Better Life With Steem || The Diary game || 22th December 2024
নমস্কার বন্ধুরা,,,
কেমন আছেন সবাই..? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। গতদিন সকালে ঘুম ভেঙ্গেছিল বৃষ্টির শব্দে। যদিও রাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল।
গতদিন বৃষ্টি হওয়ায়, আজ সকালের আকাশে মেঘের আনা গোনা দেখা যাচ্ছিল। ভেবে ছিলাম আজ সকালেও মনে হয় বৃষ্টি হবে।
কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমার ধারণা ভুল প্রমাণিত হলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের মেষ ভেদ করে সূর্যের উদয় হলো। সূর্যের আলো পেয়ে প্রকৃতি নতুন রূপে সেজে উঠলো।
গতকালের বৃষ্টিতে অনেকের ফসল ভিজে গেছে, এতে করে অনেকের ক্ষতি হয়েছে। কিন্তু অন্য দিকে আবার অনেকের উপকার হয়েছে।
গত কালের বৃষ্টি পেয়ে সরিসা গাছ গুলো দেখে মনে হচ্ছে নতুন জীবন ফিরে পাইছে। মনে হচ্ছে আবার নতুন করে ফুল ফুটিছে গাছে।
যাই হোক, গত একটা পোস্টে বলেছিলাম আমার কবুতর পালন করতে ভালো লাগে। বাড়িতে অনেক রকমের কবুতরও আছে। কিন্তু বেশ কিছু দিন হচ্ছে কবুতরের ঠিক ঠাক ভাবে দেখভাল করা হচ্ছে না।
আগে দিনে এক দু বার কবুতরের ঘরে যাওয়া পড়তো ওদের খাওয়া দেওয়া থেকে শুরু করে ওদের দেখে শুনে রাখার জন্য।কিন্তু এই কয়দিন না যাওয়ার কারণ, এখন বিলে ফসল পেকে গেছে ওরা এখন বিলের থেকে খেয়ে আসে।
যাই হোক, অনেক দিন পর আজ কবুতরের ঘরে গিয়েছিলাম। কবুতরের ঘরে যেয়ে দেখি কবুতরের অনেক গুলো বাচ্চা হইছে। সে গুলো বেশ বড়ও হয়ে গেছে। বাচ্চা গুলো দেখে বেশ ভালোই লাগলো। যাই হোক, তারপর কবুতর গুলোকে অল্প কিছু খেতে দিয়ে বের হয়ে আসলাম।
এখান থেকে দুই দিন আগে, যাওয়ার ইচ্ছা না থাকা শর্তেও বোনের বাড়ি যেতে হয়েছিল নিমন্ত্রণ রক্ষা করার জন্য। আজও একটা শ্রদ্ধের নিমন্ত্রণে অংশ গ্রহণ করেছিলাম নিমন্ত্রণ রক্ষা করার জন্য। নিমন্ত্রণ ছিল আমাদের পাশের গ্রামের থেকে।
এখান থেকে দুই দিন আগে বলেছিলাম আমার নিমন্ত্রণ খেতে যেতে খুব ভালো লাগে। তবে শ্রদ্ধের নিমন্ত্রণ বাদে। আর দেখুন সেই শ্রদ্ধের নিমন্ত্রণ আমার পিছু ছাড়তিছে না।
কথায় আছে না, যার যেটা সহ্য হয় না সেটা তার পিছু ছাড়ে না। আমার হইছে ঠিক সেই অবস্থা।
যাই হোক, সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে আসলাম। এই ভাবে আমি আমার আজকের কার্যক্রম শেষ করলাম।
Your post has been supported by THE QUEST TEAM. We support quality posts, good comments anywhere, and any tags
Thank you for your support.