You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest March#1|Share your all-time favorite photographs captured by you

in Incredible India2 years ago

আসলে আমাদের কমিউনিটিতে এনগেজমেন্ট চ্যালেঞ্জ পোষ্ট চলাকালীন সময়ে অ্যাকটিভ ইউজারদের দেখে সত্যিই কলিজা জুড়ায়ে যেতো।কিন্তু এনগেজমেন্ট চ্যালেঞ্জ শেষ হওয়ার পরে আস্তে আস্তে অ্যাকটিভ ইউজারদের সংখ্যা কমতে থাকে, যেটা সত্যিই খুব হতাশাজনক লেগেছে আমার কাছে।

তাই ব্যক্তিগতভাবে আমি মনে করতাম যে,আমাদের কমিউনিটিতে নিজ উদ্যোগে এনগেজমেন্ট চ্যালেঞ্জের আয়োজন করা উচিৎ।আর এ ব্যাপারে আমি আমাদের কমিউনিটির শ্রদ্ধীয় মডারেটর @mayedul ভাই এর কাছে প্রস্তাবও দিয়েছিলাম তিনি যেন এ ব্যাপারে অনান্যদের সাথে আলোচনা করে।কিন্তু তিনি আমায়কে অবাক করে তখনই বলেছিলেন যে, তারা অলরেডি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে।আর আমরা খুব শীঘ্রই এই প্রতিযোগিতাটি পেতে চলেছি।

অবশেষে অপেক্ষার অবসান হয়েই গেলো।

ধন্যবাদ কমিউনিটির সকল এডমিন ও মডারেটরস্ দের এত সুন্দর একটা প্রতিযোগিতা আমাদেরকে উপহার দেবার জন্য।আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে বিজয় ছিনিয়ে নেবার জন্য।