Better Life With Steem || The Diary game || 17th December 2024

in Incredible India2 days ago

IMG_20241217_200606.png

"সকালবেলা"

শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। সকাল সকাল মামার ফোন কলে ঘুমটা ভেঙ্গে গেলো।

সকাল সকাল মামার কল দেওয়ার কারণ আজ মামিরা আমাদের বাড়ি বেড়াতে আসবে, তাই তাদের এগিয়ে আনতে যেতে হবে।

তাই সকাল সকাল লেপের তলা থেকে বের হয়ে পড়লাম। গত দুইদিন সকালবেলা সূর্যের দেখা পেলেও আজ সকালবেলা সূর্যের দেখা পাইনি।

সূর্য না উঠলেও বিগত দিনের থেকে আজ ঠান্ডাও একটু কমই লাগছিল। আজ কুয়াশাও ছিল খুব কম, তবে আজ আকাশে প্রচুর মেঘ ছিল। এই জন্য হয় তো ঠান্ডার পরিমাণও কম ছিল।

যাই হোক, সকাল সকাল লেপের ভিতর থেকে বের হয়ে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে নিলাম। সকালের খাওয়া দাওয়া শেষ করে ঘরের কিছু অগোছালো কিছু কাজ ছিল সে গুলো গুছিয়ে নিলাম।

"দুপুরবেলা+বিকালবেলা"

IMG20241217164306.jpg

ঘর গোছাতে গোছাতে দুপুর হয়ে গেলো। আসলে শীতকালে ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের খাওয়া দাওয়া করতে করতে কখন যে দুপুর হয়ে যায় বোঝা যায় না।

যাই হোক, দুপুরে স্নান শেষ করে খেয়ে দেয়ে একটু বিশ্রাম নিলাম। একটু বিশ্রাম নিয়ে গুছিয়ে নিলাম। গোছানো শেষ করে একটা গাড়িতে উঠে পড়লাম মামিদের আনতে যাওয়ার উদ্দেশ্যে।

কিছু সময় পর বাজারে এসে পৌছালাম। বাজারে এসে, বাজারে অবস্থিত একটা ব্যাংক এর পাশে আমাকে নামিয়ে দিলো গাড়ি ওয়ালা। গাড়ি থেকে নেমে ব্যাংকের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম মামিদের জন্য।

IMG20241217164112.jpg

হঠাৎ এক ফ্রেন্ডর সঙ্গে অনেক দিন পর দেখা। সে এসেছে বাজারে বাজার করতে। কাছে টাকা না থাকায় সে ব্যাংকে আসে টাকা তোলার জন্য তাই হঠাৎ তার সঙ্গে দেখা।

মামিদের আসতে দেরি হচ্ছে তাই ফ্রেন্ড আর আমি মিলে ব্যাংকের ভিতর বসে আড্ডা দিতে লাগলাম। অনেক দিন পর তার সঙ্গে দেখা তাই তার কাছ থেকে তার পরিবারের সকলেরও একটু খোঁজ খবর নিতে লাগলাম।

IMG20241217164522.jpg

তখন আবার মামার কল। কল রিসিভ করতেই মামা জানালো মামিদের যেতে সন্ধ্যা হয়ে যাবে। আসলে মামিরা এসেছে মূলত একটা নিমন্ত্রণ বাড়িতে সঙ্গে আমার মাসিরাও আছে। সেখান থেকে নিমন্ত্রণ খেয়ে দেয়ে আমাদের বাড়িতে আসবে।

যাই হোক, তাদের আসতে দেরি হবে জানতে পেরে আমি আর বসে না থেকে বাড়িতে আসার সিদ্ধান্ত নিলাম। আমার সঙ্গে আমার ফ্রেন্ডকেও যেতে বললাম। কিন্তু সে যেতে রাজি হলো না।

বললো পরে একদিন যাবো বাড়িতে অনেক কাজ আছে। এখন কাজের সময় এই জন্য আমিও আর বেশি জোর করলাম না। সে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে বাজার করতে চলে গেলো।

IMG20241217170437.jpg

আমিও বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি আসার সময় সঙ্গে করে একটা পোল্ট্রি মুরগী কিনে নিয়ে আসলাম ওদের জন্য।

"সন্ধ্যাবেলা+রাত্রিবেলা"

IMG20241217210213.jpg

আমি বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেলো। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে দোকানে বসে চা খাচ্ছি। চা খাওয়া শেষ করে বসে আছি। সন্ধ্যা গড়িয়ে রাত হবো হবো ভাব। তখন মামিরা এসে হাজির।

মামি আর মাসিরা এসে ফ্রেশ হয়ে এক জায়গায় বসে গেলো কম্পিউটারে নাটক দেখার জন্য। তাই আমি কম্পিউটার অন করে তাদের একটা নাটক দেখার জন্য বের করে দিলাম। তারা বসে নাটক দেখতে লাগলো আর আমি আমার কাজ করতে লাগলাম।

এভাবেই আমি আমার আজকের কাজ শেষ করলাম।।

"ধন্যবাদ সবাইকে"

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...