Better life with steem || The Diary Game || 29 June, 2024 ||

in Incredible India13 days ago (edited)
Untitled design (1).png
Made by Canva

Hello,

Everyone,

আশা করি বৃষ্টি ভেজা আষাঢ় মাসের এই দিনগুলোতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলের দোয়া ও আশীর্বাদ নিয়ে আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় কিছু সময় দাঁড়িয়ে ছিলাম। দেখতে পেলাম বাসায় নতুন সদস্য এসেছে। টাইম ফুলটি দেখতে হঠাৎ গোলাপ ফুলের মতো মনে হচ্ছে। আমাদের অঞ্চলে এই ফুলটিকে টাইম ফুল বলে। আমি জানিনা অন্য অঞ্চলে এই ফুলের নাম কি দেওয়া হয়েছে।

IMG20240629103031.jpg

মা-মেয়ে সকালের নাস্তা করে নিয়েছি ।দুপুরে কি রান্না হবে তার আয়োজন করছি । এমন সময় প্রতিবেশী ভাবি ফোন দিলেন, তিনি কাঁচা বাজার করতে যাবেন ,আমিও তার সাথে কাঁচা বাজার করার জন্য বের হলাম । আর্মি বাবুই কাঁচাবাজার করে থাকেন।

IMG20240629091651.jpg

তিনি সময় পাচ্ছেন না তাই আমি ভাবির সাথে বাজারে গিয়েছিলাম। এখানকার বাজার-ঘাট আমি এখনো অতটা ভালো চিনি না ।আরো দু’টো ভাবি বের হলেন ।কাঁচাবাজারটি খুবই ছোট এবং সকাল বেলায় বসে । কলোনির মাথায় বসে এই বাজারটি। এখান থেকে টাটকা শাকসবজি, তাজা মাছ ও মাংস পাওয়া যায়। অনেক ভাবিদের সাথে পরিচয় হলো এবং বাজার করা হলো ।

আমি যা যা বাজার করলাম তার একটি তালিকা নিম্নে দেওয়া হল:-

ক্রমিক নংউপকরণমূল্য বাংলা টাকাস্টিম (1 Steem=13 Taka)
মাছ৮৬০ টাকা৬৬.১৫
কলা৭০ টাকা৫.৩৮
পেয়ারা৫০ টাকা৩.৮৪
কামরাঙ্গা১০ টাকা০.৭৬
কাঁচা কলা৪০ টাকা৩.০৭
করল্লা৫০ টাকা৩.৮৪
টুথপিক২০ টাকা১.৫৩
কটনবাড২০ টাকা১.৫৩
রসুন১০০ টাকা৭.৬৯
১০কাঁচামরিচ৬০ টাকা৪.৬১

আমার বাজার নিয়ে বাসায় চলে আসি । ঘরে বসে থেকে কিছুই জানা যায় না । আপনাকে অবশ্যই বাহিরে বের হতে হবে এবং বিভিন্ন লোকের সাথে আপনাকে মিশতে হবে তবেই আপনি বর্তমান পরিস্থিতি সম্বন্ধে জানতে পারবেন ।

IMG20240629110028.jpg

আমরা বাসায় আসার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হল। আমার কাছে বৃষ্টি ভালই লাগে কিন্তু যখনই ঢাকার শহরে রাস্তাঘাটের কথা মনে পরে যায় তখনই বৃষ্টি আর ভালো লাগেনা। কারণ ঢাকা শহরের ড্রেনেজ ব্যবস্থা খুবই বাজে ।একটু বৃষ্টি হলেই রাস্তাঘাটে পানি জমে যায় ।তখন চলাচল অনেক কষ্ট হয়ে যায়।

IMG20240629110037.jpg

আমরা বাসায় বসে বৃষ্টিটা তত অনুভব করতে পারি না কারন এখানে সেই টিনের চালের মিস্টি রিমঝিম শব্দ পাচ্ছি না ।শুধু বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু ছুঁয়ে দেখতে পাচ্ছি না। বৃষ্টির জন্য আজ মাছ কাটার লোকটি আসেনি তাই মাছগুলো না কেটে বাসায় নিয়ে আসতে হলো।

এগুলো পরিষ্কার করতে আমার অনেক সময় লেগেছে ।সমস্ত কাজ সেরে গোসল করে আসতে আসতে বিকেল ৩টা বেজে গেল। মেয়ে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পরেছিল। আমার দুপুরের খাবার খেতে বিকেল ৪টা বেজে গেল । একা একা খেতে ভালো লাগছে না। খাবার শেষে আমিও কিছু সময় বিশ্রাম নিয়েছি।

IMG20240629144139.jpg

বিকেল বেলা মেয়েকে ফল খেতে দিয়েছি। আম আমাদের দুজনের খুব প্রিয় ফল। তখনো বৃষ্টি পরছিল ।আমি সন্ধ্যার প্রার্থণা করে নিয়েছি। বৃষ্টির ভিতর একটু ভাজাপোড়া খেতে ভালোই লাগে। সে বাদাম ভাজা হোক, চানাচুর হোক এগুলো খেতে ভালোই লাগে।

IMG20240629194838.jpgIMG20240629194916.jpgIMG20240629195113.jpg

ঘটি গরম চানাচুর খেতে খুব ভালোই লাগে ।এইটা বেলস পার্ক বসে আমরা খেয়েছিলাম। বাসায় চেষ্টা করলাম । খুবই সহজ।

পিয়াজ কুচি ,দুটো কাঁচামরিচ কুচি, সামান্য সরিষার তেল এবং চানাচুর ।কড়াইতে সামন্য তেল দিয়ে নিলাম। তেল গরম হলে পিয়াজ ও কাঁচা মরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এরপরে চানাচুর গুলো দিয়ে আবারো কিছুক্ষণ ভাজতে হবে এবং নামানোর আগে একটু লেবুর রস দিয়ে নামিয়ে নিতে হবে ।তৈরি হয়ে গেল মজাদার ঘটি গরম চানাচুর।

IMG20240629195334.jpgIMG20240629195436.jpg

বর্ষার দিনে গরম গরম চানাচুর ভালোই লাগে। মামার মত অতটা না হলেও খেতে অনেক সুস্বাদু হয়েছে ।এভাবে কেটে গেল আমার ২৯ জুন দিনটি। এই বৃষ্টি ভেজা দিনগুলো আপনাদের কেমন কেটে যাচ্ছে। মন্তব্য করে তা জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন ।

Device Description
Smartphoneoppo
Smartphone Modeloppo A83(2018)
Photographer@muktaseo


◦•●◉✿ শুভ রাত্রি✿◉●•◦

Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Sort:  
Loading...
 12 days ago 

আজকে আপনি সারাদিন কি করেছেন সে সকল বিষয়ে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। এবং আপনার বাজারের তালিকাটাও আমাদের সাথে শেয়ার করেছে, এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আপনার এই আমটা এত সুন্দর করে নকশা করে কাটা। যাইহোক আজকের আপনার প্রতিদিনের এই পোস্টটি অনেক সুন্দর ছিল।

 12 days ago 

ফুলের নাম সম্পর্কে আমার সেরকম আইডিয়া নেই। এই ফুলের নাম যে তাই ফুল এটা আমি আজ প্রথম জানলাম। এটি এমনি আগে দেখেছি কিন্তু বেশিরভাগ ফুলের নামই আমি জানিনা। আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হচ্ছে কাঁচা বাজার যাকে আমরা বেঁচে থাকি। কিন্তু বর্তমানে এই কাঁচাবাজারের দামও যেন আকাশচুম্বী। সাধারণ মানুষের জন্য এক ভোগান্তির নাম হয়ে দাঁড়িয়েছে। আপনি ঠিক বলেছেন, টিনের চালে বৃষ্টি উপভোগ করার ব্যাপারটাই অন্যরকম। বড় বড় অট্রালিকায় থেকে বৃষ্টি উপভোগ করা যায় না। আর বৃষ্টির সময় একটু ভাজাপোড়া হলে মন্দ হয় না। আপনার তৈরি ঘটি গরম চানাচুর দেখতে অনেক সুস্বাদু লাগছে। ধন্যবাদ আমাদের সাথে আপনার সারাদিনের কার্যক্রম শেয়ার করার জন্য।