You are viewing a single comment's thread from:

RE: স্বার্থের দুনিয়া!

in Incredible India10 days ago

আপনার পোস্টটি সত্যিই বাস্তব ধারণার গুলোর সাথে মিলে যাচ্ছে । আমরা যাদের আদার, ভালোবাসা পেয়ে বড় হয়েছি, আজ স্বার্থের জন্য তারাই মনে হচ্ছে অচেনা মানুষ ।

প্রতিনিয়ত আয়নায় মানুষের সুন্দর প্রতি ছবি দেখে , সেই আয়নাতে যদি তাদের ভিতরের আসল প্রতি ছবি দেখা যেত তাহলে তারা নিজেরাই ভয় পেয়ে যেত। এত সুন্দর রূপের মাঝেও কিছু ভয়ঙ্কর চরিত্র লুকিয়ে থাকে ।যেগুলো বাহিরে প্রকাশ পায় না ।

আমাদের সবথেকে বেশি ক্ষতি হয় নিজের আপন মানুষ থেকে। স্বার্থ এমনই ,যা পরম বন্ধুকে পরম শত্রুতে পরিণত করেতে পারে।

অপরিচিত কারো কাছ থেকে আঘাত পেলে কষ্ট লাগে না কিন্তু নিজের পরিচিত চেনা মানুষ গুলোর কাজ থেকে আঘাত পেলে , সে আঘাত কখনো ভুলে থাকা যায় না ।
আপনার পরবর্তী পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম ।

Sort:  
 8 days ago 

মানুষ স্বার্থের জন্য সব কিছু করতে পারে। অন্য মানুষ বিশ্বাস ভাঙ্গলে যতটা না কষ্ট লাগে তার থেকেও কয়েক গুন বেশি কষ্ট লাগে আপন মানুষ যখন নিজের অবস্থার পরিবর্তন করে। স্বার্থের জন্য আপন মানুষও ছেড়ে যেতে একবার ভাবে না। ভালো থাকবেন।