Better Life with Steem|| The Diary Game|| 27th October 2024

in Incredible India26 days ago
IMG_20241027_234451.jpg

নমস্কার,
আজ লেখা শুরু করতে করতেই প্রায় রাত সাড়ে বারোটা, যদিও একবার ভাবছিলাম সন্ধ্যায় বসবো কিন্তু হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম। তবে আজ আর ব্যতিক্রম কিছু না বরং দৈনন্দিন ক্রিয়া-কলাপ নিয়ে চলে এসেছি। তাহলে চলুন বন্ধুরা মূল লেখাতে ফিরে যাই।

Morning

IMG_20241027_234451.jpg

গতরাতে ও ঘুমাতে গিয়েছিলাম প্রায় রাত চারটার দিকে তাই অন্যান্য দিনের মতো সকালে ঘুম থেকে উঠতে পারিনি। যেহেতু, আমার ভাগ্নি আছে তাই সকালে ঘুমানোও মুশকিল। সকাল সকাল আমার বিছানায় তাঁকে আসতেই হবে। তবে হ্যাঁ ছোট হলেও ভীষণ বুদ্ধি আমার বিছানায় এসেই আমাকে ধরে শুয়ে থাকাটাই তাঁর সকালের প্রথম কাজ।

যাইহোক, ভাগ্নির উপস্থিতি বুঝতে পেরেই ঘুমটা ভেঙেছিল। তারপর প্রাতঃকৃত্য শেষ করেই কম্পিউটারের সামনে বসেছিলাম। ভাগ্নির খাওয়ার সময় টেলিভিশন বা মোবাইল কিছু একটা লাগে। কি বুদ্ধি? প্রথমে এসেই আমাকে রীতিমত ঝগড়া এবং তাঁরপর পটিয়ে গান দেখার তোড়জোড়। আমি কাজ বন্ধ করে কার্টুন অন করেই ঘর থেকে বেরিয়ে সকালের খাবার খেয়েছিলাম।

IMG20241027112332.jpg

খাওয়া শেষ এবং কিছুক্ষণ পরে বিড়ালের সাথে দুষ্টুমি। যেহেতু, আমার কাজিন বাড়িতে ছিল তাই আমরা গতকাল অনলাইনে অর্ডার করা পণ্যের জন্য অপেক্ষা করছিলাম। কিছু সময়ের মধ্যেই বাইকে করে ডেলিভারি ম্যানের আগমন ঘটলো।

আমার কাজিন তো ভীষণ খুশি তাঁর অর্ডার করা সামগ্রী হাতে পেয়ে। ক্যাশ অন ডেলিভারি ছিল তাই আমরা প্যাকেট খুলে দেখে তারপরে টাকা পে করেছিলাম। মোটামুটি, দেখা এবং হাতে পাওয়া উভয়ই ঠিকঠাক ছিল।

সতর্কতাঃ-
ব্যক্তিগত ভাবে আমি অনলাইন থেকে কোনো পণ্যা ক্রয় করতে একদমই আগ্রহী না। তবে হ্যাঁ ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলো প্রয়োজন অথচ সচরাচর পাওয়া যায় না সেক্ষেত্রে ঠিক আছে। পাশাপাশি, যদি বেশি বাজেটের কোনো সামগ্রী হয় তাহলে সেইটা শোরুমে গিয়ে দেখে ক্রয় করাটাই শ্রেয়।

কারণ অনেক সময় অনলাইনে বিজ্ঞাপন দেওয়া ছবির পণ্যের সাথে বাস্তব পণ্যের বিস্তর পার্থক্য দেখা যায়। যদি কেউ না বুঝে ক্রয় করে তাহলে তো প্রচন্ড ক্ষতির সম্মুখীন হতে হয়।

Noon

IMG20241027122437.jpg

আমার ভাগ্নিকে স্নান করানোর মূহুর্ত যেখানে মামাদের সমাগম। এ বাবা! দেখে বোঝা মুশকিল এখানে কি হচ্ছে? সকলে ঘিরে বসে আছে। পিচ্চি বেড়াতে আসলে আমার কাজিনদের আর খুঁজতে হয় না তাঁরা সকলেই সারিবদ্ধভাবে ভাগ্নির কাছাকাছিই থাকে। আমি তো বিগত দশ দিনে হয়তো শুধু রাতে এবং সকালে ভাগ্নিকে দেখেছি। বাকি সময় কোনো খোঁজ পাওয়াই মুশকিল।

IMG20241027222440.jpg

তাজা মাছের দরকার ছিল তাই আমি পুকুরে গিয়েছিলাম। পুকুরে গলা অবধি জল তাই দিনের আলোতে মাছ ধরাটা বড্ড ঝামেলার। তবে বেশ কয়েকটি হরিণা চিংড়ি পেয়েছিলাম। যেগুলো নিয়ে আমি দ্রুত বাড়িতে ফিরে স্নান শেষ করে দুপুরের খাবার শেষ করে একটু বিশ্রাম নিচ্ছিলাম।

Afternoon

IMG20241027122537.jpg

হঠাৎ মনে পড়ল গাড়ির কথা, কারণ বোন আজ বাড়িতে যাবে। তাই রাস্তায় বেরিয়েছিলাম এবং গাড়ি চালককে কল করে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে বললাম। এদিকে বাড়িতে বোন রেডি হচ্ছিল। মা-বাবার মন খারাপ ছিল।

কিছু সময় পরে দেখলাম গাড়ি চলে এসেছে। এদিকে বাবাও রেডি বোনের বাড়িতে যাবে। সকলে মিলে বিকেল চারটার দিকে বেরিয়েছিল। আমিও বেরিয়েছিলাম, কারণ বাজারে গিয়ে আমার টাকা ক্যাশ করার দরকার ছিল।

অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাট, যাইহোক টাকা হাতে পেয়ে বিলম্ব না করে আমিও বাড়িতে ফিরে এসেছিলাম। ইতিমধ্যে সন্ধ্যা হয়ে আসছিল।

এভাবেই আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনটি অতিবাহিত করেছি। আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

Sort:  
Loading...