RE: Incredible India Community Application for Steemit Engagement Challenge(Season 8)
আপনি আপনার পোস্টে উল্লেখ করেছেন আমাদের প্রত্যেকটা ইউজার কে আপনি একটা চাউনির মধ্যে নিয়ে আসতে চান। অর্থাৎ একটা পরিবারের মধ্যে থাকতে পারি, আমরা যাতে একটা পরিবার হয়ে কাজ করতে পারি। সেজন্য আপনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন।
যাতে করে প্রত্যেকটা দেশের মানুষ তাদের শিল্প-সংস্কৃতি। এবং বিভিন্ন জিনিস খুব ভালোভাবে তাদের ভাষায় লিখে সবার সামনে প্রকাশ করতে পারে। জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো।
আপনি প্রত্যেকটা ইউজারকে তাদের স্বাধীনতা দিয়েছেন। তারা স্বাধীনভাবে তাদের মত করে,তাদের দেশের ভাষা ব্যবহার করে পোস্ট লিখতে পারবে। জিনিসটা আমার কাছে অসাধারণ লেগেছে।
আপনি দীর্ঘ নয় মাস আগে এই কথাটা চিন্তা করেছেন। আর দীর্ঘ নয় মাস পরে আপনি এ বিষয়টা আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে আপনার চিন্তা ধারা অনেক প্রখর, আপনার চিন্তাধারার আমি সম্মান করি।
আপনি আমাদের এই পরিবারটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। টিউটোরিয়াল ক্লাসের আয়োজন করছেন। তার সাথে শুক্রবারে হ্যাংআউটের আয়োজন করছেন। যেখান থেকে আমাদের অনেক প্রশ্ন থাকে। আমরা সেই প্রশ্নের উত্তর জানতে পারি। আমরা বিভিন্ন ধরনের বিনোদন করে আনন্দ পাই। এখান থেকে আমরা যেমন অনেক কিছু জানতে পারি। ঠিক তেমনি আমরা আমাদের আনন্দের একটা মুহূর্ত এখানে পাই, যেটা আমার কাছে খুবই ভালো লাগে।
আপনি আরেকটা জিনিস উল্লেখ করেছেন, এবং আপনার চিন্তার ধারার মধ্যে নিয়ে এসেছেন। সেটা হচ্ছে আমরা এই স্টিম প্লাটফর্মে অনেকেই নতুন। যাদের একাউন্টে পর্যাপ্ত পরিমাণে পাওয়ার নেই। আপনি তাদের কথাও চিন্তা করেছেন, আপনি একটা বুমিং সাপোর্ট এর আয়োজন করেছেন। যেটা আমরা পেয়েছি এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ আরো বেশি করে পাবো।
- আপনার চিন্তাধারা এবং মনোভাব দেখে আমি অনেকটাই মুগ্ধ।আপনি প্রত্যেকটা ইউজারের কথা চিন্তা করে, আমাদের জন্য নতুন একটা উদ্যোগ হাতে নিয়েছেন। যেটা জানতে পেরে আমার কাছে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, হয়তোবা ধন্যবাদ দিয়ে আমি আপনাকে সম্পূর্ণটা বোঝাতে পারবো না ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্যে, এইভাবেই নিজের কাজ করে যাবেন আগামী দিনগুলো তে এই আশা রাখি।
হ্যাঁ দিদি ইনশাল্লাহ এভাবেই কাজ করে যাব,আপনাদের সাথে আছি এবং ভবিষ্যতে থাকবো দোয়া রাখবেন।