Photography.

in Incredible India24 days ago
PhotoCollage_1730218008646.jpg

নমস্কার,
আমাদের এলাকায় চারপাশে যেন ডেঙ্গু ও সর্দি জ্বরের ছড়াছড়ি, আপনাদের এলাকার কি অবস্থা? এমনকি আমি নিজেও কিছুদিন আগেই এই সমস্যা থেকে মুক্ত হয়েছি। যাইহোক, তবে যেহেতু সামনেই শীতকাল আর ঋতু পরিবর্তনের সময় এই সমস্যা প্রতিবছরের ন্যায় এই বছর ও ইতিমধ্যে দেখা দিচ্ছে।

একটু কাজে বেরিয়েছিলাম কিন্তু হঠাৎ কাকাতো ভাইয়ের অসুস্থতার কথা মনে পড়লো। তাই চিন্তা করলাম একটু যোগাযোগ করার জন্য। কল এবং ম্যাসেজ কোনোটার উত্তর না পেয়ে একটু দুশ্চিন্তা হচ্ছিল। তাছাড়া কয়েকদিন হলো খুলনা থেকে বাড়িতে ফিরেই এই জ্বর যে কারণে আরো ভয় বেশিই লাগছে।

তবে হ্যাঁ জ্বরের কথা শোনা মাত্রই আমি ডেঙ্গু পরীক্ষা করাতে বলেছিলাম যেটা করেছে কি না আমি সঠিক জানিনা। পথিমধ্যে কিছু দৃশ্য আমাকে খুব আকৃষ্ট করলো তাই বিলম্ব না করেই মুঠোফোনে ছবি তুলে নিয়েছিলাম।

IMG20241029123055.jpg

এইটা আমাদের পুরনো বাড়িতে প্রবেশের রাস্তা যদিও জায়গা অনেক বেশি কিন্তু লোকজন কম। যে কারণে প্রবেশ পথটা স্যাঁতস্যাঁতে যেটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে হাঁটার জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ। অনেক সতর্ক হয়ে শুষ্ক মৌসুমে ও চলাফেরা করতে হয় এই রাস্তা থেকে।

IMG20241029131822.jpg
IMG20241029131817.jpg

প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষের অবদা সর্বাগ্রে স্বীকার করতে হয়। কিন্তু সকল বৃক্ষ একই রকম না। কিছু আছে ফলজ আবার বাকি সবজি, লতা ইত্যাদি। তবে সকল বৃক্ষ কি শুধু উপকারী। একদমই না, এমনকি অক্সিজেনের কথা আসতেই চলে আসে বৃক্ষ শব্দটি।

আমি জানিনা কতজন এই রাস্তার পাশে থাকা গাছ সম্পর্কে জানেন। প্রথমেই বলে রাখছি এটা দূর থেকে দেখতে খুবই আকর্ষণীয় যেটার সবুজ রং যেন দৃষ্টিনন্দিত। কিন্তু ভুলেও কেউ এই গাছের শরীর বা পাতায় হাত দিবেন না আর পাতা ছেঁড়া তো আরো বিপদজনক।

👉এই ভিডিওটা না দেখলে অনেক কিছুই মিস করবেন। এখানেই আমি ভিডিওতে সরাসরি দেখানোর চেষ্টা করেছি এই বৃক্ষের ভয়ংকর দিক গুলো। ভিডিও তে দেখতেই পারছেন যে বৃক্ষের পাতা ছিঁড়তেই সাদা এক প্রকার আঠালো কিছু দেখা যাচ্ছে। এটা আপনার ত্বকের যেখানেই লাগবে সেখানে ক্ষত সৃষ্টি হবে।

👉 প্রকৃতপক্ষে, আমরা বাহ্যিক আবরণ দেখেই ভালোমন্দ যাচাই করি আর বিশেষ করে তাদের জন্য আমার আজকের ভিডিও। ভুলেও কেউ আকৃষ্ট হয়ে এই বৃক্ষের পাতায় হাত দিবেন না। যদিও এই বৃক্ষ গুলো এখন প্রায় বিলুপ্তির পথে তবে সামনে পেয়েই তুলে ধরলাম।

IMG20241029131751.jpg
IMG20241029131733.jpg

উইপোকার ঢিবি যেটা এখন সচরাচর দেখা যায় না। হয়তো ভবিষ্যত প্রজন্মের শিশুরা এটা শুধু মাত্র পুস্তকেই দেখবে। উইপোকার ঢিবি মানেই শৈশবের স্মৃতি। বিশেষ করে লক্ষ্মীপূজোর ২/৪ দিন আগেই প্রতিযোগিতায় নামতাম কে বেশি মাটির প্রদীপ তৈরি করতে পারে? মাটির প্রদীপ তৈরির জন্য উইপোকার ঢিবি খোঁজার পাল্লা চলতো।

যদিও এখন আর আগের সেই উদ্যম শিশুদের মাঝে দেখি না। তাছাড়া এখন যেন মোমবাতির ব্যবহারই বেশি করা হয়। ঈশ্বরের সৃষ্টি প্রতিটি জীবেরই প্রকৃতিতে অবদান এবং গুরুত্ব আছে। তবে উইপোকা যদি ঘরে লাগে তাহলে সেইটা বিপদজনক।

👉 বিশেষ করে যারা কখনো উইপোকার ঢিবি দেখেন নি তাঁদের জন্য আমার আজকের ভিডিও। আমি এই ভিডিওতে এই উইপোকার ঢিবিকেই মূলত তুলে ধরেছি। ওহ! ভিডিও ধারণ করতে করতেই পেলাম একটা আলুর বীজ।

👉এই আলু অনেকেই চিনবেন না। যখন গোল আলুর কেজি পাঁচ অথবা দশ টাকা ছিল তখনো এই আলুর কেজি সর্বনিম্ন পঞ্চাশ টাকা ছিল। যাঁদের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা আছে তাদের শরীরের জন্য এই আলু খাওয়া একদমই ঠিক না।

IMG20241029132020.jpg
IMG20241029132014.jpg
IMG20241029132009.jpg
IMG20241029131957.jpg

এই ফুলের নাম আমার জানা নেই। তবে এটাকে আমাদের গ্রামে আমরা আগাছাও বলে থাকি। প্রকৃতপক্ষে, এই গাছের কোনো কার্যকরী দিক আছে কিনা সেইটাও আমার জানা নেই। তবে হ্যাঁ ছোট বেলায় এই গাছের ফল ছিঁড়ে ফাটাতাম যেটাতে একটা ছোট্ট আওয়াজ হতো সেইটা মনে আছে। যাইহোক, ফুল গুলো যেন ঐ স্থানের চেহারাটাই বদলে দিয়েছে।

আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

Sort:  
Loading...
 16 days ago 

আবহাওয়া যখন পরিবর্তন হয় তখন মানুষের শরীর অসুস্থ হতে থাকে কারণ আবহাওয়ার সাথে মানিয়ে নিতে একটু সময় লাগে যাইহোক আপনার চাচাতো ভাই অসুস্থ এটা জানতে পেরে সত্যিই খারাপ লাগছে আশা করি তিনি খুবই দ্রুত সুস্থ হয়ে যাবে

আপনার পোষ্টের মাধ্যমে অনেক ফটোগ্রাফি দেখতে পেলাম যে ফটোগ্রাফি গুলো সত্যি অনেক সুন্দর ছিল সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।