Incredible India monthly contest of June#2|Living life or loving life!

in Incredible India6 days ago
IMG_20240630_220226.jpg

Edit canva

আমাদের জীবনটা সম্পর্কে আমরা যত সহজভাবে চিন্তা করি। আমার জীবনটাকে আদৌও কি ততটা সহজ। কিন্তু তারপরও জীবনটাকে উপভোগ করার চেষ্টা করি। আমাদের জীবন সম্পর্কে লিখতে গেলে হয়তোবা কখনো শেষ হবে না। কিন্তু তারপরেও আজকে প্রতিযোগিতার বিষয়বস্তু অনুসারে, নিজের জীবন সম্পর্কে ভাবা এবং নিজের জীবন সম্পর্কে কিছু লেখার সুযোগ পেয়ে, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।

বরাবরের মতোই নতুন একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, চলে এসেছি। চেষ্টা করব নিজের জায়গা থেকে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে শেয়ার করার জন্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে অবশ্যই আমি আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি।

@alamin125, @sabus,@jakaria121,

আপনারা এখানে অংশগ্রহণ করুন এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করুন।

"1. What is the difference between living life and loving life?Explain!"

আমাদের সবার জীবনেই নানা ধরনের সমস্যা রয়েছে। সকল সমস্যার সমাধান করার চেষ্টা আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। জীবন সম্পর্কে আমাদের অভিযোগের কোন শেষ নেই। হয়তো বা মৃত্যুর আগ পর্যন্ত এই অভিযোগ একেবারেই থেকে যাবে। তারপরেও জীবনটাকে ভালোভাবে উপভোগ করা এবং ভালোভাবে পরিচালনা করার জন্য, প্রতিনিয়ত চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।

cradle-of-life-3593531_1280.jpg

Image source

আমাদের সবার মধ্যে একটা বাজে অভ্যাস আছে। আমরা আমাদের জীবনের খারাপ সময়টাকে খুব ভালোভাবে মনে রাখি। কিন্তু ভালো সময়টাকে ভুলে যাই। আমরা হয়তোবা ভুলে যাই জীবনের উত্থান পতন দুইটা দিক রয়েছে। কখনো ভালো কখনো খারাপ। তাই বলে আমরা আমাদের খারাপ সময়টাকে মনে রাখব, আর ভালো সময় টাকে ভুলে যাব, এটা কোন মোটেও ঠিক না।

চলুন তাহলে জীবন যাপন এবং জীবনকে ভালোবাসার সম্পর্কে কতটুকু ব্যাখ্যা আমি করতে পারি। তা আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমাদের জীবনটা আবহমান নদীর মত চলতে থাকে। কিন্তু জীবনকে ভালোবাসা এবং জীবন যাপন করার মধ্যে পার্থক্য কতটুকু, সেটা আমি ঠিক বুঝতে পারিনা।

সময়ের সাথে সাথে আমরা অনেক কিছুই বুঝতে পারি।একটা জিনিসের ভালো দিক এবং মন্দ দিক রয়েছে। আমরা হয়তোবা কষ্ট করে নিজেদের সময়টাকে পার করে দেই, এটাই হয়তোবা জীবন যাপন, আর জীবনকে ভালোবেসে যে মানুষটা নিজের পরিবার পরিজন তার সাথে নিজের জীবন সবকিছুকে পরিচালনা করতে পারে সেটাই হয়তোবা জীবনের ভালোবাসা।

আমরা পরিবারকে সময় দিতে গিয়ে নিজেদেরকে সময় দিতে পারি না। বিশেষ করে যারা গৃহিণী রয়েছে তাদের জীবন যাপনের প্রত্যেকটা দিন এভাবেই কেটে যায়। পরিবারের প্রত্যেকটা সদস্য কিভাবে ভালো থাকবে, এই চিন্তা করতে গিয়ে কিন্তু জীবনকে ভালোবাসার মতো সময় আমাদের কখনোই হয়ে ওঠেনা। তবে আমার মনে হয় অবশ্যই জীবন যাপন করার পাশাপাশি, জীবনকে ভালোবাসাটা ও আমাদের খুব প্রয়োজন।

" 2. How do you live your days following living or loving life? Describe."

butterfly-3980746_1280.jpg

Image source

যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকেই জীবন যাপন করতে শিখে গেছি। কেননা আগে ছিলাম মায়ের কাছে, মা যেভাবে জীবনটাকে পরিচালনা করেছে, কখনো জীবন সম্পর্কে কোন অভিযোগ ছিল না। কিন্তু তারপর পরবর্তী সময়গুলোতে আমরা যখন জীবন যাপন করা শুরু করেছি। পরিবার নিয়ে ভালো থাকার চেষ্টা করছি। তখন থেকেই আমাদের জীবনের প্রতি অনেক বেশি অভিযোগ।

জীবনে চলার পথে আমাদের অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হয়। বিশেষ করে নিজের পরিবার, নিজের পরিবারের সকল সমস্যা মেটাতে গিয়ে, আমাদের জীবনের অনেক চাহিদা অনেক সম্পর্ক অনেক ভালোবাসা আমাদেরকে ত্যাগ করতে হয়। জীবনটাকে কিভাবে ভালবাসতে হয় সেটাও আমরা মাঝে মাঝে ভুলে যাই। বিশেষ করে জীবন যাপন করতে গিয়ে।

প্রতিনিয়ত সবার ইচ্ছে গুলো পূরণ করতে গিয়ে আমরা নিজেদের ইচ্ছে গুলোকে ত্যাগ করি। তবে আমার কাছে মনে হয় জীবনের যেকোনো একটা পর্যায়ে গিয়ে নিজের ইচ্ছে গুলোকে গুরুত্ব দেয়া উচিত। নিজের ভালোলাগা ভালোবাসা নিজের মনের অনুভূতি, এসব কিছুকে গুরুত্ব দেয়ার মধ্যে জীবনকে ভালোবাসার একটা বিষয় রয়েছে।

তাই সবার কাছেই অনুরোধ করবো, জীবন যাপন করুন নিজের পরিবারকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন। কিন্তু দিন শেষে নিজে কেউ কিছুটা সময় দিন। কারণ একটা সময় হয়তো বা আপনি অনুভব করতে পারবেন। আপনি আপনার জীবনটাকে সঠিকভাবে ভালইবাসতেই পারেননি। আপনি আপনার জীবনটাকে কখনো উপভোগ করতে পারেননি। আপনি আপনাকে কখনো সময় দিতে পারেননি। ওই সময় আফসোস করার চাইতে এখন থেকে চেষ্টা করুন, নিজের জীবনটাকে অন্তত ভালোবাসার এবং নিজেকে কিছু সময় দেয়ার।

"3.Which one must we follow among the two and why?"

rain-4803761_1280.jpg

Image source

এটা কি আদৌ কখনো সম্ভব, আগে আমাদের জীবনের দুইটা দিক থেকে একটা দিক বেছে নিতে হবে। এটা আমরা কখনোই পারবোনা আর আমি কখনো এর জন্য সমর্থন প্রকাশ করবো না। কেননা আমাদের জীবনটাকে ভালোবাসার জন্য যেমন জীবন যাপন করা প্রয়োজন। নিজের পরিবারের প্রত্যেকটা সদস্যকে নিয়ে ভালো থাকার প্রয়োজন ঠিক তেমনি জীবনটাকে ও ভালোবাসা প্রয়োজন।

তাই সবার উচিত জীবন যাপন করার পাশেই জীবনটাকে ও ভালোবাসা, তাহলেই দেখবেন আপনি দুইটা দিক থেকেই ভালো থাকতে পারবেন। যেমন থাকতে পারবেন আপনার পরিবারকে নিয়ে ঠিক তেমনি আপনি আপনার জীবনে একজন সুখী মানুষ হয়ে উঠবেন। জীবনকে ভালবাসুন দুইটা নিয়ে ভালো থাকার চেষ্টা করুন।

ঠিক জানিনা, কতটুকু আমি আমার মত করে প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর শেয়ার করতে পেরেছি। তবে চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 5 days ago 

আসলে নিজের পরিবারের কাছে যদি এ সকল বিষয় আমাদের ত্যাগ করতে হয় তখন আমাদের নিজেদের অনেকটাই কষ্ট লাগে। এবং আপনি আপনার বিয়ের পরে যে আপনার শ্বশুর বাড়ি এসে আপনার নতুন জীবন আপনি শুরু করেছেন। এবং এ সকল অভিযোগ সহ্য করেও আজকে আপনি এত সুন্দর একটি জীবন যাপন করছেন। যাইহোক আপনার এই কনটেস্ট এর প্রশ্নের উত্তর গুলো অনেক সুন্দর ছিল।

 4 days ago 

মেয়েদের জীবনটাই এমন বিয়ের পরে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে খুশি করতে গিয়ে, নিজের জীবনের খুশি হারিয়ে যায়। আমার জীবনে এমন অনেক মুহূর্ত আছে যেটা আমি উপভোগ করার চেষ্টা করেছি। কিন্তু সময়ের অভাবে কোন কিছুই হয়ে ওঠেনি। বিয়ের আগে যে জিনিসগুলো নিজের অভ্যাসে পরিণত ছিল। বিয়ের পরে সেগুলো একেবারেই বিদায় নিয়ে চলে গেছে জীবন থেকে।কখন চলে গেছে সেটা বুঝতেও পারিনি।

বিয়ের পর মেয়েদের কাছে মনে হয় সবাইকে নিয়ে ভালো থাকার মধ্যে যে আনন্দ আছে। নিজে ভালো থাকার মধ্যে সে আনন্দ নেই। তাই তো চেষ্টা করে সবাইকে নিয়ে ভালো থাকার। সবার মন ভালো রাখার ধন্যবাদ।