You are viewing a single comment's thread from:

RE: প্রথম বার ফুটবল বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা

in Incredible India2 years ago

@sampabiswas আমার ফুটবল খেলার সম্পর্কে খুব একটা ধারনা নেই। কিন্তু পাড়ার মোড়ের মাথায় কিছু মানুষ খেলা দেখতে দেখতে খুব চিৎকার চেঁচামেচি করছে।

আসলে কোনো একটা দল হেরে গেছে। তখন আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করি, বললো যে ব্রাজিল হেরে গেছে।

খেলাতে হার জিত লেগেই আছে, হয় তো পরে এরা
কোনো এক সময় আরও ভালো খেলবে।

তোমার পোস্টে মাধ্যমে জানতে পারলাম যে খেলার প্রতি কতো মানুষের আশা ভরসা থাকে। তবে রাতের ডিনার খুব ভালো হয়েছে মনে হচ্ছে।

ভালো থেকো।