You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest of September #2| My inspiration of life!

in Incredible India3 days ago

তবে হ্যাঁ নিজের অজান্তে কোনো অন্যায় করে ফেললে, তা স্বীকার করার মত সৎ সাহস দুজনেই আমাকে দিয়েছেন।

সত্যি বলতে ভুলের উর্ধ্বে আমরা কেউই না। কিন্তু সেই ভুলটা স্বীকার করার সৎ সাহসিকতার মানুষের বড্ড অভাব। বরং আমরা এইসব ক্ষেত্রে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিতেই অভ্যাস। এমনি এটাও সত্য যে এই ভুল স্বীকার করা গুণাবলির মানুষ গুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। হয়তো অন্যদের মতো গতিটা বেশি থাকবে না তবে গতি মন্থর হলেও সফলতা আসবেই। এটাও ঈশ্বরের একটা পরীক্ষা।

আমাদের জন্মই হয়েছে মৃত্যুর জন্য। এটা চিরন্তন সত্য। এই কথাটা আমি অনেক জায়গায় দেখেছি। তবে ঈশ্বর তাঁর সৃষ্ট জীব মানুষের প্রতি দয়াশীল। তাই বোধহয় দিদির মতো কাউকে আপনার লাইফে পাওয়ার সুযোগটাও করে দিয়েছেন। আমার তো মনে হয় আপনি সত্যিই লাকি যে দিদির মতো কেউ আপনার লাইফে আছেন।

ঈশ্বর সর্বদাই আপনাদের সাথে রয়েছেন দিদি। আপনার সম্পূর্ণ লেখাটি অসাধারণ ছিল দিদি। ধন্যবাদ দিদি। আপনার পরবর্তী লেখা পরিদর্শনের অপেক্ষায় রইলাম।