেক অনেক অপরিহার্য, তবে আমাদের উচিত এই দুটির মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা।

কেন জীবনযাপন জরুরি?

আমাদের মৌলিক চাহিদা গুলো পূরণ করতে, পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে এবং জীবনের নিরাপত্তার জন্য জীবনযাপন অনেক বেশি জরুরি। এর মাধ্যমের আমরা জীবনের নিশ্চয়তা খুজে পাই।

কেন জীবনকে ভালোবাসা গুরুত্বপূর্ণ?

জীবন যাপনের মাধ্যমে যেমন জীবিনের নিশ্চয়তা খুজে পাই ঠিক তেমনি জীবনকে ভালোবাসার মাধ্যমে আমরা আমাদের মনের সন্তুষ্টি লাভ করি। জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার মাধ্যমে আমরা মানসিক ভাবে আরো বেশি শক্তিশালী হই যা আমাদের জীবনযাপনকে আরো বেশি সহজ করে তোলে। এটি আমাদের প্রিয়জন ও পরিবারের সাথে সম্পর্ক কে আরো গভীর করে তুলে, অন্যরকম এক অনুভূতি এনে দেয় যা আমাদের বেচে থাকতে সাহায্য করে।

জীবনযাপনের মাধ্যমে আমরা প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করি এবং আগামী দিনের নিশ্চয়তা লাভ করি, আর জীবনকে ভালোবাসার মাধ্যমে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করি এবং গভীর আনন্দ ও মানসিক তৃপ্তি লাভ করি। এই দুইয়ের ভারসাম্য আমাদের জীবনকে করে তোলে অর্থপূর্ণ, আনন্দময়,এবং পরিপূর্ণ।

Sort:  
Loading...
 8 days ago 

ভাই প্রথম আপনাকে ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার সুন্দর মতামত আমাদের কাছে উপস্থাপনা করার জন্য।

জীবনযাপন কিছুটা অনুভব করা যায় তবে ভালোবাসা মনের গহীন থেকে আসে আর একে অপরের ভালোবাসার মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের জীবন যাপন সুন্দর হয়।

এ প্রতিযোগিতার প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনি খুব ভালোভাবে দিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 6 days ago 

একদম ই তাই ভালোবাসা মনের গহীনে থাকে। আর ভালো বাসা দিয়েই এই জীবনজকে উপভোগ করা যায়। ভালোবাসা হীন জীবন শুধু খেয়ে বেচে থাকার মত।

অনেক অনেক ধন্যবাদ আমার লেখাটি পড়ে এত সুন্দর মতামত প্রদানের জন্য। ভালো থাকবেন সব সময়।

 8 days ago 

সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই আজকের এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য।। আর এই কনটেস্টে প্রতিটি প্রশ্নের উত্তর খুবই চমৎকারভাবে তুলে ধরেছেন।। এটা একদম সঠিক বলেছেন জীবন ও জীবনকে ভালোবাসা মধ্যে গভীর পার্থক্য রয়েছে।। আর হ্যাঁ আমি এই কনটেস্টে এখনো অংশগ্রহণ করেনি অবশ্যই অংশগ্রহণ করব।।

 7 days ago 

আশা করি আপ্নিও এই সুন্দর প্রতিযোগিতায় খুব শীঘ্রই অংশ নিবেন। জীবনকে উপভোগ্য করার ব্যাপারে আপনার সুন্দর লেখার অপেক্ষায় রইলাম। অনেক অনেক ধন্যবাদ প্রতিযোগিতায় আমার লেখা ব্লগটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

 7 days ago 

জি ভাই আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব আর নিজের মতামত সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করব।। আর খুব শীঘ্রই পড়ার সুযোগ পাবেন ইনশাআল্লাহ।।

 7 days ago 

আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই সাপ্তাহিক কন্টেস্টে অংশ গ্রহণ করার জন্য। আপনি জীবনযাপন আর জীবনকে ভালোবাসা নিয়ে আপনার ব্যাক্তিগত ব্যাখ্যা আমাদের সাথে শেয়ার করেছেন।আসলেই আমরা ব্যাস্ততার কারণে জীবনকে উপভোগ করা ভুলে যাই।জীবনকে ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাই।আসলে জীবনযাপন আর জীবনকে ভালোবাসার মধ্যে ভারসাম্য রক্ষা করা জরূরী।

 6 days ago 

জীবন যাপনকে আমরা এতটাই প্রাধান্য দেই যে আমাদের কাছে শুধু বেচে থাকাটাই মুল লক্ষ্য হয়ে দাঁড়ায়, কিন্তু বাচার মত বাচা, জীবনকে উপভোক করে পরিবার পরিজন নিয়ে ভালো থাকার যে ব্যাপারটা থাকে তা অনেকেই আমরা গুরুতব দেই না। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 7 days ago 

জীবনযাপন এবং উপভোগ্য জীবনযাপন খুব বেশি পার্থক্য না কিন্তু সেটার মধ্যেও সামান্য পার্থক্য রয়েছে। আমরা আমাদের জীবনযাপনকেই উপভোগ্য করে তুলতে পারি যদি নিজেরা এটার পার্থক্য উপলব্ধি করতে পারি।

প্রতিযোগিতায় উল্লেখিত প্রত্যেকটি প্রশ্নের উত্তর চমৎকার ছিল। পাশাপাশি আপনার সর্বশেষ প্রশ্নের উত্তরটি আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছে। এই প্রতিযোগিতায় আপনার সফলতা প্রার্থনা করি। ঈশ্বর আপনার সহায় হোন।

 6 days ago 

প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় আমার লেখাটি পড়ে এত সুন্দর মন্তব্যের জন্য। আসলে আমরা অনেকেই এই দুই এর পারথক্যটা ই বুঝতে পারি না, তখন ই সমস্যাটা বাধে আর আমরা বিষণ্ণতাই ভোগী।

 7 days ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাকে এই কনটেস্টে আমন্ত্রণ জানানোর জন্য। ইতিমধ্যে আমিও আমার অনুভূতি গুলি কনটেস্টে অংশগ্রহণের মাধ্যমে শেয়ার করেছি। আপনার পোস্ট পড়েও আমার বেশ ভালো লাগলো। জীবন যাপন ও জীবনকে ভালোবাসার যে ব্যক্তিগত অনুভূতি আপনি ব্যক্ত করেছেন, তার সাথে আমিও কিয়দাংশে সহমত। জীবনযাপন যেমন আমাদের জন্য অপরিহার্য, ঠিক তেমনিই জীবন যাপনের মধ্যে থেকে কিছু মুহূর্ত বের করে, জীবনকে ভালোবাসার কাজে ব্যয় করা সত্যিই গুরুত্বপূর্ণ। তবেই হয়তো জীবনটা সম্পূর্ণভাবে উপভোগ করা সম্ভব হয়। ভালো থাকবেন। কনটেস্ট আপনার সাফল্য কামনা করি।

 6 days ago 

আমরা যখন এটা অনুধাবন করবো যে আমরা ভালো ভাবে বেচে থাকার জন্য, জীবনকে উপভগ করার জন্যে জিবিকা নিরবাহ করি তখন ই আমরা জীবঙ্কে উপভোগ করতে পারব। আর যদি আমাদের বেচে থাকাটাই মুখ্য হয় তাহলে আমাদের কাছে জীবনের থেকে জীবিকা বড় হয়ে দাঁড়িয়ে যায়।

ধন্যবাদ দিদি প্রতিযোগিতার পোস্ট টি পড়ে এত সুন্দর মন্তব্যের জন্য

 2 days ago 

আসলেই সত্যি জীবনকে ভালোবাসা মানে হচ্ছে জীবনকে উপভোগ করা। কিন্তু আমরা নিজেদের পরিবারের পেছনে নিজেদের সময়টা দিতে গিয়ে জীবনকে সঠিকভাবে উপভোগ করতে পারি না। সত্যি কথা বলতে মেয়েদের জীবনটা শুধুমাত্র পরিবার সন্তান স্বামীর পেছনেই চলে যায়। নিজেদের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করার মত সুযোগ হয়ে ওঠেনা। আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর চমৎকার ভাবে দিয়েছেন। যেটা সত্যি মন কেড়ে গেল ধন্যবাদ ভালো থাকবেন।