You are viewing a single comment's thread from:

RE: India and its amusement industry are eminent!

in Incredible India7 days ago (edited)

ভারত নামটি পৃথিবীতে বিখ্যাত হওয়ার পিছনে বেশ কয়েকটি সেক্টর রয়েছে। যেটার একটা আপনিও উল্লেখ করেছেন। আমি ব্যক্তিগতভাবে কোনঝ মুভি, নাটক ইত্যাদি ইত্যাদি দেখতে একদমই পছন্দ করিনা বললে ভুল হবে তবে দেখিনা‌।

একটা মজার ঘটনা মনে পড়লো,"আমি এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম যেখানে বন্ধুরা চার বোন এবং সকলেই স্নাতক পড়ুয়া শিক্ষার্থী। তাহলে বুঝতে হবে সেখানে কি কি কথোপকথন বা মজা হতে পারে। আমরা সেই চরিত্র গুলোই মনে রাখি হয় খুব খারাপ নতুবা খুব ভালো‌। তখন ওরা সকলেই বিদ্যা বালান নামক একটি নাম বলছিল। যথারীতি আমার মাথায় পেইন হচ্ছিল এতোবার শুনে। আমার অদ্ভুত প্রশ্ন শুনে রীতিমতো তাঁর ভিডিও বের করে দেখিয়েছিল। এমনি এটার জন্য দীর্ঘ ১/২বছর মোবাইলে এবং সামনে থেকে আমাকে ক্ষ্যাপাতো সবাই এটা নিয়ে। আমার অপরাধ আমি কেন জানি না এই বিদ্যা বালান কে?"

কিন্তু আপনার লেখাতে উল্লেখিত সত্যজিৎ রায়, দিভা রেখা ইত্যাদি আরো অনেক নাম বড়দের মুখে শুনেছি। এদের অভিনয়ের প্রশংসাতে সকলেই পঞ্চমুখ।

বয়স শুধুমাত্র একটি সংখ্যা।

একদমই সঠিক এবং আপনার থেকেই এটা আমি অনেক বার শুনেছি। তবে আমি ভারতীয় অনেক প্রবীণ শিল্পীর গান শুনেছি এবং দেখেই, তখন মনে হয় স্বয়ং মা সরস্বতী মনে হয় তাঁদের কন্ঠে ভর করেছেন। একটা মানুষের পরিশ্রম, একাগ্রতা, অনুশীলন যেটা এতোটাই শক্তিশালী যে পৃথিবীর কোনো কিছুই তাকে থামিয়ে রাখতে পারে না। আমার তো মনে হয় ঈশ্বর খুশি হয়ে সর্বদাই তাঁদের সঙ্গ দেন।

Sort:  

TEAM 6
Congratulations!

Your comment has been supported by THE QUEST TEAM. We support quality posts, good comments anywhere, and any tags


comment.JPG

Curated by : @sduttaskitchen

 6 days ago 

@sduttaskitchen, Thank you so much ma'am.