Better Life with Steem|| The Diary Game|| 28th October 2024
![]() |
---|
নমস্কার,
শুভ রাত্রি, এখন বাংলাদেশ সময় রাত বারোটা ত্রিশ তাই শুভ রাত্রি দিয়েই লেখাটা শুরু করছি। যদিও পোস্ট লেখা শুরু করতে একটু বিলম্বই হলো। কারণ বিভিন্ন কারণে যথেষ্ট বিরক্ত হয়ে আছি। যাইহোক, কোনো টপিক মাথায় না আসাতে সম্পূর্ণ দিনের কার্যক্রম নিয়েই চলে এসেছি।
Morning
আমার সকালটা আজও শুরু হয়েছিল, সকাল দশটার দিকে। নিত্যদিনের মতো প্রাতঃকৃত্য শেষ করে ওষুধ খাওয়া কিন্তু এতো দ্রুত কিছু খেতেও ইচ্ছে করছিল না। তাই ছোটভাইকে নক করলাম। কিন্তু আমি কিছু বলার আগেই ভাই বললো বোর্ড ও অন্যান্য সব নিয়ে যেন আমি ওদের বাড়িতে যাই।
![]() |
---|
ইতিমধ্যে বন্ধু, বাপির ম্যাসেজের উত্তর দিয়েছি যে আমিও বাজারে আসছি। সকালেই আমার কিছু কাজের জন্য চোখ মুছতে মুছতে আমাকে ৪/৫ টা ই-মেইল করে দিয়েছে। যাইহোক, ছোটভাইকে বললাম বাজারে যেতে হবে, তুই ও বেরো একসাথে যাবো।
ভাই, আসার পরে আমরা পায়ে হেঁটে বাজারে গেলাম। তবে ভীষণ গরম, তাই বেশিক্ষণ বিলম্ব না করে বাড়িতে ফিরে এসেছিলাম। আমরা সাথে করে অনু মামাকে ও নিয়ে এসেছিলাম।
Noon
![]() |
---|
![]() |
---|
ছোটভাই সব খুলে নিয়ে বসছিল সেট করার জন্য। অন্যদিকে আমি মোবাইলে ব্যস্ত ছিলাম। আমার গুরুত্বপূর্ণ কিছু কাজ ছিল টেলিগ্রামে। যাইহোক, কাজ শেষ হলে বোরিং লাগছিল তাই ঘর থেকে বেরিয়ে উঠোনে গিয়েছিলাম।
![]() |
---|
জ্যাঠাবাবু উঠোনে বসে সুপারি ছাড়াচ্ছিল। এখন আমাদের পাড়ার প্রায় প্রতিটি বাড়িতেই এই দৃশ্য দেখা যাবে। কারণ এখন সুটারি শুকানো হবে যেটার জন্য এভাবে কাধি থেকে ছাড়িয়ে রৌদ্রে মেলে দেওয়া হবে। আবার অনেকেই যাদের পরিমাণে অনেক বেশি এবং রাখার জন্য পর্যাপ্ত জায়গা আছে তাঁরা এই কাধিসহ ঝুলিয়ে ও রাখে।
আশা করা যাবে এবার সুপারি মূল্য অনেক বৃদ্ধি পাবে। ইতিমধ্যে কাঁচা বাজারেও চড়াও মূল্যে সুপারি বিক্রি হচ্ছে। কারণ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সুপারি গাছ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে সুপারির ফলন এবার একদমই সুবিধাজনক ন।
সুপারির ফলনের এই অবস্থার জন্য দায়ী একাধিকবার ঘটা ভয়ংকর বন্যা। আমি বন্যা আগে দেখিনি এমন না কিন্তু এই বছরের বন্যা যেন একটু বেশিই ভয়ংকর। আমাদের পশ্চিম পাশের বিলে কোনো জলকরে মাছ নেই বললেই চলে। আগে বন্যা দেখেছি যখন বন্যার পরে আমার জলকরে মাছ না থাকলেও পাশের জলকরে প্রচুর মাছ। কিন্তু এবার মনে হয় বন্যার জলে মাছকে সাথে করে ভাসিয়ে নিয়ে গেছে।
![]() |
---|
বোর্ড সেট সম্পন্ন এবং ছোটভাই চেক করলো সব কিছু একদমই ঠিকঠাক হয়েছে। এটা মূলত আমার পি সি র জন্য তাই একটু অন্যভাবে করার প্রচেষ্টা। ইতিমধ্যে একটা রেডিমেট দোকান থেকে নিয়ে এসেছিলাম কিন্তু ছোটভাই রাগ করার আবার ফেরত দিয়েছি। এরপরে দুই ভাইবোন দেখে শুনে সব কিছু ক্রয় করে নিয়ে আসছিলাম।
Afternoon and evening
![]() |
---|
তারপর বাড়িতে ফিরে স্নান সেরেই, দুপুরের খাবারে ভূনা খিচুড়ি খেয়েছিলাম। আহ! দারুন মজা হয়েছিল খেতে। দুপুরের খাবার খাওয়া শেষ করে একটু পি সি তে বসে কাজ করতেছিলাম। অতপর ভীষণ ক্লান্ত লাগায় বিছানায় শুয়ে বিশ্রাম নিতে গিমে ঘুমিয়ে পড়েছিলাম।
![]() |
---|
মাথা গরম হলে যা হয় আর কি? ভুলে নিজেকে দিতে গিয়ে কাকে দিয়েছি জানিনা তবে নামটা চেক করতেই দেখলাম account টা সম্ভবত, ২০১৭ সালের যখন আমি স্টিমিট প্ল্যাটফর্মের নাম ও জানতাম না। এটা আমার জন্য কোনো নতুন ঘটনা না, আমি আগেও এইরকম একটি ঘটনা ঘটিয়েছিলাম।
পার্থক্য এটাই যে সেইটা দিয়েছিলাম তখন একজন সক্রিয় স্টিমিয়ানকে যে কারণে এটা ফেরত পেয়েছিলাম। মূল্য কম বা বেশি সেইটা বিষয় না , উত্তেজিত হয়ে কোনো কিছু করা একদমই সঠিক না। অনেকের মতো নিজেকে শান্ত রাখতে আমি একদমই অক্ষম।
বাড়িতে ফিরে নিজেকে পরিষ্কার করে পি সি তে বসেছিলাম তখনই ছোটভাই কল করলো আমাদের বাড়িতে আসবে। বোর্ডটা পি সি তে কানেক্ট করবে। কিছুক্ষণের মধ্যেই ভাই এসে পৌঁছালো। কাজ শেষ করে সাথে নিয়ে আসা সব কিছু রেখে আমাকে সাথে নিয়ে আবারো বাজারে গিয়েছিল।
মূলত আমার মায়ের জন্য কয়েটকা ওষুধ আনার প্রয়োজন ছিল। সময়ের অভাবে বিকেলে বাজারে যাওয়া হয়নি। আমি ওষুধ নিয়েই বাড়িতে ফিরে এসেছিলাম।
![]() |
---|
এরপরে আবার টেক্সট দেখে সবকিছু নিয়ে রাস্তায় বেরিয়েছিলাম। ছোটভাইকে ওর সকল যন্ত্রাংশ দিয়েই ঘরে ফিরে এসেছিলাম।
এভাবেই আমি আজকের দিনটি অতিবাহিত করেছি। আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।
আমাদের গ্রাম অঞ্চলে সুপরি ততটা মূল্যায়ন কারো না কেননা আমাদের এখানে এই ব্যবসাটা খুবই কম চলে তবে নারকেলের ব্যবসা খুব জমজমাট।
আমাদের বাড়িতেও সুপারি গাছ রয়েছে তবে সেগুলো আমার আব্বুর সারা বছর খাওয়ার জন্যই লাগে বিক্রি করা হয় না।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবেই আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনার পরবর্তী দিনলিপি পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন।
আপনার একটি দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার একটি দিনের কাজের মধ্যেও সুপারির ছবিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ অনেক দিন পরে সুপারির ছবিটা দেখতে পেলাম যেটা আমি অনেক দিন দেখি না যাই হোক আপনার দিনের কার্যক্রম গুলো পড়ে অনেক ভালো লাগলো।