You are viewing a single comment's thread from:

RE: Betterlife with steem|| Wedding diary game of 20th November (Last part)

in Incredible India11 months ago

“কাজল কালো এই দুটি চোখ
ও চোখে যাদু আছে”
শিল্পীর এই কথাটি আজ সত্যি হলো ।সত্যি দিদি আপনার চোখে যাদু আছে ।

বিউটিশিয়ান সব সময় দেরি করে আসেন। এটাই ওনাদের কাছে স্বাভাবিক ।আমাদের এখানেও তাই হয় । আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে তাকে এক ঘণ্টা আগে আসতে বলেছেন। সে কিন্তু সেই এক ঘন্টা পরেই আসলো ।পাঁচটায় আসলেও সমস্যা নেই , সে আপনাকে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।

আপনি এমনিতে অনেক সুন্দর আর তার হাতের ছোয়ায় আপনাকে আরো সুন্দর লাগছে।এই প্রশংসা না করে পারলামনা। ফুল দিয়ে সাজাটা আমিও খুব পছন্দ করি ।

বিশেষ করে কলকাতার বিয়ের অনুষ্ঠান ,পূজার অনুষ্ঠান খুবই সুন্দর হয় । মিউজিক এবং আলোকসজ্জায় সব দেশ থেকে ভারত অনেকে এগিয়ে ।আপনার ডাইরি গেম এ , রিসেপশনের দিনটি সুন্দর ভাবে তুলেধরেছেন।

রিসেপশনের অনুষ্ঠান রাতে জম কালো হয় এটা খুব ভালো লাগে । বাংলাদেশে রিসিপশন অনুষ্ঠান দিনের বেলা করা হয় । আমাদের সাথে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন, রিসিপশন প্রোগ্রামে আসা ,প্রোগ্রামের খাবার তালিকা দেখানো এবং ভাষাতে প্রায় সবকিছু আমাদের সাথে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।
বিশেষ করে মিষ্টি পান নানা রকম মসলা দিয়ে মিষ্টি পান । খাবার শেষে একটি মিষ্টি পান খাওয়ার অন্যরকম একটা অনুভূতি থাকে ।

নব দম্পতির জন্য রইল অসংখ্য অসংখ্য ভালবাসা এবং শুভকামনা। তাদের পথ চলা শুভ হোক। আর আমাদের মিষ্টি দিদির জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা ।