You are viewing a single comment's thread from:

RE: Contest of May#2 by @sduttaskitchen |Qualities all humans should carry within!

in Incredible India4 months ago

একজন মানুষের মধ্যে অবশ্যই সততা আত্মবিশ্বাস পরিশ্রম এবং অন্যের প্রতি ভালবাসা। এগুলো অবশ্যই থাকতে হবে। তা না হলে জীবনে কখনোই উন্নত করা সম্ভব না। আমরা যদি শুধুমাত্র আমাদের কথা চিন্তা করি একটু একটু করে এগিয়ে যাই, দিন শেষে আমরা কখনোই সবার কাছে ভালো হতে পারব না। সেজন্যই অন্যের প্রতি ভালোবাসা টা থাকা খুব প্রয়োজন। আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর অসাধারণ ছিল। ধন্যবাদ ভালো থাকবেন।

Sort:  
 4 months ago 

আপনি খুবই চমৎকার কথা বলেছেন মানুষের মধ্যে সততা আত্মবিশ্বাস ভালোবাসা থাকা খুবই প্রয়োজন।। কিন্তু বর্তমান সময়ে প্রতিটা মানুষ শুধু নিজের চিন্তাই করি এটা কখনো উচিত নয়।। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

 4 months ago 

বর্তমান সময়ে একটা জিনিস বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি, এবং নিজের জীবনের সাথে অনেকটা মিলিয়ে দেখেছি। সেটা হচ্ছে আমরা মানুষকে যতই সম্মান করি! আমাদের পরিশ্রম দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি না কেন? দিনশেষে সেই মানুষগুলোই আমাদেরকে নিচে নামিয়ে দেয়ার চেষ্টা করে। আমাদের পরিশ্রমকে তেমন একটা মূল্যায়ন করে না। তাই আমি মনে করি আমাদের মূল্য যেখানে আছে, সেখানে থাকাটাই উত্তম এবং নিজের পরিশ্রমের দ্বারা এগিয়ে গিয়ে, অন্যের জন্য কিছু করার মধ্যে যে শান্তি রয়েছে। সেটা হয়তোবা সবাই উপলব্ধি করতে পারেনা। যারা করে একমাত্র তারাই উপলব্ধি করতে পারে। আপনাকেও ধন্যবাদ মূল্যবান মতামতের জন্য। ভালো থাকবেন।

 4 months ago 

সমাজে বর্তমান সময়ে এরকম মানুষের অভাব নেই, আপনি যাদেরকে সম্মান করবেন ভালবাসবেন দিন শেষে দেখবেন তারাই আপনাকে অবহেলা করছে কষ্ট দিচ্ছে।। আর হ্যাঁ এটা একদম সঠিক বলেছেন আমাদের মূল্য যেখানে যাওয়া উচিত যেখানে আমাদের সম্মান রয়েছে।।

 4 months ago 

আমরা এই পৃথিবীতে ক্ষণিক সময়ের জন্য এসেছি। দীর্ঘস্থায়ী সময় আমরা কখনোই এই পৃথিবীতে থাকতে পারবো না। তাই আমি যতটুকু সময় বেঁচে থাকব। ঠিক ততটুকু সময় অন্ততপক্ষে নিজের মান সম্মান বজায় রেখে বেঁচে থাকার চেষ্টা করব। তাই যেখানে আমাদের সম্মান থাকবে, সবার প্রতি ভালোবাসা থাকবে আমার এবং আমার প্রতি ভালোবাসা থাকবে সবার। সেখানেই আমরা থাকতে অনেক বেশি পছন্দ করি। এমন মানুষের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসাটাই উত্তম। যে মানুষটা আপনার ভালোবাসার উপেক্ষা করে, অন্য কারো সাথে আপনার তুলনা করবে। আর এখান থেকে আপনি বুঝতে পারবেন। সে মানুষটা আপনাকে কখনোই ভালোবাসে নি।

 4 months ago 

অনেক শিক্ষণীয় কিছু কথা বলেছেন সত্যিই আমরা পৃথিবীতে কয়দিনের জন্য এসেছি আর এসে যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করি তাহলে মৃত্যুর পরও তারা আমাদের খারাপ বলবে।। তাই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা প্রতিটি মানুষের উচিত।।

 4 months ago 

ক্ষণস্থায়ী জীবনের শেষ অল্প কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে, আর এর মাঝে যদি আমরা মানুষের মনে কষ্ট দেই, তাদের এই কষ্ট সারা জীবন থাকবে। আমাদের মৃত্যুর পরেও তারা মানুষের কাছে বলে বেড়াবে, আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। এতে করে সমাজে আমরা কখনোই ভালো হতে পারবো না। মৃত্যুর পরেও শান্তি পাবো না। তাই অন্ততপক্ষে মানুষের সাথে ভালো ব্যবহার করাটাই উত্তম।

 4 months ago 

এটা একদম সঠিক বলেছেন মানুষের খারাপ করলে মৃত্যুর পরও তারা সেটা মনে রাখে তাই পৃথিবীতে থাকাকালে মানুষের ভালো কাজ না করতে পারলেও ক্ষতি করা থেকে বিরত থাকা উচিত।।

 4 months ago 

আমি ঠিক জানিনা আমি কেমন তবে আমার আল্লাহ ভালো জানে। তবে আমি চেষ্টা করি মানুষের উপকার করতে, অন্ততপক্ষে আমার দ্বারা আজ পর্যন্ত কারো অপকার হয়নি। আমি নিজের ক্ষতি করেছি মানুষের উপকার করতে গিয়ে। কিন্তু মানুষের ক্ষতি হোক এই ধরনের চিন্তাভাবনা কখনোই করিনি। অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।