You are viewing a single comment's thread from:

RE: Incredible India Community updates for March 2023

in Incredible India2 years ago

If you want to walk fast, walk alone.
But if you want to walk far, walk together.

একা হেঁটে হয়তোবা অনেক দ্রুত অনেকদূর এগিয়ে যাওয়া যায়। কিন্তু এই এগিয়ে যাওয়ার পরে, আমরা হয়রানি ছাড়া আর কিছুই অনুভব করতে পারি না।

কিন্তু আমরা যখন দল বেঁধে, সবাই মিলে একে অপরের হাত ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। সেখানে হয়তোবা একটু দেরি হয়। তাতে কিন্তু সমস্যা হয় না। আমরা যখন সেই পথ পাড়ি দিয়ে অনেক দূর যেতে পারি। সেখানে কিন্তু আমাদের প্রকৃত সুখ খুঁজে পাই।

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমার বিষয়ে এত কিছু খোঁজখবর রেখে আমাকে ডিসকাউন্ট ইন চার্জ হিসেবে নিযুক্ত করার জন্য। ইনশাল্লাহ নিজের কাজগুলোকে সঠিকভাবে করার চেষ্টা করব। পরিবারের সাথে যুক্ত থেকে নিজের সততা বজায় রেখে, নিজের কাজকে গুরুত্ব দেব।

আপনি আমাদের জন্য সাপ্তাহিক অনেক সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন। এবং আপনি বলেছেন, এই প্রতিযোগিতা কখনোই শেষ হবে না।

তাই আমি সবার কাছে অনুরোধ করব। এখনই আপনাদের সময়। নিজেদের ক্রিয়েটিভিটি নিজেদের মেধাকে কাজে লাগিয়ে। কিভাবে আপনি এই সাপ্তাহিক পুরস্কারটা লুফে নেবেন। এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে অনুরোধ করবো সবাইকেই, এখানে অংশগ্রহণ করার জন্য।

আমাদের প্রত্যেকেরই উচিত। আপনি আপনার পোস্টে যে সকল বিষয় তুলে ধরেছেন। প্লাগেরিজম, ক্লাব, কপিরাইট মুক্ত ছবি, এই সবগুলো বিষয়ে আমাদের নিজেদের মধ্যে আয়ত্তে নিয়ে আসা।

কারণ আমি যতদূর জানি, আমরা যখন ধৈর্য ধারণ করব, কোন জিনিস নিজেদের মধ্যে আয়ত্ত করে নেব। এবং ধৈর্য সহকারে একটু একটু করে এগিয়ে যাব। সেই পথে যতই বাধা আসুক না কেন। আমরা সেই পথের সফল হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।

আপনি এপ্রিল মাসে আমাদের জন্য বেশ ভালো একটা চমক নিয়ে আসতে চলেছেন। যেটা আপনি এখনো আমাদের মাঝে প্রকাশ করেননি, আপনি বলেছেন সেটা অনেক বড় একটা চমক, সেই চমক দেখার অপেক্ষায় রইলাম।

অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে এত সুন্দর একটা পোস্ট উপস্থাপন করার জন্য। যেখানে আপনি নতুন আপডেট গুলো সম্পর্কে আমাদের কে অবগত করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন। সবসময় নিজের খেয়াল রাখবেন।

#miwcc