প্রিয়দলের জার্সিটা আজ গায়ে জড়ালাম
কেমন আছেন বন্ধুরা? আল্লাহ্র অশেষ মেহেরবানীতে আমি সুস্থ্য এবং ভালো আছি। সুস্থ্যতা আল্লাহ্ তা’লার সবচেয়ে বড় নিয়ামত। আর এই নিয়ামত পেয়ে আমি অনেক খুশি।
আজ আমি আপনাদের মাঝে “প্রিয়দলের জার্সিটা আজ গায়ে জড়ালাম” শীর্ষক একটি লিখনি তুলে ধরছি। তাহলে শুরু করা যাকঃ-
বন্ধুরা আমরা সকলেই জানি যে বর্তমান ক্রিকেট ওয়ার্ল্ডকাপ চলছে। এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে সবথেকে বেশি দল অংশগ্রহণ করছে। এক্ষেত্রে আমার প্রিয় দল বাংলাদেশও পিছিয়ে নেই।
ক্রিকেট আমাদের বাঙ্গালী জাতির আবেগ ও ভালোবাসার নাম। প্রিয় দল যখন জিতে যায় তখন জিতে যাই আমরা সবাই। দলের হারে সকলেই ভেঙ্গে পরি, কিন্তু নতুন করে আবার শক্তি সঞ্চয় করে লড়াকু মানসিকতা নিয়ে সামনের দিকে এগোই।
আমি ব্যক্তিগতভাবে ক্রিকেট খেলার বেশ বড় ভক্ত। খেলা দেখতে যেমন পছন্দ করি ঠিক খেলতেও পছন্দ করি। যেহতু টি-টুয়েন্টি ওয়ার্ল্ডকাপ চলছে সেহেতু আর দেরি না করে আজ প্রিয় দলের জার্সিটা কিনেই ফেললাম।
জার্সি পরিধানের মাঝে আলাদা সুখ রয়েছে। বিশেষ করে আমার ক্ষেত্রে। আমি প্রতিবারই ক্রিকেট ওয়ার্ল্ডকাপে আমার প্রিয় দলের জার্সি ক্রয় করে থাকি। ফুটবল খেলার ক্ষেত্রেও এমনটা করি। ফুটবল খেলায় আমার প্রিয় দল ব্রাজিল।
যাইহোক বেশ কিছুদিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছিলো জার্সির বিষয়টি। যেহেতু দোকানে গিয়ে ক্রয় করার সময় বের করতে পাচ্ছিলাম না তাই ভাবলাম অনলাইনে অর্ডার করি। অনলাইনে অর্ডার করার সুবিধা এবং অসুবিধা দুটোই বিদ্যমান।
কেননা জার্সির ক্ষেত্রে অনেকসময় সাইজ মেলানো বেশ দুস্কর হয়ে যায়। তখন আবার রিটার্ণ করা নিয়েও একধরনের জটিলটার সৃষ্টি হয়। আবার বিশ্বস্থতার কিছু বিষয় থাকে।
এখন অনেকেই বিভিন্ন মাধ্যমে ভালো জার্সি দেয়ার কথা বলে শেষমেস আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলে। তবুও মন মানতেছিলো না। প্রিয় দলের একটি খেলা হয়েই গেলো। আলহামদুলিল্লাহ্ আমরা জয়লাভ করেছি।
বাংলাদেশ বনা শ্রীলংকার এবারের খেলাটি বেশ জমজমাট হয়েছে। একদম হার্ডবিট বাড়িয়ে দিয়েছিলো আমার। এই বুঝি হেরে যাই। কিন্তু মনে বিশ্বাস ছিলো যে আমরা জিতবো আর শেষ হাসিটা কিন্তু আমরা হেসেছিলাম।
তো গত পরশু ফেসবুকের একটি ভেরিফাইড পেজ থেকে আমি বাংলাদেশ দলের একটি জার্সি অর্ডার করেছিলাম। তারা আমাকে কনফার্ম করেছিলো যে দুদিনের মধ্যেই আমার কাছে জার্সি পৌঁছে দেবে।
আমাকে একটাকাও অগ্রিম দেয়া লাগবে না। ডেলিভারি বয় এসে আমাকে জার্সি দেখিয়ে আমার পছন্দ হলে তারপর টাকা নেবে। আমিও হ্যাঁ বলেছিলাম।
কথামত আজ আমার অফিসে ডেলিভারি বয় এসে হাজির। আমার তো তর সইছিলো না, কখন প্রিয় দলের জার্সিটা দেখবো। এবারের জার্সিটা একটু বেশি ইউনিক মনে হয়েছে আমার কাছে।
যখন জার্সিটা হাতে পেলাম নিজেকে সামলাতে পারলাম না। চট করে গায়ে জড়ালাম। জার্সির কাপরের মান সন্তোষজনক ছিলো। আমি যেহেতু চিকন মানুষ তাই আমার গায়ে একটু আনফিট লাগছিলো, তবুও আলহামদুলিল্লাহ্ আমার পছন্দ হয়েছে।
এরপর আমি টাকা দিয়ে ডেলিভারি বয়কে চা খাইয়ে বিদায় দিলাম। প্রিয় জার্সিটা গায়ে দিয়ে ফটাফট কিছু ফটোশুট করলাম। ফটোশুটে আমার কলিগ জামিল সাহেব সাহায্য করেছিলো আমাকে।
ফটোগুলো কেমন হয়েছে জানি না তবে আমার কাছে ভালোই লেগেছে। এরপর আমার একটি ফটো দিয়ে কম্পিউটারের মাধ্যমে এডোবে ফটোশপ সফটওয়্যার ব্যবহার করে কিছু ইডিট করলাম।
উপরে আপনারা ইডিটকৃত ফটোটি দেখেছেন। কেমন হয়েছে জানাবেন কিন্তু।
ক্রিকেট যেহেতু আমাদের আবেগের জায়গা তাই আসুন প্রিয় দলকে নিয়ে কেউ কটু কথা না বলি। প্রিয় দলের জার্সিকে সবাই সম্মান করি।
জার্সির ডিজাইন নিয়ে কারোর আপত্তি থাকতে পারে কিন্তু সেই জার্সির মাঝে কিন্তু বড় করে আমার দেশের নাম লিখা রয়েছে। তাই জার্সি নিয়েও কেউ কটু কথা না বলি। দিনশেষে দলটা কিন্তু আমাদেরই।
আজ আর নয় বন্ধুরা। ভালো থাকবেন সকলে। আল্লাহ্হাফেজ।
যাইহোক অবশেষে নিজের ইচ্ছেটা পূরণ করেছেন। এটাই হচ্ছে সবচাইতে বড় বিষয় আসলে অনলাইনে যে কোন জিনিস অর্ডার করতে অনেক বেশি ভয় লাগে। কেননা বর্তমান সময়ে ভালো পণ্য পাওয়ার চাইতে, ঠকে যাওয়ার বিষয়টা অনেক বেশি দেখা যায়। বিশেষ করে আমি যদি বলি আমার একটা চাচাতো বোন ওর কিছু কসমেটিক প্রোডাক্ট অনলাইনে অর্ডার করেছিল। তিনদিন পরে যখন ওর অর্ডার দিয়ে গিয়েছিল। তখন ওখানে কিছুই ছিল না। শুধুমাত্র ইটের কয়েকটি পাথর এখান থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি, কখনোই অনলাইনে অর্ডার করবো না।
তবে আপনি আপনার অর্ডার করা বাংলাদেশের জার্সি সঠিকভাবে হাতে পেয়েছেন, জানতে পেরে ভালো লাগলো। আসলে জার্সি সম্পর্কে কটু কথা বলা মোটেও ঠিক না। এখানে যেমন আমাদের দেশ জড়িত ঠিক তেমনি দেশের স্বাধীনতা। তাই কথা বলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। ধন্যবাদ উপরোক্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেয়ার জন্য। ভালো থাকবেন সবসময়।
দেশ যতই বাজে পারফর্ম করুক না কেন দিন শেষে আমাদের দেশকেই সাপোর্ট করতে হয়। বিশ্বকাপের প্রথম ম্যাচে দল জিতেছে এটা দেখে ভালো লাগলো। যদি খেলার মান আশানুরূপ ভাবে ভালো নয় তবুও এই জয়টা মনোবল বাড়াতে সাহায্য করবে। শুভকামনা রইল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। ভালো থাকবেন।
X-promotion link: https://x.com/AlRiaz76338/status/1799847850236674375
অনেক ধন্যবাদ আপনাকে আমাকে সাপোর্ট করার জন্য।
আমারো ইচ্ছা করতেছে এই রকম একটা জার্সি ক্রয় করতে।আসলে দেশের ক্রিকেট আমাদের বাংলাদেশীদের রক্তে মিশে আছে।আমরা অনেক আবেগ প্রবণ জাতি।অল্পতেই অনেক আনন্দ পাই আবার অল্পতেই অনেক কান্না করি।আজকে চাই বাংলাদেশ নেদারল্যান্ডসের সাথে ম্যাসটা সহজে জিতুক।শুভকামনা রইলো।
সর্বপ্রথম কথা হলো আমাদের এই বাংলাদেশের মাটিতে জন্ম হয়েছে। আমাদের মাতৃভূমি হলো এই বাংলাদেশ। আজকে আপনি বাংলাদেশের জার্সি পড়ে যে অনুভূতিগুলো শেয়ার করেছেন। আসলেই পড়ে খুব ভালো লাগলো।
তবে ভাই আপনাকে বাংলাদেশের জার্সিটা পরে ভালই লাগছে।
সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।