You are viewing a single comment's thread from:

RE: Incredible India year-ending tournament-2023

in Incredible Indialast year (edited)

@sduttaskitchen,

শ্রদ্ধেয়া ম্যাম, সেই শুরু থেকেই দেখছি আপনি শুধুমাত্র নিজের জন্য বা কমিউনিটির জন্য নয়, বরং সর্বদাই স্টিমিট প্ল্যাটফর্ম নিয়ে চিন্তা করেন। আর সেই ইতিবাচক মনোভাবের আরো একটি উজ্জ্বল দৃষ্টান্ত বা উদ্যোগ এই দুর্দান্ত লেখনীর মাধ্যমে উপস্থাপন করেছেন।

আশাকরি, আপনার নেওয়া এই উদ্যোগ স্টিমিট প্ল্যাটফর্মে হবে এক দুর্দান্ত সক্রিয়তার প্রতিফলন। সবার জন্য এক উপভোগ্য খেলা। ব্যক্তিগতভাবে আমি তো উপভোগ করবোই।

সকল অংশগ্রহণকারীর জন্য রইলো অনেক অনেক শুভকামনা। ঈশ্বর আপনাদের সহায় হোন।