ফটোগ্রাফি :- "নাম না জানা ফুলের ফটোগ্রাফি"

in Incredible India4 days ago

IMG_20241225_234631.jpg

নমস্কার বন্ধুরা,,, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। ঈশ্বরের কৃপায় আমিও বেশ ভালো আছি। আমি সবসময় নতুন ধরনের কাজ করতে এবং শিখতে ভালোবাসি। এইজন্য যখন নতুন কিছু দেখি সেটার প্রতি আগ্রহী হয়ে পড়ি।

আমার কাছে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এইজন্য আমি যেখানেই যাই সেখানকার ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমি মনে করি ফটোগ্রাফি করাটা এতোটাও সহজ কাজ নয়।

আমি মনে করি ফটোগ্রাফি করাটাও একটা আর্ট। তাই আমি কোথাও ঘুরতে গেলে কিংবা হাঁটতে গেলে সুন্দর কিছু দেখলে সেগুলোর ফটোগ্রাফি করার চেষ্টা করি। আজকে আমি আপনাদের মাঝে নাম না জানা একটি সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করব।

IMG_20241225_234705.jpg

আজ বিকাল বেলা হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির পাশে একটা দাদাদের বাড়িতে ঘুরতে গিয়ে ছিলাম। তাদের বাড়ির ভিতরে যাওয়ার সময়, বাড়ির পাশে লাগানো খুব সুন্দর একটি ফুল চোখে পড়লো।

গাছে ফুটে থাকা অবস্থা দেখতে খুব সুন্দর লাগছিল। তাই কিছু ফটোগ্রাফি করে নিলাম। ফটোগ্রাফি তো করলাম, কিন্তু এই ফুলটির নাম আমার জানা নেই। তবে এই ফুলটি দেখতে অনেক সুন্দর। এবং গাছের মধ্যে যখন ফুল ফুটে তখন অনেক গুলো ফুল এক সঙ্গে ফোটে।

এই ফুলগুলোর পাপড়ি সব এক সঙ্গে লাগানো। এদের পাপড়ি গুলো দেখতে গেন্দা ফুলের পাপড়ির মত। তবে এই ফুলগুলোতে গেন্দা ফুলের মত ঘ্রাণ নেই। বাড়ির সামনে বা প্রতিষ্ঠানের সামনে এই ফুল গাছগুলো থাকলে দেখতে বেশ ভালো লাগে।

IMG_20241225_234631.jpg

যদিও এই ফুল গাছগুলো রোপন করা হয় কিন্তু আকারে বেশি বড় হয় না। এই ফুল গাছটি একটি শীতকালীন ফুল গাছ। শীতকালে আমাদের গ্রামাঞ্চলে এই ফুল গাছ অধিকাংশ বাড়িতে লাগাতে দেখা যায়।

তাই আজকে দাদাদের বাড়িতে ফুটে থাকা এই নাম না জানা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি, আমার করা এই নাম না জানা ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের সবার ভালো লাগবে।

আর হ্যাঁ, কারো যদি এই ফুলের নাম জানা থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন।

"ধন্যবাদ সবাইকে"

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 3 days ago 

ফুলটি দেখে মনে হচ্ছে এটা মোরগ ফুল আর এই ফুলটি দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে ৷ এই মোরগ ফুল গাছের পাতা খুব কম থাকে এবং গাছে সবচেয়ে ফুল বেশী ধরে থাকে ৷

ধন্যবাদ এত সুন্দর একটি ফুলের ছবি শেয়ার করার জন্য ৷

 3 days ago 

হ্যাঁ, ফুলটি দেখতে খুবই সুন্দর। সব থেকে বড় কথা এই ফুলটি যখন গাছে ফুটে থাকে তখন দেখতে আরো সুন্দর লাগে। এই গাছে পাতা অন্যান্য ফুল গাছের থেকে কম থাকে। পাতা গুলো ফুলের সাথে দেখতে ভালোই লাগে।

আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়েছেন এবং এতো সুন্দর একটি কমেন্ট করেছেন ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

 3 days ago 

ভাইয়া আপনার পোস্টটি সত্যিই অনেক মনোমুগ্ধকর। ফুলটির ছবি দেখে খুব ভালো লাগলো। আপনি যে জায়গা থেকে ছবি তুলেছেন, সেখানে ফুলটির সৌন্দর্য চমৎকার ফুটে উঠেছে । ফুলটি দেখে তো মনে হচ্ছে মোরগ ফুল, সত্যিই খুব সুন্দর লাগছে। আশা করি আপনি আরও এমন সুন্দর ছবি আমাদের মাঝে শেয়ার করবেন।

 3 days ago 

এই ফুল গাছটি আমাদের পাশের বাড়ির এক দাদাদের পথের পাশে লাগানো। ফুল সহ ফুল গাছটি দেখতে খুবই সুন্দর। যদিও ফুলটির নাম আমি মোরগ ফুল নামে জানি, তবে এর সঠিক নাম নিয়ে একটু সংশয় থাকায় ফুলটির নাম না জানা দেওয়া হয়েছে।

যাই হোক, আপনাদের কাছ থেকে জানতে পেরে আরো ভালো লাগলো। আমি চেষ্টা করবো এরকম ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরতে।

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য। ভালো থাকবেন।

 3 days ago 

এই ফুলকে আমাদের এখানে মোরগ ফুল বলা হয়ে থাকে। এটা দেখতে অনেকটা মোরগের জুটির মতো তাই হয়তো বা এই ফুলের নাম মোরগ ফুল রাখা হয়েছে। আজকে আপনি এই ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন সত্যিই অসাধারণ লাগছে ধন্যবাদ ভালো থাকবেন।