মেয়ের স্কুলের হাতের কাজের ঢোল
বন্ধুরা,
আশাকরি সকলে ভালোই আছেন আর আপনাদের আজকের দিনটা ভালোই কেটেছে।
আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা আমরা ছোট বেলায় সবাই করেছি। আমাদের স্কুলে যখন কোন হাতের কাজ দিতো সেটা আমরা বাড়িতে মায়ের সাথে করতাম। মা আমাদের সেটা বানাতে সাহায্য করতো। সেরকম আজ আমার মেয়ের স্কুলে হাতের কাজে ঢোল বানাতে দিয়েছে সেটা আমি বানিয়ে মেয়েকে দেখালাম। সেটাই আমি আপনাদের সাথে ভাগ করে নেব। আসুন তাহলে কিভাবে ঢোলটি তৈরি করলাম যেনে নেওয়া যাক।
উপকরন:
1)পেনসিল
2)আঠা
3)সাদা কাগজ
4)দুটো কাগজের ছোট কাপ
5)গোল্ডেন লেস
6)ফেবরিক কালার (কালো, অরেঞ্জ, হলুদ)
7)রিবন অরেঞ্জ কালার
8)সাদা উল
9)কাগজের সাদা সেলুটেপ
10)তুলি
11)কাঁচি
12)সাদা পুথি
পদ্ধতি:
1)প্রথমে দুটো কাগজের কাপ নিলাম।
2)তারপর দুটোর উপরে আঠা দিলাম। দিয়ে দুটোকে একসাথে জোরা লাগিয়ে দিলাম।
3)এরপর কিছুক্ষণ আঠা শুকনোর পর আঠা লাগানো অংশের মধ্যে সাদা কাগজের সেলুটেপ লাগিয়ে নিলাম।
4)তারপর একটা ছোট সাদা কাগজ নিয়ে তারমধ্যে একটা গোল একে নিলাম। এবার সেটা কাঁচি দিয়ে গোল করে কাঁটলাম।
5)এবার সাদা সেলুটেপ দিয়ে আঠা লাগানো কাপ দুটোকে ভালো করে পেচিয়ে দিলাম। যাতে কাপের কোন অংশ দেখা না যায়।
6)এবার গোল করে কাটা সাদা কাগজটি দুটো কাপের পেছনের দিকে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এরপর ঢোলের দুই পাশের কাগজে গোল করে কালো রঙ করে নিলাম।
এরপর হলুদ,অরেঞ্জ আর একটু কালো রঙ মিশিয়ে একটা কাঠের রঙ তৈরি করলাম।
7)তারপর সেটা দিয়ে কাগজের সেলুটেপের ওপরে রঙ করে নিলাম। এরপর কিছুক্ষণ সেটা শুঁকোতে দিলাম।
8)এরপর অরেঞ্জ কালারের রিবন নিয়ে ঢোলের দুই পাসে আর মাঝখানে আঠা দিয়ে গোল করে লাগিয়ে নিলাম।
9)এবার সাদা উলটি লম্বা লম্বা করে কেঁটে ঢোলের চার দিকে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।
10)তারপর গোল্ডেন কালারের লেসটা ঢোলের দুই পাশে লাগিয়ে নিলাম। আর মাঝখানে একটা করে স্টোন বসিয়ে ঢোলটা তৈরি করলাম।
11)এরপর সাদা সেলুটেপ লম্বা ভাজ করে দুটো কাঠি বানালাম। আর তার মাথার উপরে দুটো সাদা পুথি আঠা দিয়ে লাগিয়ে দিলাম এই ভাবে ঢোলের কাঠি তৈরি করলাম।
মেয়ে যেহেতু ছোট তাই ওকে আমি বানিয়ে দেখালাম। কি ভাবে এটি করা যায়। যনিনা কেরকম তৈরি করলাম কিন্তু চেষ্টা করলাম করার।
আপনাদের কেমন লাগলো জানাবেন।
ভালো থাকবেন সুস্থ থাকবেন।
শুভরাএি।
খুব সুন্দর বানিয়েছেন ঢোলটি, বাচ্চাদের এই সকল কাজের মাধ্যমে নিজেরাও একবার শৈশব ফিরে দেখা যায়।
@pulookএই টুকু বাচ্চাদের জন্য মায়েদের করতেই হয়।
ভারি সুন্দর হয়েছে হাতের কাজটি, এইরকম বিভিন্ন জিনিষ বানিয়ে এখানে ভাগ করে নিতে পারেন তো মাঝে মধ্যে।
আপনার হাতের কাজটা খুব সুন্দর হয়েছে।
We invite you to continue sharing quality content on the platform, and continue to enjoy support, and also a likely spot in our weekly top 7.
Voting date: 04.12.2022
বাহ্ চমৎকার বানিয়েছেন তো ঢোলটি। খুবই সামান্য উপকরণ দিয়ে একটি অসামান্য জিনিস তৈরি করার এই প্রতিভাকে নষ্ট হতে দেবেন না।