You are viewing a single comment's thread from:

RE: My application for Steem Representative 2024

in Incredible India10 months ago
  • আপনার আবেদন পোস্টটি তথ্যবহুল ম্যাম। এই পোস্টে উল্লেখিত বিষয়গুলোর নিরিখে আমি এটাই বলবো যে আপনার কাছে এই প্ল্যাটফর্মের নিয়মাবলী এবং সকল স্টিমিয়ান সবচাইতে গুরুত্বপূর্ণ।

  • আমার এটাও মনে আছে যে আপনি আপনার জন্মদিনেও burnsteem25 curation team এ আপনি post curation করেছিলেন। অর্থাৎ এই প্ল্যাটফর্মকে আপনি সব কিছুর আগেই প্রাধান্য দেন।

  • তাছাড়া পরিশ্রম এবং সততার মাধ্যমে অর্জিত স্টিম পুরস্কার দেওয়া প্রতিনিয়ত প্রতিযোগিতার মাধ্যমে এটা প্রশংসনীয়। অন্যদিকে প্ল্যাটফর্মের প্রকৃত স্টিমিয়ানদের জন্য একটি ভালো পরিবেশ দেওয়ার উদ্দেশ্যে দিন-রাত পরিশ্রমের মাধ্যমে scammer সনাক্ত করা যেটা সতিই অনেক কঠিন কাজ।

  • আশাকরি, স্টিমিট প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ আবারো আপনাকে প্ল্যাটফর্মের কল্যাণে steem representative হিসেবে নির্বাচিত করবেন। কারণ আমার দৃঢ় বিশ্বাস যে স্টিমিট প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ সর্বদাই সততা, একাগ্রতা এবং পরিশ্রমের মূল্যায়ণ করেন। তাছাড়া জেনারেল কমিউনিটির founder হিসেবে আপনি উত্তম ব্যক্তিত্ব। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ঈশ্বর আপনার সহায় হোন।🙏

Posted using SteemPro Mobile