Better life with steem || The Diary Game || 7th June, 2024 || 💓সুন্দর একটি ছুটির দিন💓
Made by Canva |
Hello,
Everyone,
শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটির দিন তাই সবাই বেড়ানোর জন্য শুক্রবার দিনটিকে বেছে নিয়ে থাকে । ঐদিন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, কোচিং বন্ধ থাকে ,অফিস বন্ধ থাকে।
গতকালকে পোস্ট লিখতে লিখতে রাত ২:৩০ বেজে গেল । আজকে সকাল বেলা অফিসের চাপ ছিল না তাই ইচ্ছে করে দেরিতে উঠলাম ।
আজ দুপুরে আমাদের ভাসুরের বাসা নিমন্ত্রণ ছিল । সকাল বেলা সরাসরি ভাত রান্না করেছিলাম ।আলু সিদ্ধ এবং ডাল ভুনা । সকাল বেলার খাবার খেয়ে নিলাম। আমি স্নান করে এসে পুজো দিয়ে মেয়েকে আম কেটে দিলাম।
ছুটির দিন থাকায় আর্মি বাবুর চুল কালার করে দিলাম ।মাঝে মাঝে সে অফিস থেকেও কালার করে আসে। আজ ছুটি দিন ছিল তাই আমি কালার করে দিয়েছিলাম ।ভাসুরের ছেলে ফোন করে তার কাকাকে আগে যেতে বলল ।
আমরা ঝটপট তৈরি হয়ে গেলাম ।দুপুর ১২ টা ৩০ মিনিটে বাসা থেকে বের হই । ২০ মিনিট সময় লাগে ওদের বাসায় যেতে ।গতকাল রাতে বৃষ্টি হয়েছিল বিধায় রাস্তায় মাঝে মাঝে কিছু পানি জমে গিয়েছিল ।
আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটি ইজি বাইক পেলাম। আকাশটা মেঘলা মেঘলা ছিল। হঠাৎ নীল আকাশের রূপ পরিবর্তন হলো । আমরা চলে আসছি ওদের কলোনিতে। খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এই কমিউনিটির একটি সুন্দর উদ্যোগ, তাদের ফ্ল্যাটের পাশের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন ফুল গাছ লাগানো হয় ।
আমি কিছু ফুল গাছের ছবি তুলি। সূর্যমুখী ফুলটি মনে হচ্ছে যেন আমার দিকে তাকিয়ে আছে ।সত্যি অনেক সুন্দর একটি ফুল ।
এ ফুলটির নাম আমি জানিনা । |
কৃষ্ণচূড়ার গাছটি একদম ছোট তাও এই ছোট গাছে একটি সুন্দর ফুল ফুটেছে। যারা ফুল ভালোবাসে তারা যেখানে যায় যদি কোন ফুলের সন্ধান পায় ,সে ফুলের কাছে না গিয়ে পারে না ।
গত তিন জুন দাদু ভাইয়ের জন্মদিন গিয়েছিল। সেদিন ছেলে ও বৌমার অফিস ছিল তাই কোন কিছু আয়োজন করতে পারেনি । সেই আনন্দ টুকু উদযাপন করার জন্য ছুটির দিনটি বেছে নিয়েছিল ।আমরা বার্থডে ব্যয়কে একটি পোশাক দিয়েছিলাম এবং দই নিয়ে গিয়েছিলাম ।আমার জ্যা দই খুব পছন্দ করেন ।
আমার জন্মদিন ছিল ২ জুন আর আমার নাতির জন্মদিন ছিল ৩ জুন । বাচ্চা আমাদের পেয়ে অনেক খুশি হয় । এদিকে বৌমার রান্না প্রায় শেষের পথে । আমি তাকে একটু সাহায্য করেছিলাম এবং খাবার টেবিলে সাজিয়ে দেই ।
আমি মনে করি, খাবার সুস্বাদু হওয়ার সাথে সাথে খাবার পরিবেশনের দিকে সমান ভাবে গুরুত্ব দিতে হয় । সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্নভাবে টেবিল সাজিয়ে দিলাম । আমাদের খেতে খেতে বিকেল চারটা বেজে যায় ।
মাঝে বৃষ্টি শুরু হয়ে গেল , এই গরমে স্বস্তি ফিরে পেলাম । সন্ধ্যার আকাশটা অনেক সুন্দর । আমি ক্যামেরা বন্দী করে নিলাম । রাতের খাবার খেয়ে বাসায় চলে এসেছি । ভেবেছিলাম পোষ্টটি রাতে করবো কিন্তু শরীর আর সায় দিচ্ছিল না তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম ।
এভাবেই কেটে গেল আমার শুক্রবারের ছুটির দিনটি ।আশা করি আপনাদের দিনগুলো খুব ভালোভাবে কেটেছে ।আজ এখানে বিদায় নিচ্ছি । ভালো থাকুন এবং সুস্থ থাকুন ।
Device | Description |
---|---|
Smartphone | oppo |
Smartphone Model | oppo A83(2018) |
Photographer | @muktaseo |
ছুটির দিনটা আপনারা খুব সুন্দর ভাবেই কাটিয়েছেন। আসলে জন্মদিনের অনুষ্ঠান যেদিন হয় ওই দিনের সময় টার চাইতে, আমার মনে হয় সুন্দর একটা দিন বেছে নেয়াটা উত্তম। যে দিনে সবাই অন্ততপক্ষে উপস্থিত থাকতে পারে। আপনারা ঠিক সেই কাজটাই করেছেন। আপনার ভাসুরের ওয়াইফ দই খেতে পছন্দ করে, সেজন্য আপনারা তার জন্য দই নিয়ে গেছেন। ধন্যবাদ পরিবারের সাথে কাটানো সুন্দর মুহূর্ত আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
ছুটির দিনটা সবাই একটু অন্য রকম ভাবে কাটাতে চায়। আপনিও তার ব্যতিক্রম নয়, আজকের ছুটির দিনে সবাই মিলে বাইরে ঘুরতে গিয়েছিলেন এবং সুন্দর কিছু মুহুর্ত কাটিয়েছিলেন। আপনার পোস্টের প্রতিটা ফটোগ্রাফি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
ছুটির দিন মানেই সারাদিনের কার্যক্রমটা একটু ভিন্ন রকম হয়। সকালবেলা একটু দেরিতে ঘুম থেকে উঠেছেন। আপনাদের ভাসুরের বাসায় নেমন্তন্ন ছিল। আজকে সকালবেলা রান্না বান্না শেষ করে তাড়াতাড়ি সেখানে গিয়েছেন।
আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে।
বাহ! আপনাদের তো দেখি অনেক রকমের খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে।
সারাদিনের কার্যক্রম শেয়ার করার জন্য ধন্যবাদ।