You are viewing a single comment's thread from:
RE: ভালো লেখার সংজ্ঞা কি?(What is the definition of good writing)
খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আপনি আমাদের সাথে আলোচনা করেছেন! অবশ্যই আমাদের চেষ্টা করা উচিত! আমরা যে লেখাটা লিখছি,, তার মধ্যে সঠিক শব্দ চয়ন হচ্ছে কিনা! সে লেখাটা থেকে কেউ কিছু শিখতে পারছে কিনা! এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে,,,, আমাদের লেখা শুরু করা উচিত।
আসলেই আপনি ঠিক বলেছেন,,, আমরা একেক জন অনেকগুলো অ্যাকাউন্ট চালাতে গিয়ে! আমাদের মাথা নষ্ট হয়ে যায়! এখানে পোস্ট করতে হবে! ওখানে ছবি আঁকতে হবে! এই করতে করতে সময়টা কখন পার হয়ে যায় বুঝতে পারিনা! আর সঠিক কাজ করা থেকে,,, নিজেরা অনেক দূরে চলে যাই।
আমি আমার জায়গা থেকে অবশ্যই চেষ্টা করব,, আপনার পোস্টে উল্লেখিত প্রত্যেকটা বিষয় ফলো করে,,, নিজের লেখাটা সম্পূর্ণ করার জন্য! অসংখ্য ধন্যবাদ এই বিষয়গুলো এত সহজ ভাবে আমাদের সাথে তুলে ধরার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।
নিজেকে উন্নত করতে পোস্ট পড়ার অভ্যেস খুবই জরুরি, এবং আপনার এই অভ্যেস দেখবেন একদিন ফলপ্রসূ হবে। আমরা অনেকেই শোনার কথা শুনে যাই, তবে খুব কম মানুষ আছেন যারা প্রকৃত অর্থে সেই শোনা কথা কাজে লাগিয়ে নিজেদের উন্নত করতে ইচ্ছুক। তবে আপনার সদিচ্ছা জেনে খুশি হলাম।
জী দিদি অবশ্যই,,, আপনার কথা সব সময় শোনার চেষ্টা করেছি! ভবিষ্যতেও শুনে কাজ করবো ইনশাল্লাহ।